![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বদলীয় সরকার গঠনে রাজী মওদুদসহ অর্ধশত নেতা
অমিতাভ কায়সার,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাবে রাজী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদসহ দলটির আরো অর্ধশত শীর্ষ নেতা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের মূল অংশ সর্বদলীয় সরকারে না এলে বিএনপির ওই নেতারা নতুন দল গঠন করবেন। তারা যোগ দেবেন সর্বদলীয় সরকারে। তাদের নেতৃত্বে থাকতে পারেন স্বৈরাচারী এরশাদের উপপ্রধানমন্ত্রী ও সাবেক মন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমদ।
এ তালিকায় আছেন দলছুট, সুবিধাবাদী ও এক এগারোর ‘সংস্কারপন্থী’রা। বিএনপিতে তারেকের কর্তৃত্ব যারা মানতে পারছেন না, তাদের মধ্যেও কয়েকজন নতুন দল গঠন করে সর্বদলীয় সরকারে যোগ দিতে আগ্রহী। ‘গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা ও আরেকটা এক এগারো ঠেকাতে’ তারা নির্বাচনে অংশ নিতে চাচ্ছেন।
গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্য ভাষণ দেয়ার পর যুক্তরাজ্যে অবস্থানরত মওদুদ আহমদ টেলিফোনে তার ঘনিষ্ঠ কয়েকজনকে জানান সর্বদলীয় সরকারে তার সমর্থনের কথা। ঢাকায় মওদুদের ঘনিষ্ঠজন ও বিএনপির নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য জানায় প্রিয় দেশকে। ব্যরিস্টার মওদুদ যুক্তরাজ্যে অবস্থান করায় এসব বিষয়ের সত্যতা জানতে তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
বিএনপির আরেকটি সূত্রের দাবি, জামায়াতের সঙ্গে বিএনপির জোট থাকলে শেষ পর্যন্ত তরিকুল ইসলামের মতো জামায়াত বিরোধী কয়েক নেতা নতুন দল গঠন করে সর্বদলীয় সরকারে যোগ দিতে পারেন। তবে আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাসের মতো জামায়াত বিরোধী নেতারা শেষ পর্যন্ত মূল বিএনপি ছেড়ে আসার সম্ভাবনা দেখছে না সূত্রটি।
সূত্র দাবি করে, সর্বদলীয় সরকারে যোগ দিতে বিএনপির শীর্ষ পর্যায়ের অর্ধশত নেতা সরকারের সঙ্গে যোগসাজশ রেখে আসছেন মহাজোট সরকারের শুরু থেকে। তাদের সবার নাম নিশ্চিত করে বলা না গেলেও বিএনপির নেতাকর্মীরা ধরতে পারছেন। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে চূড়ান্ত আন্দোলনের সময়ও তারা মাঠে নেই, আন্দোলনেও নেই। এ মুহুর্তে কয়েকজনকে ছাড়া তাই বেশিরভাগ শীর্ষ নেতাকে আন্দোলনের জন্য পাচ্ছেন না খালেদা জিয়া। কেউ কেউ আছেন স্বঘোষিত আত্মগোপনে, কেউ কেউ আছেন বিদেশে।
আরেকটি সূত্র জানায়, বিএনপিকে ভাঙ্গার আশঙ্কার কথা প্রকাশ্যে-অপ্রকাশ্যে ব্যক্তও করা হচ্ছে দীর্ঘ দিন ধরে। দলের দায়িত্বশীল নেতারা অকপটে স্বীকার করেছেন দল ভাঙ্গার বিষয়টি। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাবে বিএনপিকে ভাঙ্গার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন।
প্রধানমন্ত্রীর গতকালের ভাষণের অনেক আগে খালেদা জিয়া তার বক্তব্যে বিএনপিকে ভাঙতে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছিলেন। বিএনপির শীর্ষ কয়েক নেতার কর্মকাণ্ড, দলটির নির্বাচনী প্রতীক দিয়ে নতুন আরেকটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া ইত্যাদি বিষয়গুলো খালেদা জিয়া গভীরভাবে নজর রাখছিলেন। দলছুট, সংস্কারপন্থী ও সাবেক কয়েক বিএনপি নেতা দল ভাঙ্গার ষড়যন্ত্রে লিপ্ত বলে সন্দেহ করে আসছেন খালেদা জিয়া। নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রধানমন্ত্রীর প্রস্তাবের একদিনের মাথায় দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন খালেদা জিয়া। আজ শনিবার রাতে রাজধানীর গুলশানে নিজের কার্যালয়ে দলের নীতি-নির্ধারকদের সঙ্গে তিনি বৈঠক করছেন।
সূত্র জানায়, সাবেক স্বৈরাচারী এরশাদ সরকারের উপপ্রধানমন্ত্রী ব্যরিস্টার মওদুদ চিকিৎসার নামে বিদেশে গিয়ে মূলত নতুন দল গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করছেন। বুকে ব্যথা নিয়ে তিনি সম্প্রতি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। দল ভাঙ্গার ষড়যন্ত্রে জড়িত থাকা ও নতুন দল গঠন করতে যাওয়ার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে হাসপাতালে দেখতে যাননি। চিকিৎসার জন্য এমন এক সময় তিনি লন্ডন গেলেন, যখন আসন্ন জাতীয় নির্বাচন ও আন্দোলন নিয়ে চরম বেকায়দায় রয়েছে বিএনপি। আর ২৫ অক্টোবর ঘিরে রয়েছে নানা শঙ্কা।
Click This Link সরà¦à¦¾à¦° à¦à¦ নৠরাà¦à§ মà¦à¦¦à§à¦¦à¦¸à¦¹ à¦
রà§à¦§à¦¶à¦¤ নà§à¦¤à¦¾
২| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫০
সাদা মনের মানুষ বলেছেন: রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বলেই ভালো মানুষরা এখন আর রাজনীতিতে যায় না।
৩| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৫
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: দু দলের কর্মকান্ডই নিন্দনীয় ...
৪| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৭
জানপরী বলেছেন: মওদুদের মত আপদ বিএনপি থেকে চলে গেলে বিএনপির জন্য ভালো।
৫| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫১
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: বাংলাদেশের আপোষহীন নেত্রী খালেদা জিয়ার উপর সারা বাংলাদেশের সাধারন মানুষের আস্থা আছে।মওদুদ-ফওদুদ দিয়ে কি হবে।
দাবি একটাই,সংবিধান সংশোধন করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
৬| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০১
হাসান মাহবুব বলেছেন: ঘটনা সত্যি নাকি?
৭| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০১
বোধহীন স্বপ্ন বলেছেন: ভালা তো, তিনটা পার্টি হইয়া যাইবো । মওদুদ কইব "তৃতীয় শক্তি" খাড়া...
৮| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০১
বোধহীন স্বপ্ন বলেছেন: ভালা তো, তিনটা পার্টি হইয়া যাইবো । মওদুদ কইব "তৃতীয় শক্তি" খাড়া...
৯| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৯
নিজাম বলেছেন: ভাল কথা!!!
১০| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৩
জহির উদদীন বলেছেন:
১১| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০০
সাকিন উল আলম ইভান বলেছেন: হাসান মাহবুব বলেছেন: ঘটনা সত্যি নাকি?
১২| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৬
অন্ধকারে একজন বলেছেন: দারুন খবর। বিএনপি'র নিজ নামে আর থাকার দরকার কি তারা সবাই জামায়াত যোগ দিলেই হয়। সব ডিসমিস হয়ে যেত। ছাগুর সাথে যারা সখ্যতার ফল।
১৩| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৪
ইলুসন বলেছেন: দেখা যাক কী হয়। বাংলাদেশের রাজনীতি কোন রহস্য উপন্যাসের চেয়ে কম না।
১৪| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২০
লিঙ্কনহুসাইন বলেছেন: Click This Link
১৫| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৪
মুস্তাক বলেছেন: রাজ+নীতি,,,,,,,,,,,, এটা বোধকরি রাজা বাদশাহদের রাজ্য পরিচালনা করার নিয়ম নীতিকে বুঝানো হয়; ভাবতে অবাক লাগে আজকাল রাজ-----নীতি হচ্ছে একটা পেশা যেখানে ভাল মানুষের কোন ঠাই নেই, টুকাই/ উচ্চ মানের ছিনতাইকারী/ ট্রাক চালক/ নায়ক/গায়ক / ব্যাবসায়ী হচ্ছে রাজনৈতিক নেতা তথাপি এমপি ও মন্ত্রি, তাই এখন আর রাজনীতিতে commitment বলে কিছু নেই , শেষ কথা বলেও কিছু নেই । আমি ও আমরা ছিলাম রাজনীতির সংস্পর্শে, পারিবারিক ভাবে বাবা/চাচা ছিলেন মুক্তিযুদ্ধের সংগ্রামী সৈনিক, আজ তারা নিজেদের যুদ্ধা বলে পরিচয় দিতে চাননা কারন যে দেশের জন্যে যুদ্ধ করেছিলেন তা ৭৪ এ কবর দেয়া হয়েছে, এখন একেক জন একেক সময়ের জন্যে আশে কবর কে মাজার বানিয়ে ব্যাবসা করার জন্যে, কেউ পৈত্রিক সূত্রে সম্পত্তির দাবি করেন, কেই স্বামীর সূত্রে,,,,,,,,,,,, আসছে সামনে দিন....দাদর সূত্রে আর নানার সূত্রে দেশকে চালনার ভার নেবার জন্যে । আর বাকি সব রা...জ...নৈ..তি..ক নেতারা তাদের সেবা দাস/দাসি বৈ কিছুইনা মনে হয় ।
১৬| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৫
মাইন রানা বলেছেন: কোথায় থেকে এসব নিউজ সংগ্রহ করেছে জানি না। এখানে উল্লেখ করেছে সূত্র!!! আমি বলি ঘোড়ার মুত্র!!!!!! আজগুবি বিভ্রান্তিমূলক নিউজ
১৭| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৪
চলতি নিয়ম বলেছেন: রাজনীতিতে শ্যাষ কথা বইলা কিছুই নাই। চিত্ থাকতে এক, উপুর হইলে আরেক।
১৮| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৪
নষ্ট ছেলে বলেছেন: সূত্র দাবি করে, সর্বদলীয় সরকারে যোগ দিতে বিএনপির শীর্ষ পর্যায়ের অর্ধশত নেতা সরকারের সঙ্গে যোগসাজশ রেখে আসছেন মহাজোট সরকারের শুরু থেকে
বিএনপিতে আবার অর্ধশত নেতা আইল কই থাইকা?
১৯| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
নেক্সাস বলেছেন: বাহ দারুন আষাঢ়ে গল্প।
ঘটনা সত্যি হলেও এতে কিছু যায় আসেনা।
বিএনপি এখন গনমানুষের দল। খালেদা জিয়া ১৬ কৌটি মানুষের নেত্রী এখন।
পায়ের তলায় মাটি হারানো সরকার এমন হীন্য কজ ছাড়া কিইবা করতে পারে।
২০| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
এম ই জাভেদ বলেছেন: রাজনীতি , এর মর্ম ভেদ করা বড়ই কঠিন।
ঘটনা আগে ঘটুক। রাজনীতির মাঠে ময়দানে কত গুজবই তো ভেসে বেড়ায়। নিশ্চিত না হয়ে এ ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না।
২১| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
গেদু চাচা বলেছেন: যাক অবশেষে বিএনপি বিরোধী কপি পেষ্ট পোষ্ট সামুতে নির্বাচিত।
গুড জব
২২| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১০
মুদ্দাকির বলেছেন:
হায়রে মওদুদ তুমি কত পল্টি মারবা !!!!! ???
২৩| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৬
ইখতামিন বলেছেন:
ইন্টারেস্টিং ব্যাপার তো....
২৪| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৭
rafiq buet বলেছেন: বি এন পি জামাতের একটি শাখা দল মাত্র ......
২৫| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৭
স্বাধীকার বলেছেন:
গেদু চাচা বলেছেন: যাক অবশেষে বিএনপি বিরোধী কপি পেষ্ট পোষ্ট সামুতে নির্বাচিত।
গুড জব---------
সামুর মডারেশনকে জনতার সন্মুখে উপযুক্ত চটকানা দেওয়ায় গেদু চাচাকে ধন্যবাদ। সামুর মডারেশনের বাকশালী লেঞ্জ্যায় আগুন দেওয়া সচেতন ব্লগারদের দায়িত্ব, হয়তো সামনের দিনগুলোতে এরকম দেখতে পাবো। মনগড়া তথ্যহীন কাল্পনিক টয়লেটপেপারের সংবাদের কপিপেস্টকে নির্বাচিত পাতায় জায়গা দিয়ে সামু তার সাথে বাকশালী আদর্শকে সংম্পৃক্ত করছে, এসবে স্ক্রীনশট থাকলো, সময়ে কাজে লাগতে পারে।
==================বাকশালীরা কোনো এক সময় সকল রাজনীতিকে অফ করেছিলো, আজ ক্ষমতায় থাকার প্রয়োজনে বিএনপিকে ভাংতে চাইবে-এটা আম্লীগের চরিত্র। দরকার শুধু একটি নিরপেক্ষ নির্বাচন। আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই বিএনপিকে রোধ করতে পারে।
২৬| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১৫
আরমান ভাই বিরাট টেনশনে বলেছেন: এই দল আগে ভাঙলো না ক্যান ?
যতদূর দেখসি, দুই ধরনের মানুষ বিএনপি করে
১) যারা লীগরে দেখতে পারে না।এন্টি লীগ
২) সুবিধাবাদী
কি বালের আদর্শ আছে এই দলের ? চোরের আড্ডা খানা ছাড়া ?
স্বাধিকার ভায়া কি নিয়মিত হাওয়া ভবনে যাইতেন নাকি ?
নায়িকারা নাকি অইখানে স্পা কইরা দিতো
সত্যি নাকি ?
২৭| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:০১
যুদ্ধবাজ বলেছেন: " ঢাকায় মওদুদের ঘনিষ্ঠজন ও বিএনপির নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য জানায় প্রিয় দেশকে। ব্যরিস্টার মওদুদ যুক্তরাজ্যে অবস্থান করায় এসব বিষয়ের সত্যতা জানতে তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।"
যারা ভাবতেছেন ঘটনা সত্য তাদের বলি, এত পেপার পত্রিকা থাকতে অখ্যাত প্রিয়-দেশ(!) এর কাছে এসব নির্ভরযোগ্য তথ্য (!) হাজির হৈলো কেমনে? হুদাই হোক্স ছড়ায়া লাভ কি বুঝিনা!
২৮| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৫
শাহিরয়ার রেজা আদনান বলেছেন: এন ইউ এমিল বলেছেন: দুইটা দলই একেবারে ধ্বংশ হয়ে গেলে খুশি হতাম
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫০
এন ইউ এমিল বলেছেন: দুইটা দলই একেবারে ধ্বংশ হয়ে গেলে খুশি হতাম