![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথায় আছে রেগে গেলেন তো হেলে গেলেন। বি,এন,পি নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্ভট দাম্ভিক আচারণ খালেদা জিয়ার ব্যাক্তিগত ও রাজনৈতিক শিষ্টচারের নৈতিক পরাজয়।
গত কাল খালেদা জিয়ার বাড়ীর সামনে সংক্ষিপ্ত এক সাংবাদিক সম্মেলনে খালেদা জিয়া এক নারী পুলিশ সদস্যকে লক্ষ করে মারাত্বক কটুউক্তি ভাবে অশ্নীণ ভাবে বেয়াদব বলে আখ্যায়িত করেন। তিনি ঐ মহিলা পুলিশকে একাদিক বার বেয়াদব, বেয়াদব বলে তিরিষ্কার করেন, শুধু তায় নয়, এই সময় খালেদা জিয়া গোপালগঞ্জ জেলাকে নিয়েও মারাত্বক ভাবে কটুউক্তি করে বলেন গোপালগঞ্জ নাম আর গোপালগঞ্জ থাকবেনা। পুলিশ সদস্যদের বার বার সরাসরি দালাল দালাল বলে আখ্যায়িত করেন। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নাম নিয়ে বার বার ( হাসিনা হাসিনা বলে ) উল্লেখ করেন্
এই সময় খালেদা জিয়ার মুখে যেন মারাত্বক আগুনের আগ্নিগোলা র্নিগত হচ্ছিল, তার চেহেরা চোখ, ঠোট কাঁপতে দেখা যায়।
এবার দেখাযাক খালেদা জিয়ার এই উদ্ভট দাম্ভিক আচারণ কেন রাজনৈতিক শিষ্টচার বির্হিভুত।
প্রথমে বলতে হয় , এক দলের শীর্ষ নেতা আর সাধারণ কর্মী ও সমর্তক বা সারারণ জনগণ এক নয়। একজন সাধারণ মানুষ যখন যাই ইচ্ছা তা বলতে পারেন, কিন্তু একজন একটি দলের শীর্ষ নেতা ও একাদিক বারের প্রধান মন্ত্রীর ব্যক্তিগত আচারণে শালীনতা আর ভদ্রাতা, নন্ত্রতা আর সৌন্দর্য হওয়া উত্তোম এবং উচিত।
একজন সাধারণ মানুষ বা কর্মী সমর্তক আর একটি দলের শীর্ষ নেত্রী ও একাদিক বারের প্রধান মন্ত্রী ও বিরুধী দলীয় নেত্রীর ব্যক্তিগত আচারণ এক নয়।
কিন্তু গত কাল খালেদা জিয়ার ব্যাক্তিগত আচারণ ছিল একজন সাধারণ রাস্তার মানুষের মত। তার সেই আচারণে বিন্দু মাত্র ভদ্রতা আর রাজনৈতিক শিষ্টচারের লক্ষণ ছিল না। খালেদা জিয়া তার ক্ষোভ আর রাগ ভদ্রতার সহিত ঠান্ডমাথায় প্রকাশ করতে পারতো, তাতে তার গ্রহণ যোগ্যতা বৃদ্ধি পেত।
> পুলিশ সদস্যকে বার বার বেয়াদব বলটা কতটুকু যুক্তি যুক্ত হলো?
শিক্ষগত যোগ্যাতা আর ব্যাক্তিগত দক্ষতার বিচার আনুসারে একজন পুলিশ সদস্য খালেদা জিয়ার চেয়ে বহুগুন উচ্চে। খালেদা জিয়া উত্তাণের পেচনে তার ব্যক্তিগত কোন অবদান নেই, শুধু মাত্র জিয়ার স্ত্রী হাবার সুবাদে তিনি প্রধান মন্ত্রী ও বি,এন,পি দলের নেত্রী হতে পেরেছেন। তার নেই কোন শিক্ষাগত যোগ্যাতা, তার গায়ে আছে র্দুনীতিবাজ কলঙ্ক, তার দুই পুত্র ইতি মধ্যে র্দুনীতির দায়ে বিদেশে পালিয়ে আছে এখনো।
একজন দুর্নীতিবাজ সাবেক অশিক্ষিত প্রধান মন্ত্রী, শৈরচারী সেনা শাসক জিয়া স্ত্রী, র্দুনীবাজ পুত্রের মা হয়ে, কি ভাবে , কোন সাহসের , কোন যোগ্যতার বলে একজন শিক্ষিত ট্রেনিং প্রাপ্ত দেশের আইশৃঙ্খ বাহিনীকে সরাসরি ব্যাক্তিগত ভাবে বেয়াদব বেয়াদব বলে বলে আক্রমণ করেন?
উল্লেখ্য খালেদা জিয়া ১৯৯০ সালের সংসদে প্রধান মন্ত্রী হয়ে তিনি বিরুধী দলীয় সংসদ তোফায়েল আহম্মদকে সংসদের অধিবেশনে সরাসরি বেয়াদব বলে আখ্যাযিত করেন।
> গোপালগঞ্জের নাম পাল্টিয়ে ফেলবো। এই রকম উদ্ভট মন্তব্যের যুক্তি কতটুকু।
গোপালগঞ্জ একটি জেলার নাম, এই জেলা কারে ব্যাক্তিগত সম্পত্তি নয়, এই জেলার মাটির মালিক বি,এন,পি- আওয়ামীলীগ-জাতীয় পাটি, সাবই, সক্তি অবাক হলাম কেন গোপালঞ্জ জেলার নামের প্রতি খালেদা জিয়ার এত ক্ষোভ? এই রকম শিশুসুলভ পাগলামি উদ্ভট উৎশৃঙ্খল যুক্তি হীন মন্তব্য শুনে সত্তি অবাক হলাম। প্রশ্ন রাইল তাহলে খালাজিয়া গোপলগঞ্জের নাম কি রাখতে চান? আদৌ তিনি কি কখনো পারবেন গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে?
পরিশেষে বলতে চায় প্রতিটি গণতান্ত্রিক দেশে প্রতিটি মানুষের রাজনৈকি সমাবেশ ও কর্মসুচি পালনের আধিকার আছে, কিন্তু বর্তমান আওয়ামীলীগ সরকার খালেদা জিয়ার রাজনৈতিক কর্মসুচিতে বাধা দিয়ে অনেকটা নিজের কবর নিজেই খনন করলো। বৃহত্তর পরিসরে না হলেও অন্তত ইন্ডোর কোন সম্মেলন কেন্দ্রে খালেদা জিয়াকে রাজনৈতিক কর্মসুচি পালেনের অনুমতি দিতে পারতো। অন্তত খালেদা জিয়াকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া উচিত ছিল। যদি আগামীতে কখনো বি,এন,পি ক্ষমতায় আছে তখন যদি বি,এন,পি একই আচরণ করে তখন আওয়ামীলীগ কি করবে? সরকারে উচিত নিজেদের সম্মান থাকতে চলমান পরিস্থিতিটা সামাধান করা, যে ভাবে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে তাতে কোন অবস্থায় আর আওয়ামীলীগ ক্ষমতায় ঠিকে থাকতে পারবেনা, শুধু মাত্র পরাজয়ের চুড়ান্ত ক্ষণটি বিলম্ব হবে মাত্র।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৭
মৌটুসী চৌধুরী বলেছেন: আপনি যর্থাত বলেছেন। কিন্তু গত কলের বিষয়টা নিরপেক্ষতার সহিত বিবেচনায় নিলে , আওয়ামীলীগের আচারণ কতটুকু নৈতিক হয়েছে একটি বলবেন কি?
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আর যদি সেলাম করে কথা বলতেন তাইলে । যেখানে যেমন । প্রধান মন্ত্রি শিক্ষিত মানুষ যখন বেফাস কথা বলে যাচ্ছেন অহরহ । ওনিত একটু কম শিক্ষিত ই ।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৯
মৌটুসী চৌধুরী বলেছেন: অশিক্ষিত নেতৃীত্ব কত ভয়ঙ্খর হতে পারে তা দেখলাম। । প্রধান মন্ত্রী বেফাস কথা বলেন এটা সত্য , তায় প্রধান মন্ত্রীকে টেক্কা দিতে খালেদা জিয়ার এই রকম উদ্ধট উদ্যত আচারণ কি যুক্তিযুক্ত হলো?
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৬
পাঠক১৯৭১ বলেছেন: খালেদা বেগম আজীবন এ রকম ছিলো, বেকুব বাংগালীরা তাকে বুঝতে পারেনি।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৯
মৌটুসী চৌধুরী বলেছেন: আমার মনে হয় আপনি ঠিকই বলেছেণ।,
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২১
মদন বলেছেন: আমাদের কপাল ভালো তাও তিনি বলেন নাই একটি লাশের পরিবর্তে ১১টি লাশ ফেলা হবে। তাহলে তো বর্তমান প্রধানমন্ত্রীকে টপকে যেতে পারতেন।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৪
মৌটুসী চৌধুরী বলেছেন: কউকে সরাসরি বেয়াদব বলে ব্যাক্তিগত আক্রমণ আর উদ্দেশ্যহীন রাজিনৈতিক বক্তব্য এক নয়।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৩
কাব্য কথা বলেছেন: খালেদা জিয়া একটা হাবা গোবা টাইপের টাইপে অর্ধশিক্ষিত এক মহিলা। শেখ হাসিনার অপজিশন লিডার হিসেবে তাকে মোটেই মানায় না। উনি তো শফিক রেহমানের লেখা কাগজ তোতা পাখির মতো বলে যান। নিজে থেকে কিছু বলতে দেন। অসভ্যতা ও নোংরামী সব উনার মুখ থেকে ঝড়বে। একেবারে 'হাতাইল্লাহ' (বোকা) গোছের মহিলা। কিভাবে যে উনি দুইবার প্রধানমন্ত্রী হয়েছিলেন আশ্চর্য লাগে মাঝে মাঝে। কত সেনা অফিসারের যে তিনি চাকরি খেয়েছেন আর জামায়াত ক্যাডারদের বসিয়েছেন আল্লাহ জানেন।
আর তিনি কেন গোপালগঞ্জের নাম বদলিয়ে দেবেন? গোপালগঞ্জের নাম বদলানোর হূমকি দিলো আজ, কাল বল্বে দেশের নাম বদলে ফাকিস্তান রাখা হবে। অসভ্য ইতর শ্রেনীর মহিলা হচ্ছে খালেদা জিয়া।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩০
মৌটুসী চৌধুরী বলেছেন: ১০০% রাইট,
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৫
৭১বাংলা বলেছেন: হাসিনা খুব ভাল মন্তব্য করেন. মহিলা পুলিশ ক্লাস এইট ফেইল সে যদি একটা দেশের সাবেক প্রধানমন্ত্রির সাথে খারাপ আচরণ করে তাকে কি বলব আপনি বলে দেন
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩২
মৌটুসী চৌধুরী বলেছেন: আমি যতদুর জানি, পুলিশ সদস্যে মাঝে অষ্টম শ্রেনীপাশের কোন পুলিশ সদস্য নেই, তারপরও কাউকে অশ্নীণ ভাষায় সরাসরি লাইভ ক্যামরায় মৌখিক আক্রমণ কোন অবস্থায় শালিনতার মধ্যে পড়ে না।
৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪১
বিশ্বাস করি 1971-এ বলেছেন: ম্যাডাম নিজেরা আগে হন! নিজেদের আগে ভালো করেন। আর কত সুন্দর সুন্দর কথার মাঝে নিজেদের নোংরামীটা লুকাবেন? সাপোর্ট করেন নো প্রবলেম বাট don't push others to the limit. MIND IT!
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৬
মৌটুসী চৌধুরী বলেছেন: আমি বাস্তবে কাউ সমর্তন করিনা, চায় সুন্দর রানৈতিকপরিবেশ। আপনি আমার উপর অহেতুক না বুঝে রেগে যাচ্ছেন, আমি কি লিখেছি তা গভীর ভাবে বুঝতে চেষ্টা করুন।
৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৬
মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: Click This Link
৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৯
বিশ্বাস করি 1971-এ বলেছেন: রেগে গেলে হেরে যাওয়া এই স্টেটমেন্টের ব্যপারে কোন কথা নাই! কথা থাকে যখন একজন রসিয়ে রসিয়ে আদি রসাত্মক স্টাইলে কথা বলেন আর আপনাদের মত দলকানারা মারহাবা মারহাবা বলতে থাকেন! আপনাকে গভীরভাবে হয়তো বুঝতে চেষ্টা করতাম কিন্তু একজন biased person থেকে জানার বা শেখার কিছু থাকে না! যাইহোক Get Well Soon!
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৮
মৌটুসী চৌধুরী বলেছেন: ঘুমিয়ে থাকা মানুষকে জাগিয়ে তুলা যায়, কিন্তু যারা জেগে জেগে ঘুমায় তাদের কখনো ঘুম ভাঙ্গানো যায় না । বিশ্বাস করি ১৯৭১ এই রকম এটি জেগে জেগে ঘুমিয়ে থাকা প্রাণী।
১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৮
বেঈমান আমি. বলেছেন: কিরে ছাগি কমেন্ট ডিলিট মারলি কেন?
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০১
মৌটুসী চৌধুরী বলেছেন: কার কমেন্ট ডিলিট করলাম। আমার মনে হয় কথাটি সত্য নয়
১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০২
বিশ্বাস করি 1971-এ বলেছেন: বেঈমান আমি আজ সজাতির যন্ত্র দেখে উত্তেজিত! অই কে আছিল ওর বাইন্দা রাখ!
১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৬
বেঈমান আমি. বলেছেন: মাল্টি ছাগু আমি পাত্তা দেইনা।বাই বাই ছাগু আন্ড ছাগ গুশটি
১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০২
আকাশপানে বলেছেন: হাছিনার থেকে খালেদা হাজারগুণ বেশী ভদ্রতার পরিচয় আগেও দিয়েছেন। আজ খালেদাকে যে অবস্থায় রাখা হয়েছে, ঠিক সে অবস্থায় একবার হাছিনাকে ফেলে দেখেন, সে কি বলে আর কি করে??
ভক্ত হওয়া ভালো তবে অন্ধ ভক্ত হওয়া ভালোনা।
১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫০
একজন বাংলার ছেলে বলেছেন: আরে বাহ এক গোপালিকে বেয়াদপ বলাতে আপনি উনার চৌদ্দ গুস্টি উদ্ধার করলেন??একজন বেয়াদপকে বেয়াদপ বলতে হলে কি তার থেকে বেশি শিক্ষিত হতে হবে নাকি !! আর যোগ্যতার মাপকাঠি নির্নয় করার আপনি কে,পুথিগত শিক্ষাই কি সব নাকি,আমারতো মনে হয় আপনাদের তথাকথিত ডঃ হাসিনা থেকে এই অশিক্ষিত খালেদা অনেক বেশি মার্জিত এবং রুচিশীল।হাসিনাকে আমার মাজেমধ্যে আমার বাসার কাজের বুয়ার থেকেও নিম্নরুচীর মনে হয়।রাগ করবেন না আবার ,আমি বিএনপি এবং আওয়ামি দুজনের কাউকেই কখনই ভোট দেই নাই এবং দিবও না যতদিন না এই দুই মহিলার পরিবার তন্ত্রের বিলুপ্ত হয় আমাদের দেশের রাজনীতি থেকে
১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১২
টি-ভাইরাস বলেছেন: আপনে অনেক বড় কুতুব বুঝতে পারলাম রাজনীতি আর আওয়ামীলীগের দালালি ভালো করেন আর বুঝেন যাই হোক কাল কে আওয়ামীলীগে আদালত আলাকাতে যা করল এই বেপারে কিছু কথা নাজিল করেন ... কিন্তু ভাই আপনার বাপ আর নাম খারাপ করবেন না কারন কাল কে আশরাফ তার বাপ আর নাম খারাপ করছে ... আর শেষ কথা দালালি টা বন্ধ করে এই বার একটু সত্যি কথা বলতে শিখেন ... নিম্নরুচীর একজন মহিলার পা আর কত দিন চাটবেন
১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৮
হাসান কালবৈশাখী বলেছেন:
২৪ ডিসেম্বর বেগম জিয়ার লিখিত বক্তব্যটি ছিল মার্জিত, সুন্দর।
কারন সেটা লিখে দিছিল সফিকরেহমান।
কিন্তু ২৯ ডিসেম্বর তার তাৎক্ষণিক বক্তব্যটি নিজের।
চুপ, বেয়াদব ইত্যাদি .. কুৎসিত, অরুচিকর।
এর আগে বেগম জিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিসংলাপেও এরকম নোংরা শব্দ ব্যবহার করেছিলেন।
১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৪
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: খালেদা জিয়া যে পরিস্থিতিতে যা বলেছে সঠিক বলেছে।তিন বারের প্রধানমন্ত্রীকে এক পুলিশ কনস্টেবল ধাক্কাধাক্কি করবে,সেটা কি বেয়াদবি না?দেশের প্রসাশনের সর্বক্ষেত্রে দলীয়করন,গোপালগন্জিকরন করা হয়েছে সেটা সারা দেশ জানে।আপোষহীন নেত্রী যা বলেছে ঠিক বলেছে।ভাদারা এনিয়ে হুদাই বেহুদা ত্যানা প্যাঁচাচ্ছে।
১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪
অনিকেত রহমান বলেছেন: জীবনের শুরুতে যদি কেউ মানুষ না হয়ে আওয়ামীলীগ হয়ে যায় তাহলে তার ভাল মন্দ বিচার করার ক্ষমতা আর থাকে না ।
১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩
বাংলার আকাশ বলেছেন: কি বিচিত্র আমাদের মানসিকতা , কারো সাথে কারো মিল নাই !!
২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬
আশাফ আনিস বলেছেন: কিন্তু বর্তমান আওয়ামীলীগ সরকার খালেদা জিয়ার রাজনৈতিক কর্মসুচিতে বাধা দিয়ে অনেকটা নিজের কবর নিজেই খনন করলো। বৃহত্তর পরিসরে না হলেও অন্তত ইন্ডোর কোন সম্মেলন কেন্দ্রে খালেদা জিয়াকে রাজনৈতিক কর্মসুচি পালেনের অনুমতি দিতে পারতো। অন্তত খালেদা জিয়াকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া উচিত ছিল। যদি আগামীতে কখনো বি,এন,পি ক্ষমতায় আছে তখন যদি বি,এন,পি একই আচরণ করে তখন আওয়ামীলীগ কি করবে?
২১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬
মদন বলেছেন: লাশ ফেলে দেওয়া উদ্দেশ্যহীন রাজনৈতিক বক্তব্য নাকি একজন খুনীর হুংকার?
২২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪০
মেহেদী_বিএনসিসি বলেছেন: এই পোষ্টের কমেন্টগুলোই আমাদের জাতির প্রকৃত চেহারা..........আমরা খারাপ হওয়ার প্রতিযোগীতায় বেশ এ্যকটিভ। আর আমরা জাতীয় ভাবেই চরমভাবে দ্বিখন্ডিত.....ছাগু....না হয় ভাদা......।
আমাদের এই আহম্মক জাতির জন্য ওই আহম্মক হাসিনা-খালেদাই বেষ্ট চয়েজ।
২৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
সজিব ইসলাম বলেছেন: আরে ভাই দেশে একটা নতুন গালি শুরু হইছে জানেন, সেটা হলো "আপনি মিয়া মানুষ না আপনি একটা আওয়ামীলিগ" ভাইয়ে মনে হয় শাহবাগে গিয়া রাইতে গাঞ্জা খাইয়া দিনে সৈয়দ আশরাফের মতো বুদ্দ্বিজীবি সাজেন। ৫বছরে ভাইয়ের সম্পদ কয়গুন হয়ছে?
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৭
বেঈমান আমি. বলেছেন: আর ইউ ক্রেজি?একজন সেনা অফিসারের বউ তো সেনা অফিসারের ভাষায় কথা বলবে?শী ইজ নট ফ্রম সিভিল সোসাইটি।