![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত আমার সম্পর্কে বলার মতো কিছু নাই। কিছু হইলে জানাব।
খালি গা আর
নিচে চেক লুঙ্গি
গরমে বাজায়া দিসে
আমার পুঙ্গি
কি গরম পড়ছে
দেকছেন ভাই!?!
গরমের যেন কোন
সরম নাই
একটু পর পর দেখি চাইয়া
নীল আকাশ
বৃষ্টির মায়ে মইরা গেসে
আমি তো হতাশ
গরমের লগে যোগ হইসে
বায়োমেট্রিক প্যারা
করুম না। কি করবেন?!?
আমি অনেক ত্যারা
টাইপ করতেও লাগে গরম
তাই শেষ করি কারবার
এই হল প্রতিদিনের
গরম সমাচার
২| ২৮ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩৮
ফজলুল১২ বলেছেন: দারুণ বলেছেন
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১
অতঃপর হৃদয় বলেছেন: হা হা হা দারুণ
