![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“কাদের মোল্লার পুত্র হাসান জামিল প্রতি”
– আরিফ রহমান
হাসান জামিল…
তুমি কি জানো ? শুধু বাংলার পতাকা ওড়ানোতে
গাছে ঝোলানো পল্লবের বুকে পরপর পাঁচটি গুলি করেন তোমার আব্বা।
হাসান জামিল…
তুমি কি জানো ? শুধু বাংলাদেশ শব্দটি উচ্চারণ করার দায়ে
তোমার বাবা জবাই করেন মহিলা কবি মেহেরুন্নেসাকে।
তোমার আব্বা মিরপুর দশ নম্বর জল্লাদখানায় তিন শতাধিক মানুষকে হত্যা করে।
ছাব্বিশ মার্চ মার্চ মিরপুরের হযরত আলী লস্কর
তার গর্ভবতী স্ত্রী তার দুই মেয়ে এবং দুই বছরের এক ছেলেকে মারে এক মেয়েকে ধর্ষণ করে তোমার বাবা।
হাসান জামিল…
তুমি কি একটুও বিস্মিত হও না;
যেই মেয়েটাকে তোমার বাবা ধর্ষণ করেছিলো সেই ধর্ষিতা মোমেনা তোমার আব্বার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে…
সরাসরি নির্মোহ কণ্ঠে…
হাসান জামিল…
তোমার বাবা একজন খুনি ছিলো, একজন ধর্ষক ছিলো, একজন কাসাই ছিলো… মানুষের কসাই।
হাসান জামিল…
তুমি কি জানো ? তোমার বাবাকে বাংলার মানুষ কতটা ঘৃণা করে ? কতোটা ?
হাসান জামিল…
তোমার জন্য বড় দুঃখ হয়। তুমি মানুষ না,
তুমি রাজাকারের পুত্র…
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭
এস বাসার বলেছেন: নাহ! কিছুই বলার নাই ......।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
বোধহীন স্বপ্ন বলেছেন: জেনেও হয়তো না জানার ভান করে।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭
কাফের বলেছেন: রাজাকারের ঘরে মানুষ জম্মায় না!
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কথা বলার কিছু নেই।