নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ভাল মানুষ হতে চায়।

একজন ভাল মানুষ হতে চায়।

মৌটুসী চৌধুরী

এক জন ভালমানুষ হতে চায়।

মৌটুসী চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বি,এন,পি সরকার বিরুধী আন্দোলনে গেলেই সাঈদীর ফাঁসী।

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৮

সাঈদী, নিজামী, আলীআহম্মদ মোজাহিদ এদের রাজনৈতিক জীবণ সম্পূর্ণ ভাবে শেষ। আর মোটা মুটি ১০০% নিশ্চিত সাঈদীর ফাসীঁ কার্যকর, যারা মনে মনে ভাবতেছেন সাঈদী মুক্তি পাবে কোন দিন, সেটা শুধু ভাবনার মাঝে সীমাবন্ধ থাকবে সারাজীবণ। এই মুর্হুতে জামাত ইসলামীর অন্যতম জনপ্রিয় ও গুরুত্ব পূর্ণ শীর্ষ নেতা দেলওয়ার সাঈদীর জীবণ যদি বাচাঁতে চায় , জামাতের সামনে একমাত্র রাস্তা হলো সরকার বিরুধী আন্দোলন হতে দুরে সরে আসা, এটা ছাড়া সাঈদীকে মৃত্যুর হাত হতে রক্ষা করার আর কোন বিকল্প উপায় বা রাস্তা নেই।



আর আগে দেখেছি কাদের মোল্লার ফাসীঁ এমন একটি মুর্হুতে কার্যকর করা হয়েছে যেই মুর্হুতে গত ৫ ই জানুয়ারী নির্বাচনত্তোর তত্ত্ববধায়ক সরকার নিয়ে বি,এন,পি জামাতের অন্দোলন তুঙ্গে। আওয়ামীলীগ সরকার দারুণ কৌশলে তত্ত্ববধায়ক সরকারের আন্দোলনকে স্তব্দ আর আন্দোনের হাওয়াকে অন্যদিকে মোড়গুড়াতে কাদের মোল্লার ফাঁসী কার্যকর করেন টিক আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে যখন বিরুধী দলের আন্দোলন দারুণ ভাবে চুড়ান্ত পর্যাযে পৌঁছে,



কাদের মোল্লার ফাসীঁ কার্যকর হবার সাথে সাথে জামাত ইসলামী এর প্রতিবাদে হরতাল আহ্বান করায় বিরুধী দলের সরকার বিরুধী আন্দোলন হারিয়ে যায় কাদের মোল্লার ফাসীঁর স্রোতে।



সুতরাং আপাতত ১০০% নিশ্চিত , আগামীতে যে কোন সময় , যে কোন দিন যদি বি,এন,পি জামাত সহ ১৮ দলীয় জোট বর্তমান আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে যায় আর সেই আন্দোলন যখনই চুড়ান্ত পর্যাযে পৌছানোর সম্ভবনা দেখা দিবে তখই কার্যকর হতে পারে জামাত ইসলামীর শীর্ষ নেতাদের ফাসীঁ,



এখন নিজামী, সাঈদী, মোজাহিদ এরা আওয়ামীলীগের অত্যান্ত গুরুত্ব পূর্ণ সম্পদ। যখই বি,এন,পি আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবে তখন কার্যকর হবে এদের ফাসীঁ। বর্তমানে এটাই এখন আওয়ামীলীগ সরকারের অতি গুরুত্ব পূর্ণ একটি কৌশল। আওয়ামীলীগ তাদের রক্ষা করতে ঢাল হিসাবে ব্যাবহার করবে জামাতের র্শীষ নেতাদের ফাসীঁ ।



আর আগামীতে ভবিষ্যতে আর কোনদিন বি,এন, পি সহ ১৮ দলীয় জোট আওয়ামীলীগ সরকারে বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে পারবে কিনা সন্দেহ আছে। মোটা মুটি নিশ্চিত খালেদা জিয়ার বাকী জীবনে আর প্রধান মন্ত্রী হবার সুযোগ পাচ্ছেনা। হয়তো অদুর ভবিষ্যতে কোন একদিন আওয়ামীলীগ সরকারের পতন হবে কিন্তু তার জন্য অপেক্ষা কারতে অনেক দিন, অনেক মাস, অনেক বছর, এমনকি অনেক যুগ।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ত -তাতে কী?
আওয়ামীলীগ থাকুক সারা জীবন। দেশ আন্দোলনহীন থাকবে। কি আনন্দ আকাশে বাতাশে।
হায়রে চিন্তা এগুলো শুধুই মানুষের নষ্ট কর্মের ফল। জগতে এমন একটা মানুষ বের করে দেখান যে তার আপন কর্মের ফল একটু হলে না ভোগ করে বিদায় নিয়েছেন। এমনটা হাসনিা বুবুর বেলাও হবে।অপেক্ষা থাকেন।

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫০

মৌটুসী চৌধুরী বলেছেন: আমি আপনার সাথে একমত, কিন্তু বাংলাদেশ স্বাধীন হবার পর সবচেয়ে র্দুবার আর র্দুদান্ত আন্দোলন হয়েছিল গত ৫ ই জানুয়ারী নির্বাচনত্তোর তত্ত্বধায়ক সরকার ইস্যু নিয়ে , আর সেই আন্দোলন করেছিল বি,এন,পি জামাত, এতবড় র্দুদান্ত দুর্বার ফাইট করেও আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে কিছুই করতে পারেনি বি,এন,পি জামাত , এখন প্রশ্ন হলো ------- কখন , কি ভাবে, আবার বি,এন,পি জামাত আওয়ামীলীগের বিরুদ্ধে আন্দোলন করবে?

২| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১১

চোরাবালি- বলেছেন: গত আ্ন্দোলনে পুরা দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল তারপরও সরকার কিছু নেতা বয়ান দিলেন সরকার স্বাভাবিক ভাবেই কাজকর্ম করছে।
এখানে কথা হল সারা বছরই যদি দেশ স্তব্ধ হয়ে থাকে তাতে সরকারের কিছু এসে যায় না; তাদের ক্ষমতা দরকার তারা ক্ষমতায় আছে দেশ বাঁচলে বাঁচুক আর গোল্লায় গেলে যাক।
কারণ দেশের জন্য তো তারা রাজনীতি করে না; তারা রাজনীতি করে নিজের জন্য।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৪

খোমেনী বলেছেন: আওয়ামী লীগ তাদের প্রটেক্ট করতে জামায়াত নেতাদের ফাসি দেবে। কথাটি সত্যি। জামায়াত নেতারা তাহলে লীগের রক্ষা কবচ।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: আমি আপনার সাথে একমত, কিন্তু বাংলাদেশ স্বাধীন হবার পর সবচেয়ে র্দুবার আর র্দুদান্ত আন্দোলন হয়েছিল গত ৫ ই জানুয়ারী নির্বাচনত্তোর তত্ত্বধায়ক সরকার ইস্যু নিয়ে , আর সেই আন্দোলন করেছিল বি,এন,পি জামাত, এতবড় র্দুদান্ত দুর্বার ফাইট করেও আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে কিছুই করতে পারেনি বি,এন,পি জামাত ..................

দালাল, সরকারের ভাড়, চামুচ, হলুদ লাল মিডিয়া হল সবচে বড় কালপ্রিট!

আওয়ামী আন্দোলনের সময় যে হেডলাইন, যে নিউজ ট্রটিমেন্প পলিসি!

আর এবারেরটা তুলনা কররেই বুঝবে কত বড় অপরাধ তারা করেছে। পুরা জাতির সাথে বেঈমানি করেছে
গণতন্ত্রের শূলনিতির সাথে বেঈমানি করেছে

স্রেফ নিজের স্বার্থে!!!!!!!!!!!! তাদের কাছে দেশ জনতা কিছু না। শুধূ বেনিয়া মুনাফার জন্যই যে টুকু দেখানো ভালবাসা!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৫| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৩

ক্লিকবাজ বলেছেন: যে যত নির্লজ্জ্যভাবে ক্ষমতা আকড়ে থাকে তার বিদায়ও তত করুণভাবেই হয়। কারণ প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩১

কর্পোরেট ভালোবাসা বলেছেন: এক দিন সময় আসবেই । নমরুদও ভেবেছিলো আজীবন সে ক্ষমতাধর থাকবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.