![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হওয়ার চেষ্টায় রত এক জীব আমি। সাংবাদিক হওয়ার ইচ্ছা ছিল।কিছুদিন লেখার পর দেখি সাংবাদিক নয়।হওয়া উচিত সৎসাংবাদিক। হতে পারিনি।ব্যার্থ হয়ে চাকুরী ঔষধ কোম্পানীতে। সেও ষোল বছর। ভাবলাম ,দেখি মানুষ হতে পারি কিনা। চারদিকে অসংখ্য অমানুষের ভিড়ে সেটাও মনে হয় হবে না। তাই ভাবলাম ব্লগার হব এখানেও দেখি তাই। ভবিষ্যত ইচ্ছা -জন্ম সুত্রে নয় নিজের চেষ্টায় যতটুকু সম্ভব মানুষ হওয়া।
নেট সমস্যার কারণে গতকাল রাতে পোষ্ট করতে পারি নাই।
গতকাল দূর্গাবাড়ী রোডের কর্মসূচী চলেছে যথারীতি। সাথে ছিল সাংবাদিক ও পাঠক ঐক্য ফোরাম, ময়মনসিংহ এর ব্যানারে মানব বন্ধন ও মিছিল শেষে-রাজাকার মুক্ত দেশ চাই-৭১ এর ঘাতকদের ফাসি চাই এই আহবানের মাধ্যমে কর্মসূচী শেষ হয়।
গতকালও দূর্গাবাড়ী রোডের কর্মসূচী চলেছে যথারীতি-
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪
মোত্তালিব দরবারি বলেছেন: ধন্যবাদ।
দিয়ে দিন।
ময়মনসিংহে আন্দোলনের আগের পোষ্ট গুলো
Click This Link
Click This Link
Click This Link
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪
আহসান২০২০ বলেছেন: ময়মনসিংহের কিছু না পেয়ে এতোদিন হতাশ ছিলাম। আজকে দেখলাম আমার প্রিয় শহরেও ঘাতকদের ফাসির জন্য আন্দোলন হচ্ছে। দেশে থাকলে অবশ্যই আমি ও যোগ দিতাম এই গনজাগরণে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
মোত্তালিব দরবারি বলেছেন: শুরু থেকেই ময়মনসিংহে আন্দোলন হচ্ছে। আমিও শুরু থেকেই চেষ্টা করেছি শেয়ার করার জন্য।
ধন্যবাদ।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০০
আরজু পনি বলেছেন:
আমার প্রিয় ময়মনসিংহবাসির জন্যে সংগ্রামী শুভেচ্ছা রইল।
৮ তারিখ রাতে গিয়েছিলাম, আন্দোলনের আগুনের উষ্ঞতা খুজেঁ ফিরেছি....ভালো লাগলো পোস্ট দেখে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
মোত্তালিব দরবারি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল। আমার পোষ্টে অ্যাড করে দিব View this link