![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে মহান নেত্রী , আপনার শিক্ষাগত যোগ্যাত আর রাজনৈতিক অভিজ্ঞাতার কোন কমতি নেই, সম্ভবত এই মুর্হুতে দেশের যত রাজনৈতিক ব্যাক্তি আছে তাদের মাঝে সর্বোচ্চ দেশীয় ও আন্তর্জাতিক বড় বড় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীপ্রাপ্ত রাজনৈতিক ব্যাক্তি আপনি,
আপনি দেশী বিদেশী নামী দামী বিশ্ববিদ্যায়ল হতে বড় বড় ডিগ্রী আর্জন করতে পারলেও, আর্জন করতে পারেনি এখনো, দেশের মানুষ সহ আপনার দলের তৃণমূল নেতা, কর্মী, সমর্তকদের মনের চাহিদার অনুভুতি।
আমি জানি সর্বশেষ নির্বাচনে আপনারা ২৬৪ আসন প্রাপ্ত দল, বিপুল জনসমর্তন আপনাদের, তায় বলে জনপ্রিয়তার চুতোয় যা ইচ্চা তাই করে যাবেন নিজের ইচ্চামত, তা কতটুকু যুক্তি সঙ্গত সেটা নিশ্চয় বোঝার ক্ষমতা বহুল ডিগ্রী প্রাপ্ত নেত্রী আপনার আছে , সরকারী দলের যতই জনপ্রিয়তা থাকুক, কিন্তু একটা কথা মনে রাখা উচিত প্রধান বিরুধী দল ও দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল ছাড়া অন্তত নির্বাচন হতে পারবে না। হলেও তা গ্রহণ যোগ্য হবে না। বি,এন,পিও চেষ্টা করেছিল সেই ১৯৯৬ সালে কিন্তু পারেনি।
সুতরাং এখনো সময় আছে মান সম্মান থাকতে বি, এন,পির দাবী মেনে নিয়ে দেশে শাস্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন।
এবার দেখা যাক সেই বহুল দেশী বিদেশী ডিগ্রী প্রাপ্ত নেত্রীর কিছু হাস্যকর আচারণ। যা সত্তি মজা উপভোগ করার মত।
বিরুধী দলের প্রতি উগ্র আক্রমণাত্বক উচ্চ স্বারে বক্তব্য দিতে দিতে হঠাৎ ১৯৭৫ এর ১৫ আগষ্টের কথা তুলে হুট করে কন্ঠস্বর পরিবর্তন করে মুখে কান্নার ভাব করে কন্ঠস্বর নরম করে ফেলেন।
মুর্হুতের মাধ্যে পাল্টে ফেলেন নিজের কথার সুর, ১০ টাকার চাউলের কথা নিজে বলে নিজেই অশ্বিকার করেছে অকপটে,
কথায় কথায় আমাদের গর্ভ গৌরব ডক্টর ইউনুসকে অশ্নীন গাল মন্ধ করতে দ্ধিধা করেননা এই নেত্রী।
আর পোষাকের ভেষভুষা পরিবর্তন সেটা ১৯৯৬ সালে দেখেছি, নির্বাচনে জয়ী হবার পর হাতের তছবিহ, সাদা বোরকা সব উধাও।
তারপরও শ্রদ্ধ আর সম্মান হে নেত্রী আপনার প্রতি বঙ্গবন্ধুর কণ্যা হিসাবে, ধন্যবাদ হে নেত্রী আপনাকে র্ধম অন্ধ উগ্রমৌলবাদী জামাত শিবিরের ও রাজাকারের বিচারের ব্যাবস্থা করার জন্য, ধন্যবাদ বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসী দেবার জন্য, দেশের গণতন্ত্র অর্থনৈতিক মুক্তি, দেশের বড় বড় জাতীয় উন্নয়নের জন্য অসংখ্যা ধন্যবাদ আর কৃতজ্ঞতা,
আজীবণ কৃতজ্ঞ থাকিব যদি বিরুধী দলের প্রতি সম্মান দেখিয়ে বিরুধী দলের সহ দেশের সাধারণ জনগণের দাবী অনুসারে নির্দলীয় তত্ত্বধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন যদি করেন।
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৬
মৌটুসী চৌধুরী বলেছেন: ধন্যবাদ,
২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫২
পাঠক১৯৭১ বলেছেন: শেখ হাসিনা আপনার উপদেশটুকু শুনলে ভালো হতো; তবে, আপনি তো আপনি, উনি বাংকি না মাংকি মুন নামের কে একজন আছে না, উনার চিঠিটা নাকি আশরাফকে পড়তে বলেছে।
খেলেদা বেগমের দাবীর জন্য আপনি এত উৎগ্রীব হচ্ছেন কেন? ওখানে আপনার জন্য আমার জন্য, বা মানুষের জন্য কিছু নেই: ওখানে তারেক, কোকো ও নিজামীর জন্য মিস্টির অর্ডার মাত্র।
শেখ হাসিনা ও খালেদা আপনার ও আমার জন্য নন, উনাদের লোক আছে; আপনি বোধ হয় বাবার আয়ে চলেন?
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৯
মৌটুসী চৌধুরী বলেছেন: ঠিক কি বলতে চাচ্ছেন তা স্পষ্ট বুঝা গেলনা,
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ২:১০
puronodin বলেছেন: দারুন লিখেছেন ভাই...১০০% সহমত
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০৩
কলাবাগান১ বলেছেন: "সরকারী গাড়ী ছেড়ে দেয়ার পর ভাড়াকরা একটি মাইক্রোই এখন ডা. দীপু মনির একমাত্র বাহণ। সরকারের ৫ বছর পররাষ্ট্র মন্ত্রী থাকার পর নিজস্ব কোন গাড়ী না থাকায় আগামী নির্বাচনী কাজে প্রচারণার জন্য তিনি একটি মাইক্রো ভাড়া করেছেন। অনেকেই হয়তো বিস্মিত হবেন । কিন্তু এটিই বাস্তবতা। কিন্তু আমরা সচরাচর দেখি যারা সংসদ নির্বাচন করেন তারা কোটি টাকার গাড়ী চড়েন।"
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:০০
বিডি আইডল বলেছেন: ইন্ডিয়ায় ট্রেনিং পাওয়া সরকারী গোপন গুম বাহিনী কর্তৃক রিজভীকে হত্যা করার প্রচেষ্টা ভেস্তে যাওয়ায় শেখ হাসিনা কাল সারারাত দুশ্চিন্তায় ঘুমাতে পারেন নি। রাতে তিনি দু:স্বপ্ন দেখেন যে পাবলিক উনাকে গণধোলাই দিয়ে পায়খানার ডোবায় ফেলে দিয়েছে।
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২৩
নানাভাই বলেছেন: দেখতে থাকেন........বাকীটা এইখানে আছে
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৯
সেমিবস বলেছেন: কলাবাগান১ বলেছেন: "সরকারী গাড়ী ছেড়ে দেয়ার পর ভাড়াকরা একটি মাইক্রোই এখন ডা. দীপু মনির একমাত্র বাহণ। সরকারের ৫ বছর পররাষ্ট্র মন্ত্রী থাকার পর নিজস্ব কোন গাড়ী না থাকায় আগামী নির্বাচনী কাজে প্রচারণার জন্য তিনি একটি মাইক্রো ভাড়া করেছেন। অনেকেই হয়তো বিস্মিত হবেন । কিন্তু এটিই বাস্তবতা। কিন্তু আমরা সচরাচর দেখি যারা সংসদ নির্বাচন করেন তারা কোটি টাকার গাড়ী চড়েন।
কিন্তু সবাই জানে এই ডিপু আফার স্বামীর জন্যই আজ ড. মুহম্মদ ইউনুস খারাপ!!
লজ্জ্বা হয় আমাদের, আপনাদের নয়..........
হায়রে রাজনীতির লেবাস..............
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সহমত আপনার সাথে।