![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
ভাবতেছি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন উপলক্ষে একটা নতুন রাজনৈতিক দল গঠন করুম যে দলের স্লোগান হবে "বাংলাদেশ ফার্স্ট"। এই দলের নির্বাচনী মেনিফেস্টোতে একটাই প্রতিশ্রুতি থাকবে আর তা হলও এই দল নির্বাচিত হলে পৃথিবীতে যত সূচক চালু আছে ও যে সূচকগুলোতে বাংলাদেশ এখনও ১ নম্বর স্হানঅধিকার করে নাই তা অর্জনের গ্যারান্টি দেওয়া ও পূর্বতম রাজনৈতিকদল গুলোর কষ্টার্জিত উন্নয়ন (১ নম্বর স্হান গুলো) ধরিয়া রাখিবার নিশ্চয়তা প্রদান করা। ছবি কৃতজ্ঞতা: দৈনিক প্রথম আলো।
যে রাজনৈতিক দলগুলো গত ৪৭ বছর ধরে দেশ ও জাতিকে বিভিন্ন সূচকে সরাবিশ্বে ১ নম্বর স্থান অর্জনে সাহায্য করিয়াছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিয়া বলিতে চাই দেশ ও জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ। যেহেতু আপনারা গত ৪৭ বছরেও সব সূচকে দেশ ও জাতিকে ১ নম্বরে পৌঁছাইয়া দিতে পারেন নাই তাই দেশকে ১ নম্বর করিবার জন্য আপনাদের সামর্থ্য নিয়া দেশের মানুষ সন্দিগ্ধ। এরিস্টটল ও সক্রেটিসের মতো মূর্খ ব্যক্তিরা বলে গেছেন "যেখানেই সমস্যা সেখানেই সুযোগ"। তাই প্রস্তাবিত রাজনৈতিক দলটি দেশকে ৫ বছরের মধ্যে বিশ্বের সকল সুচকে ১ নম্বর করিবার এই অপূর্ব সুযোগ হাতছাড়া করিবার চায় না
প্রস্তাবিত "বাংলাদেশ ফার্স্ট" রাজনৈতিক দলটি দলের নেতা-কর্মী-সমর্থক সকলের মুখে একটাই স্লোগান থাকিবে "উন্নয়ন" কারণ তাদের দলটি প্রতিটি সূচকেই বাংলাদেশকে ১ নাম্বারে উন্নিত করিতে চায়। নতুন দলটি আপনাদের গ্যারান্টি দিতে চায় যে "বাংলাদেশ ফার্স্ট" রাজনৈতিক দলটি একবার সরকার পরিচালনা করিয়া রাজনীতির মাঠ থাকিয়া প্রস্থান করিবে কারণ প্রতিটি সুচকে দেশের ১ নম্বর স্থান নিশ্চিত করিবার পরে এই দলটির দেশ ও জাতিকে আর কোন উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার মতো অবশিষ্ট কিছু থাকিবে না; দেশের ও জাতির কাছ থেকে লুট করিবার মতো আর কিছু অবশিষ্ট থাকিবা না; সর্বোপরি দলটি তার রাজনৈতিক স্লোগানকে বাস্তব রুপ প্রদান করিবার পরে নিজের অভিষ্ট লক্ষে পৌছিয়া যাইবে।
আমি আশাকরছি, বাংলাদেশকে সারাবিশ্বে ১ নম্বর করিবার এই রকম অপূর্ব সুযোগ হাতছাড়া করিতে চাইবেন এই রকম চালাক নিশ্চয় আপনারা না.........সুতরাং, ভবিষ্যৎ রাজনৈতিক দল "বাংলাদেশ ফার্স্ট" এ যোগ দিতে ইচ্ছুক ব্লগাররা ভুট্রা ভাঁজা নিয়া লাইনে খাড়ান....লেট করলে কিন্তু দেরি হইয়া যাইবে
ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করিবার পরে মহাত্মা গান্ধী ভারতের শাসনভার গ্রহণ না করিয়া জওহরলাল নেহেরু এর উপর তা অর্জন করিয়াছিলেন। "বাংলাদেশ ফার্স্ট" রাজনৈতিক দলটি আগামী নির্বাচনে ক্ষমতায় আসিলেও ব্লগার মোস্তফা কামাল পলাশ মহাত্মা গান্ধির পথ অনুসরণ করিয়া সরকার প্রধান হইবে না। সামুর ব্লগারদের মধ্য হইতে সরকার প্রধান ও মন্ত্রীসভার সদস্যদের নিয়োগ দেওয়া হইবে। সুতরাং সামুর ব্লগাররা এখনই প্রস্তাব করুন কোন-কোন ব্লগারকে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর পদে দেখিতে ইচ্ছুক।
অতিরিক্ত তথ্যসুত্র: সত্যিই সেলুকাস, এ এক অদ্ভুত উন্নয়নের দেশ!
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:০০
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
সেলিম ভাই, আপনি কিন্তু মন্ত্রির নাম প্রস্তাব করতে ভুলে গেছেন। অপেক্ষায় থাকলাম আপনার প্রস্তাবের।
২| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে সাধারণ মানুষের একটি রাজনৈতিক দলের সুযোগ তৈরি হয়েছে।
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:০২
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আমার দল ক্ষমতায় আসলে আপনাকে প্রধানমন্ত্রীর পদে দেখতে চাই চাঁদগাজী ভাই। আপনি কিন্তু না বলিতে পারিবেন না
৩| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: শুধুমাত্র জানিবার জন্য প্রশ্ন করা......
আপনার "বাংলাদেশ ফার্স্ট" এ দলে সাবেক ক্রিকেটার ও কবি হুসাইন মুহাম্মদ এরশাদকে কোন পদে রাখছেন??
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:০৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপাতত ব্লগারের বাহিরে কাউকে মন্ত্রিত্ব পদ দেওয়ার কথা বিবেচনা করা হইতেছে না। তার উপর হো মো এরশাদ ইতিমধ্যেই দেশের সেবা করিয়াছেন ৯ বছর; তবে কবি হো মো এরশাদ যদি সামু ব্লগে কবিতা লেখিয়া থাকে তবে তাহার নাম বিবেচনা করা যাইতে পারে।
আপনাকে ধন্যবাদ হো মো এরশাদের নাম প্রস্তাব করিবার জন্য।
৪| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৫
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আমার আবার পদের প্রতি একটু............
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:০৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনি অন্যে ব্লগারের নাম প্রস্তাব করুন; তাইলে অন্যরাও আপনার নাম প্রস্তাব করিবে। ছাইয়া নিক থাকিলে সেই নিক দিয়া নিজের নাম প্রস্তাব করিবার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইলো
৫| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৬
সোহাগ তানভীর সাকিব বলেছেন: মন্দ হবে না। কারণ, বঙ্গভাষার এই বঙ্গদেশে মুচি থেকে মন্ত্রী পর্যন্ত রাজনীতি বুঝে। চায়ের দোকান থেকে সংসদ পর্যন্ত হয় রাজনৈতিক আলোচনা। এমন অবস্থায় বঙ্গভাষার এই বগ্ল রাজনীতি থেকে বাদ যাবে কেন??
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:১০
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
দেশের সবচেয়ে রাজনৈতিক সচেতন মানুষ হচ্ছে ব্লগাররা। রাজনৈতিক পোষ্ট গুলোতে হিট সংখ্যা দেখিলেই এই প্রমান পাওয় যায়। বিজ্ঞান বিষয়ক পোষ্ট লিখিলে ১০০ টা হিটও হয় না; কিন্তু রাজনিতী বিষয়ক একটা শব্দ থাকিলেও পোষ্ট পুরাই মার-মার, কাট-কাট হইয়া যায়। যাই হউক, আপনি কোন বিষয়ক মন্ত্রিত্ব পাইতে ইচ্ছুক তা জানাইবার জন্য বিনীত অনুরোধ করা হইলো।
৬| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমারে স্বরাষ্ট্রমন্ত্রনালয় দিয়েন। পুলিশ ঠিক তো দেশ ঠিক...
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:২৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনি তো ২৪ ঘন্টা ব্লগে থাকেন না; তাই আপনারে স্বরাষ্ট্রমন্ত্রনালয় এর মন্ত্রী বানানো যাইবে না; কারণ এই মন্ত্রনালয়ের দ্বায়িত্ব ২৪ ঘন্টার; সুতরাং ব্লগে ২৪ ঘন্টা উপস্হিত থেকে বিভিন্ন ব্লগে মন্তব্যরে এমন দায়িত্বশীল কোন ব্লগারের নাম প্রস্তাব করুন
৭| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:২৪
সুমন কর বলেছেন: পলাশ ভাই, আমি কিন্তু আপনের কাছের লোক..........বাহিটা বুইঝালন
* বাংলাদেশ থেকে কোন দিন দুর্নীতি দূর হবে না।
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১:০০
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
কোন সূচকে বাংলাদেশ এখনও পিছিয়ে আছে ও কত দ্রুত সময়ের মধ্যে আপনার নেতৃত্বে পরিচালিত ঐ মন্ত্রনালয় ঐ সূচকে ১ নম্বর স্হান অর্জন করিবে তার একটা রোড-ম্যাপ উপস্হাপন করেন ব্লগারদের সামনে; অতঃপর ব্লগাররা সিদ্ধান্ত নিবে আপনার চাইতে অধিকতর অযোগ্যতা সম্পূর্ন কাউকে পাওয়া যায় কি না
যেমন: ধর্ম মন্ত্রনালয়ের মন্ত্রী হইবার জন্য আপনাকে প্রমান করিতে হইবে কতগুলো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাইয়াছেন; কতজন সংখ্যা লঘুর সম্পত্তি লুট করিয়াছেন; বা ভিটে-মাটি হারা করিয়াছেন
অর্থমন্ত্রী হইবার জন্য প্রমান করিতে হইবে, সরকারি ব্যাংক থেকে কত হাজার কোটি টাকা ব্যাংক ঋন নিয়ে ফেরত দেন নাই; কিংবা শেয়ার বাজারে হায়-হায় কোম্পানির কাগজ বিক্রি করে কতজন মানুষকে পথের ভিখারি বানইয়াছেন
৮| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১:০৩
সুমন কর বলেছেন: যাই, ঘুমাইতে যাই...............!!
০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
সুমন ভাই, আপনি লিখেন ঘুমইতে যাই; আমি পড়ি গুমাইতে যান; পইড়াই ভয় পাইয়া গেমা; আমার প্রস্তাবিত সরকারে তো গুম বিষয়ক কোন মন্ত্রনালায় নাই; আপনি কোন অফিসে যান
৯| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ২:২১
শাহিন বিন রফিক বলেছেন: আমার খুব শখ মন্ত্রী হবার, খালি টেকা আর টেকা। শুধু একবার ব্যাংক লুট করেই ইস্তফা দিয়ে দিমুনে, আমার দিকে একটু নেক নজর দিয়েন ভাই।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনার কি পূর্বে ব্যাংক বা শেয়ার বাজার লুট করার অভিজ্ঞতা আছে? জানেন না এই যুগে অভিজ্ঞতা ছাড়া কাজের বুয়াকেও কেউ চাকুরি দেয় না আর আপনি কি না চাইছেন টাকশালের মন্ত্রী হইবার। অভিজ্ঞতা না থাকলে আপনি ডিস-কোয়ালিফাইয়েড
১০| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৫
চাঁদগাজী বলেছেন:
আসলে, ব্লগারদের সময় আসবে দেশের সাধরণ মানুষকে নিয়ে সমষ্টিগতভাবে ভাবার, দেশের মানুষের দায়িত্ব নেয়ার, মানুষের পাশে দাঁড়ানোর।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪০
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
চাঁদগাজী ভাই, হামরা অংপুরের মানুষ; অতিথীকে আ্যাপায়ন করেই বেশি খুশি হই ঘরে নিজের জন্য খবার থাকুক আর নাই থাকুক। আপনাকে কিন্তু প্রধানমন্ত্রী হইবার নাকবেই নাকবে
১১| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৯
প্রামানিক বলেছেন: ভালো উদ্যোগ।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪২
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
সুখে দুখে যারে পাই তিনি আমাদের প্রামানিক ভাই
আপনি কোন মন্ত্রী হইবার চান প্রামানিক ভাই
১২| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫২
আরজু পনি বলেছেন:
পুরা পোস্ট পড়ি নাই।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপা কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন
১৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বন ও পরিবেশ মিনিসটার হইতে চাই।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫২
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
সুন্দরবনে গিয়া কয়টা বাঘ মারছেন বা বাঘ ধরছেন? প্রমাস্বরুপ বাঘের চামড়া বা জিবীত বাঘ সামু ব্লগের অফিসে মডুর কাছে পাঠাইয়া দেন সিভি হিসাবে। সবাধান, নিচের ছবির মতো কাজ আবার করিয়েন না।
১৪| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইয়ে মানে, আমার কোন পদ আছে কি?
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ২:৫৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
কাভা ভাই, উপরের ছবিতে ২ পা-ওয়ালা ও ৪ পা-ওয়ালা প্রানীর ছবি দেওয়া হয়েছে; আপনি বাইছা লন কোন মন্ত্রনালয় নিবেন
১৫| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমারে পুলিশের উপরে মানে প্রশাসন মন্ত্রী পদটা দিয়েন । দেশে বর্তমান এই পদে সব থেকে বেশি ইনকাম।
সবাই মিল্লাজিল্লা লুটামু। আপনের চিন্তা করন লাগবো না। সব থেকে বেশি অঙ্কের ভাগটা আপনেরে দিমুনি
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ২:৫৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
মামা, বনের রাজা ওসমান গনির কথা মনে আছে? যে টাকা দিয়া তোশক ও বালিশ বানাইয়া তার উপর ঘুমাইতো? আপনারে সেই মন্ত্রনালয় দিবার চাই। আপনার অনুভূতি কি জাতি জানতে চায়
১৬| ০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১১
মোস্তফা সোহেল বলেছেন: এ দেশে নতুন একটি দল অবশ্যই দরকার।যাদের হাউকাউ থাকবে না।
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:০০
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
হের লাইগাই তো কই ভাইডি আমার দলে যোগ দিয়া দেন; সব বিষয়ে দেশরে পিছন দিক থাইকে প্রথম কইরা দিমুনে
১৭| ০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৬
মনিরা সুলতানা বলেছেন: আমি ও চাঁদ গাজী তে ছাপ্পা দিলাম।
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:০৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপু আপনারে ধন্যবাদ দিয়া বড় করতে চাই না আপনার দাবি মাইনা নেয়া হইলো; এখন পর্যন্ত একজন মাত্র চাঁদগাজী ভাই এর প্রধানমন্ত্রী হওয়ার বিরোধিতা করেছে; ব্যাপার না দরকার হইলে ভোটের পূর্বেই উনারে গুম কইরা দেওয়া হইবেক; নইলে সিএমএইচ হসপিটালে ভর্তি করা হইবে। অথবা ধইরা নিয়া ভারতের কাশ্মীরের রাস্তায় ফালাইয়া রাখে আসা হইবেক তবুও চাঁদগাজী ভাইকে প্রধানমন্ত্রী পদে দেখিবার চাই।
১৮| ০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২০
পদ্মপুকুর বলেছেন: আমি ওই দলের প্রধান ব্লগ কর্মকর্তা হইতে চাই।
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:১০
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনারে দলের ব্লগ কর্মকর্তা বানাইলে তো ব্লগে লাল বাত্তি জ্বলবো আপনার ব্লগ তো ১৭৩ এর বেশি হিট খায় না; আপনাকে নাভানার সিভিল ইঞ্জিনিয়ার এর মতো ব্লগার হইতে হইবেক তাইলে আপনার দরখাস্ত বিবেচনা করা হইবেক
১৯| ০৩ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
ক্স বলেছেন: আমার প্রস্তাবনা নিম্নরূপঃ
হাসু মামা - অনর্থমন্ত্রী (তার লুটপাটের প্রবল শখ - কিন্তু সরাসরি লুটপাটের সুযোগ তাকে দেয়া যাবেনা)
চাঁদগাজী - কুশিক্ষা মন্ত্রী (প্রশ্ন ফাঁসের ব্যাপারটা উনি দেখবেন)
কাল্পনিক ভালবাসা - স্বরাষ্ট্রমন্ত্রী
রাজীব নূর - সেলফি মন্ত্রী
কলাবাগান ১ - ছলাকলা মন্ত্রী
হাসান কালবৈশাখী - তেল ও প্রতিরক্ষা মন্ত্রী
শাহ আজিজ - টুকলিফাই মন্ত্রী
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) - খোচা মন্ত্রী
আব্দুর রব শরীফ - প্যারাগ্রাফ মন্ত্রী
ফরিদ উদ্দিন চৌ - কবিতা মন্ত্রী
আরজু পনি - ফিটনেস মন্ত্রী
নতুন নকীব - মোরাল মন্ত্রী (ভাত নাই)
প্রামাণিক - পজিটিভ মন্ত্রী
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:১১
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনার মন্ত্রীর লিস্ট চিন্তার খোরাক জুগায়; ব্লগারা ভাইবা দেখেন; কারে-কারে অনাপত্তি দিবেন
২০| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:২৬
রোকনুজ্জামান খান বলেছেন: শুভ কামনা রইলো ।
দেশ টা এবার
ভালো ভাবে ই চলবে
২১| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:২৯
সোহানী বলেছেন: ভুট্টা ভাজা নিয়া লাইনে দাঁড়াইলাম আমার অর্থমন্ত্রীর পদখান নিশ্চিত করার লাইগা। কারনে সক্কলেই আমারে ঘুষ দিয়া ব্যাংক থেইকা লোন নিবে ও ব্যাংক দৈউলিয়া ঘোষনা করবে। আমি দুইভাবেই কামাতে পারুম।
তবে চাঁদগাজী কে প্রধানমন্ত্রীত্ব নহে কলাবাগানকে এ পদে দেখতে চাই। যেভাবে ব্লগারদের উপ্রে লাফ-ঝাপ করে তাতে যোগ্য প্রধানমন্ত্রী একমাত্র তিনিই হতে পারেন।
চাঁদগাজী ভাইরে শিক্ষা মন্ত্রী করার ব্যাপারে ক্স এর প্রস্তাবে সমর্থন থাকলো।
কাভা ভাইরে তথ্যমন্ত্রী .....
সাদা মনের ভাইরে পর্যটন......
জীএস ভাইরে সংস্কৃতি....
শায়মাকে বিরোধীদলীয় নির্যাতনমন্ত্রী...
সেলিম ভাইকে কবিমন্ত্রী ..
কি করিকে স্বরাস্ট্রমন্ত্রী
আলীভাইকে পররাস্ট্রমন্ত্রী ............
লিটন ভাইরে মহিলা বিষয়কমন্ত্রী ...........
প্রামাণিক ভাইরে কম্প্রোমাইজ বিষয়কমন্ত্রী ...........
জুনা আপুকে শিশুবিষয়কমন্ত্রী ...........
বিদ্রোহী ভৃক্ষকে সামাজিকমন্ত্রী ...........
আরো আছে আসতাছি.............
২২| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: চাঁদগাজী ভাইকে প্রধানমন্ত্রীত্ব দিলে মন্দ হয় না।
২৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৫১
হাফিজ বিন শামসী বলেছেন:
ব্লগ মন্ত্রণালয় নামে কি একটি নতুন মন্ত্রণালয় খোলা যাবে? তাহলে এই অধম যোগদান করিবার ইচ্ছে পোষণ করিত।
২৪| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:২০
সনেট কবি বলেছেন: জনাব চাঁদগাজীকে প্রধানমন্ত্রী করলেই কাঙ্খিত উন্নয়ন আশা করা যায়।
২৫| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৩২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার দল ক্ষমতায় আসলে আপনাকে প্রধানমন্ত্রীর পদে দেখতে চাই চাঁদগাজী ভাই। আপনি কিন্তু না বলিতে পারিবেন না ।
সহমত।
ক্স বলেছেন: রাজীব নূর - সেলফি মন্ত্রী
আমি একটা ভালো মন্ত্রনালয় চাই। আমার প্রতিভা আছে। সেই প্রতিভা কাজে লাগাতে চাই।
২৬| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ক্স এর প্রস্তাবে সহমত
@সোহানীকে প্রবাসী কল্যান মন্ত্রনালয় দিতেই হবে
সোহানীর বাকী প্রস্তাবনায় ছাপ্পা ভৃক্ষ বাদে
আর পলাশ ভাই যতই মহাত্মা গান্ধী হইতে চান না কেনু আমরা সেই সুযোগ দিবো না!
উনাকে মহান রাষ্ট্রপতির পদ অলংকৃত করতেই হবে। তারপর আধেক ডিম ভাজা খাওয়ার গপ্প শুনবো
২৭| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমাকে প্রেস সচিব করবেন। প্রস্তাব রাখিলাম।।
২৮| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৬
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: আমাদের পলিটিক্যাল গসিপ বেইসড সোসাইটিকে প্লিটিক্যাল ম্যাচিউরিটিতে যেতে একটি দীর্ঘ ক্রান্তিকালের ভিতর দিয়ে যেতে হবে। এই দীর্ঘ সময়ে বাংলাদেশের আর্থনীতিতে নেপাল সিন্ড্রম ভর করবে (এখানে ভারত দেশের আর্থনীতি, প্রশাসন, অবকাঠামো উন্নয়ন এবং বিদেশ নীতি সব কিছু নিয়ন্ত্রণ করবে)।
তবে হ্যাঁ এট দ্য এন্ড এটার চূড়ান্ত পতন হবে। হতে বাধ্য।
সেই সময়ের প্রস্তুতিতে আপনি সত্যিকার অর্থেই সবকিছুতে দেশ ও নাগরিক স্বার্থ্যকে প্রাধান্য দিতে "বাংলাদেশ ফার্স্ট" নামক দল গঠনের প্রক্রিয়া ও প্রস্তুতি নিয়ে আগাতে পারেন। তবে হ্যাঁ এর মধ্যেও আপনাকে আঞ্চলিক দেশ গুলর সবাইকে নিয়ে সমস্বিত ও পরিবেশবাদী পরিকল্পনা নিয়ে এগুতে পারেন।
২৯| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৬
এক নিরুদ্দেশ পথিক বলেছেন:
এটা অগ্রিম দিয়ে রাখলাম!
৩০| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৩
রোকসানা লেইস বলেছেন: বাহ বেশ নতুন পার্টির আগমন স্বাগতম।
আমি মন্ত্রী হইতে চাই না কেউ আমার নাম প্রস্তাব করবেন না দয়া করে জনগন থাকিয়া সুখ ভোগ করিতে চাই ।
নতুন মন্ত্রনালয়ের ভুল ক্রটি দেখিলে কটাস করে ধরিয়া ফটাস করে ব্লগে প্রকাশ করিতে চাই
৩১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩১
Sujon Mahmud বলেছেন: বেকার ছেলে একটা চাকরি দরকার...... আমার দিকে একটু নজর দিয়েন.
৩২| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৯:১২
রুদ্র নাহিদ বলেছেন: ভাই আমারে শিক্ষামন্ত্রী দিবেন? বর্তমান শিক্ষামন্ত্রীর সাথে আমার নামে মিল আছে। প্রয়োজনে উইগ পরে টাক হতে পারবো। দিয়েন ভাই..
৩৩| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩২
ঠ্যঠা মফিজ বলেছেন: রাজনীতির উন্নয়ণ হোক।
৩৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৮
টারজান০০০০৭ বলেছেন: আমারে ধামাধরা পের্সিডেন্ট বানাইলেও চলিবে ! তবে 'মাননীয় স্পিকার' হইবার চাইনা !
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর উদ্যোগ ।