নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ভাল মানুষ হতে চায়।

একজন ভাল মানুষ হতে চায়।

মৌটুসী চৌধুরী

এক জন ভালমানুষ হতে চায়।

মৌটুসী চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এই গণহত্যার দায় জামাত শিবিরকে নিতে হবে, বি,এন,পির নয়।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

বাংলাদেশে প্রথম সারির দলের মধ্যে বি,এন,পি একমাত্র দল, যেই দলের সাধারণ সমর্তক, নেতা কর্মীরা হচ্ছে অতি সাদাসিদা, সাধারণ, গরীভ, দুঃখী, মেহনতী আর শান্তি প্রিয় মানুষ।

বাংলাদেশে বি,এন,পি একমাত্র দল যে দলে নেই শামীমওসমান, শাওন, জয়নাল হাজারীরর মত নেতা। বাংলাদেশের অন্যতম জাতীয় শীর্ষ ভয়ঙ্কর দানব জয়নাল হাজারীকে নিজের ভাই বলে সম্ভাষণ করেছেন এক মহান উচ্চডিগ্রী প্রাপ্ত নেত্রী। কিন্তু বি,এন,পির ইতিহাসে এই রকম কোন রের্কড নেই।



দেশের অভ্যান্তরীণ যত টাউট বাটপার, অভ্যান্তরীণ সন্ত্রাস, মান্তান, চাদাবাজ, ক্যাডার আছে তাদের বেশীর ভাগই একটি বিশেষ দল কর্তৃক পৃষ্টপোষক, অস্বীকার করবোনা বি,এন,পি একবারে ধোয়াতুলসী পাতা নয়, বড় দল হিসাবে অনেক কম অপরাধ কর্মকান্ডে সাথে জড়ীত বি, এন,পির নেতা, কর্মী, সমর্তকরা, সবচেয়ে বড় কথা কেউ প্রমাণ সহ বলতে পারবে না শামীমওসমান, জয়নাল হাজারীরর মত লোকদের বি,এন,পি পৃষ্টপোষকতা দেয়।





বি,এন,পির বর্তমানের চলমান আন্দোলন সরকারের পদত্যাগ নয়, বা সরকারের বিরুদ্ধেও নয়,

বি, এন,পি অন্দোলন সম্পূর্ণ নৈতিক একটি আন্দোলন, যা শুধু র্নিদলীয় তত্ত্ববধায় সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচন।



প্রধান মন্ত্রী দেশে বর্তমান পরিস্থিতিতে গণত্যার সাথে তুলনা করে এর জন্য খালেদা জিয়াকে দায়ী করেছে,

বুদ্ধিমতি অতিচালাক হাসিনা খালেদারের ট্যাবলেট খালেদাকে খাওয়ালেন, কারণ সেই ৫/৬ ই মে হেফাজতে ইসলাম কর্তৃক ঢাকা অবরোধের সময় একই উক্তিটি করেছিলেন খালদা জিয়া।



তবে আমার জানা মতে দেশে একবারেই গণহত্যা হয়েছিল, সেটি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সময়, আর তার জন্য দায়ী সেই পাকিস্তানী আর পাকিস্তানীদের লালিত কুকুর জামাত শিবির।



সেই যাই হোক, বর্তমানে দেশের যে অরাজক আর মারাত্বক নৈরাজ্য আর হত্যাকান্ড হচ্ছে তার জন্য মুলত প্রকৃত দায়ী জামাত শিবির, এর জন্য বি,এন,পি কখনো দায়ী নয়। পত্র পত্রিকা টিভিনিউজ, খুলে দেখুন, কারা বেশী আহত নিহত হচ্ছে, আর পুলিশের হাতে গ্রাফতার হচ্ছে, হয়তো সাধারণ মানুষ, ছাত্রলীগ, আর জামাত শিবিররে কর্মী কিন্তু বি,এন,পি বা ছাত্র দলের কর্মী সমর্তক খুবই কম আহত ও নিহত হচ্ছেন বা গ্রাফতার হচ্ছেন ।



বি,এন,পি শান্তি পূর্ণ হরতাল আহ্বান করেছে শুধু, কিন্তু মাঠে ময়দানে রাস্তায় নাশকাত, নৈরাজ্য, ভাংচুর, গাড়ীতে আগুন, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারতেছে জামাত শিবির,



বি,এন,পির শীর্ষ নেতারা অবলা নারীর চেয়ে ভীতু, আপনার সবাই জানেন ও দেখতেছেন তারা সাবই পালিয়ে আছে, বাকীরা বেশীর ভাগ জেলে, সুরাং এই নাশকাত, নৈরাজ্য, ভাংচুর, গাড়ীতে আগুন, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার জন্য বি,এন,পি কোন অবস্থায় দায়ী নয়।



আর প্রধান মন্ত্রীর গণহত্যার অভিযোগ সর্ম্পূণ ভুল, যদি দেশে গণহত্যা হয়, তার জন্য দায়ী জামাত শিবির। বি্,এন,পি নয়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

হাটহাজারী, চট্ট্রগাম। বলেছেন: জ্ঞানের বাহার দেখে অবাক হলাম, কে জানেন,
তবে তার আগে একটি ছোট্ট গল্প।

এক শিক্ষক ছাত্রকে জিজ্ঞসা করলো,

বার্মা চিন? না স্যার
মায়েমনার চিন? জ্বি স্যার

শিক্ষক বললো, বার্মা আর মায়েনমার তো এই দেশে , যাষ্ট নামটা পরিবর্তন হয়েছে,

জামাত শিবির আর বি,এন,পির মাঝে পার্থক্য কি একটু বলবেন কি?

২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন দিয়ে পরলাম , চমৎকার ও যথার্থ বলেছেন । ++++++++++++

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

নিষ্‌কর্মা বলেছেন: বিম্পি কেন জামাত নামের সিন্দাবাদের ভূতটাকে তাদের ঘাড় থেকে ফেলে দিচ্ছে না মেডাম চৌধুরী ??

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

মোঃ আনারুল ইসলাম বলেছেন: বর্তমানে সকল দলের মধ্য কি কোন পার্থক্য আছে ?

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১

চলতি নিয়ম বলেছেন: না মা উনারা ধুয়া তুলসী পাতা...... =p~ =p~

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

মশিকুর বলেছেন:
এর দায় সকল রাজনৈতিক দলকেই নিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.