![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোনোনা.....
প্রবল এই ঝড়ের রাতে চলোনা আজ সমুদ্রে যাই
এই শেষ ,
আর কক্ষনো আবদার নয় !
ছোট্টবেলার আধো ঘুমের মাঝরাতের পরী এসেছে আজ
কত্ত বছর পর....
হাওয়ায় হারিয়ে যায় শব্দেরা,
বিশ্বের সব শব্দেরা এক হলেও আর ফিরবেনা
কক্ষনো ফিরবেনা ।
একটা প্রতিধ্বনির আকাঙ্ক্ষা !!
শুধু একবার
আর কক্ষনো আবদার নয় !
ছোট্টবেলার আধো ঘুমের মাঝরাতের পরী এসেছে আজ
কত্ত বছর পর....
নীল পরী , ছোট্টবেলার পরী ।
আমি জানি আজ সে নেচেই চলেছে ,
হাওয়ায় হাওয়ায় গান ভেসে বেড়ায় যে !
ছোট্টবেলার গান ....
ইশ !!!
শুধু একবার
আর কক্ষনো আবদার নয় !
ছোট্টবেলার আধো ঘুমের মাঝরাতের পরী এসেছে আজ
কত্ত বছর পর....
১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭
মৌ রি ল তা বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন
২| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫
মাহবুবুল আজাদ বলেছেন: আহা কি কিউট লেখাটা
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯
মৌ রি ল তা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কবিতা।