![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডেস্ক রিপোর্ট
জাবি, ২৬ এপ্রিল : সপরিবারে ধর্মান্তরিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মালি পরেশ চন্দ্র গোয়ালা ও তার পরিবারের ছয় সদস্য।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস ২৫ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ৩ এপ্রিল নোটারি পাবলিকের মাধ্যমে পরেশ ও তার পরিবার সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, পরেশ চন্দ্র এখন থেকে মো. মাসুম নামে পরিচিত হবেন।
জাবির মালি পরেশ চন্দ্র গোয়ালার পিতা মৃত হিরালাল গোয়ালা। তাদের বাড়ি গাজীপুর সদরের গাছা গ্রামে।
- See more at: Click This Link রিপোর্ট
জাবি, ২৬ এপ্রিল : সপরিবারে ধর্মান্তরিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মালি পরেশ চন্দ্র গোয়ালা ও তার পরিবারের ছয় সদস্য।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস ২৫ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ৩ এপ্রিল নোটারি পাবলিকের মাধ্যমে পরেশ ও তার পরিবার সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, পরেশ চন্দ্র এখন থেকে মো. মাসুম নামে পরিচিত হবেন।
জাবির মালি পরেশ চন্দ্র গোয়ালার পিতা মৃত হিরালাল গোয়ালা। তাদের বাড়ি গাজীপুর সদরের গাছা গ্রামে।
- See more at: Click This Link
২| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৬
উড়োজাহাজ বলেছেন: লাভ নাই। কয়দিন পর আমাদের অবস্থা দেখে আবার হিন্দু হওয়াকেই শ্রেয়জ্ঞান করবে। কারণ আমরা পুথিগতভাবে যেমন মুসলমানের পরিচয় দেই বাস্তবে আমার তেমনটি নই। আমাদের কোরআন সুদ খাওয়াকে হারাম ঘোষণা করেছে। কিন্তু আমার সুদ খাই, ঘুষ হারাম, কিন্তু ঘুষ খাই। চুরি-চামারি-জেনা-ব্যভিচার অন্য কোন ধর্মাবলম্বীদের থেকে কম করি না। উপরন্তু সারা দুনিয়ায় মুসলামনরা আজ পরাজিত হচ্ছে। সুতরাং আরো একটা পরিবার এমন মুসলমান হয়ে মৃত মুসলিমের সংখ্যা বাড়াক তা আমি চাই না। হোক, যদি সত্যিকারের মুসলিম হতে পারে।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৯
মুদ্দাকির বলেছেন: মাশাল্লাহ!!
৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩২
মো কবির বলেছেন: @উড়োজাহাজ , ভাই সত্যিকারের মুসলিম তো সে হতে পারে।
আমি আপনি না পারলে কি হয়েছে যারা বর্তমানে নতুন মুসলিম হচ্ছে তারাই বেশী ধর্ম মানছে।
নিশ্চয়ই আব্দুর রহিম গ্রিনের নাম শুনেছেন, যেন ইসলাম ধর্ম গ্রহণের ৫ দিন পর জানতে পারেন ইসলামে সুদ হারাম, তার ৩ দিন পরেই তিনি তার ব্যাংক ঋণ নিয়ে করা বাড়িটা বেঁচে দেন।
এই হচ্ছে মুসলিম। আর আমরা হাদিস কুরআন জানি কিন্তু কেউ যদি একটা হাদিস কিংবা কুরআনের আয়াত বলেন, সেটা যদি আমাদের বাপ দাদাদের শিখানো জ্ঞানের সাথে না মিলে তবেই আমরা অন্যদের গাল দিতে থাকি। মূর্খ, অজ্ঞ বেনামাযী ব্যক্তি নিজেকে মুসলিম বলে বরং মুসলিমদের ভাব মূর্তি দিন দিন নষ্ট করছে।
আল্লাহ আমাদের সবাইকে আরো হেদায়েত দান করুন।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৬
মো কবির বলেছেন: আর আমরা হাদিস কুরআন জানি না।
৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৬
অলস আমি বলেছেন: ভাই উড়োজাহাজ সারা দুনিয়ায় মুসলামনরা আজ পরাজিত হচ্ছে এটা ঠিক না.
আপনি ইরাক, সিরিয়া, ইয়েমেনের , আফগানিস্থানের খবর জানেন না তাই এমন মনে হচ্ছে.। খুব তাড়াতাড়ি মুসলামনরা জয়ি হবে..ইনশাআল্লাহ
৭| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৪
সাইবার অভিযত্রী বলেছেন: আলহামদুল্লিাহ।
@উড়োজাহাজ লাভ নাই কেন ?
এমামুজ্জামানের ধর্ম মানবে না, তাই ?
দেশের আর সব মুসলমানের মত হয়ে যাবে তাই ?
হিজবুত তাধীদ করে মানুষ মারবে না, তাই ?
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৪
লুৎফুল ইসলাম বলেছেন: আলহামদুল্লিাহ।