![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার জন্য সাত কোটি বছর পর
বিশ্বব্রহ্মাণ্ডের মহাশূন্যে আমি নিয়ে আসব তিনটি সুর
প্রথম সুরটি হবে শঙ্খচিলের ডানার ওপাড়ের সুদূর নীল আকাশের
প্রথম বৃষ্টির ঝির ঝির স্পর্ষ ধোয়া
মহাশুন্যতার মাঝে মাত্র সাত কোটি বছর পর প্রথম সুর
দ্বিতীয় সুরটি হবে সূর্যের মত তীব্র,
দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধের সবকটা অনুভূতি শব্দ !
সমগ্র মহাবিশ্ব চমকে উঠবে।
তৃতীয় সুরটি আসবে শিশুর মাড়ির প্রথম হাসি গলে
বরফের মুকুট পরা পাহাড় ছুয়ে
অবশেষে তুমি অমরত্বের সুধা পান করে পূনর্জন্ম নিবে।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: তোমার জন্য সাত কোটি বছর পর
বিশ্বব্রহ্মাণ্ডের মহাশূন্যে আমি নিয়ে আসব তিনটি সুর
লাইনগুলো ভালো লেগেছে