![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুই দেখতে চাই না।পৃথিবীর সব আলো নিভে যাক।আমি কিছুই শুনতে চাই না।পৃথিবীতে আসুক অন্তহীন নিস্তব্দতা।একই পৃথিবীর বুকে জন্ম নিয়ে একই পৃথিবীর মানুষ হয়ে কেমন করে সহ্য করি আমি এসব!ভাবছ আমি দুঃখবিলাস করছি?তবে তাই করছি আমি।তাতে তোমার কি?কান্নায় বুক ভেসে যাচ্ছে আমার।তাতে তোমার কি?
আজ আমি দূর্ভিক্ষপীড়িত সোমালিয়ার শীর্ন শরীরের জীর্ন কাপড়ের কোন শিশুর কথা বলতে আসিনি।আসিনি ভূমিকম্পে এতিম কোন জাপানি শিশুর চোখের জল মুছতে।
আজ ২৩শে শ্রাবন,সোমবার,সন্ধ্যা ৭ টা।টিপ টিপ বৃষ্টি হচ্ছে।সারা আকাশটা বুঝি কাদছে।তবে আমি কাদছি।কেন জানো?
একটা মেয়ের দুঃখ দেখে।বয়স ৭/৮ হবে তার।রাস্তার পাশের ডাস্টবিনে এই বৃষ্টি মাথায় করে খাবার কুড়োচ্ছিল সে।প্রতিদিন রাজপথের পাশের এই ডাস্টবিনের পাশ কাটিয়ে আমার মত হাজারো মানুষ যায়।গন্ধে নাকে রুমোল চাপা দেয়।সব্বাই চায় জায়গাটা থেকে কখন দূরে যেতে পারবে।ভুলেও তাকাতে চায় না কেউ।তবে দিন শেষে কিছু শিশুর গুপ্তখনি এই জায়গা।অনেক আশা নিয়ে,ঘৃনাকে কবর দিয়ে খোজাখুজি করে।জানতো? খুব অল্পেই ওরা খুশি।পেট ভরার দরকার নেই,শুধু খেতে পেলেই খুশি।
একটা ব্যপার আমার নিউরন থেকে কিছুতেই সরাতে পারছি না।পিজা হাটে আমি আনলিমিটেড পিজা খাচ্ছি।ঠিক সে সময় আমার বয়সি একটা মেয়ে পাশের এক রাস্তায় হাটছে।খেতে হবে তাকে তাই,বোনটাকে খাওয়াতে হবে তাই।পতিতাবৃত্তি তার নেশা নয় পেশা তাই।এ সমাজে এছাড়া আর কিছুটি করার নেই তাই।
প্রতিদিনের মত বাড়ি ফেরার পথে টিপ টিপ বৃষ্টির গুঞ্জন শুনে আনমনা হবার দিন আজও।ব্যস্ত ট্রাফিকের মাঝে জানালার গ্লাসে আকিবুকি দেখতে দেখতে রবি ঠাকুরের গান শুনতে ইচ্ছে হবার হয়ত কথা ছিল।এক সময় হয়ত ঘুমিয়ে পরতাম।স্বপ্নে দেখতাম রবি ঠাকুর আমার বয় ফ্রেন্ড।কিন্তু কি জানো নিউরন গুলো বড্ড কাদায়?জানো কি মেয়েটা এখন কি করছে?তুমিও কি আমার মত কাদো?তোমার নিউরনও কি তোমাকে এমন সাঝের দুঃখবিলাসী কান্নায় কাদায়?
২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১২
মৌ রি ল তা বলেছেন: ধন্যবাদ
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১০
জনম দাসী বলেছেন: রাস্তার পাশে বৃষ্টি মাথায় নিয়ে ডাস্টবিনের খাবার কুড়চ্ছিল...। জনম তাদের বৃথা যারা পারেনি আজও একটু ছা্তার ছাউনি নিয়েও তাদের পাশে দাড়াতে; আর খাবার, সেত বড় দুর্লভ ; কে কারে দেয়, কেউ খেতে না পেরে ফেলে দেয় আর কেউ খেতে না পেয়ে ফেলে দেয়া খাবার কুড়িয়ে খায়; বড় কষ্টের দিন গুলি হয়তো মানুষ কখনও ভুলতে পারেনা; ভোলার নয়; মেয়েটির কষ্টের কারনেই আপনার লেখায় পিদিম জ্বালালো... ভাল থাকুন সব সময়।
২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৩
মৌ রি ল তা বলেছেন: ধন্যবাদ
৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৫
খায়রুল আহসান বলেছেন: আপনার এ লেখাটা হৃদয়স্পর্শী। মনটা খুব খারাপ হয়ে যায়, যখন এ ধরণের কোন লেখা পড়ি কিংবা এমন দৃশ্য নিজ চোখে দেখি।
লেখাটা মনে হয় ভুলক্রমে রিপীট হয়েছে দুইবার। এ্কটু সম্পাদনা করে নিলে ভালো হয়। আর তাছাড়া শিরোনামে 'সাঝের' কথাটা 'সাঁঝের' হবে, যেমন 'নিস্তব্দতা' হবে 'নিস্তব্ধতা'।
২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৪
মৌ রি ল তা বলেছেন: এডিটেড । ধন্যবাদ আপনাকে ।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৭
খায়রুল আহসান বলেছেন: 'জনম দাসী'র মন্তব্যটা ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০
কল্লোল পথিক বলেছেন: চমৎকার লিখেছেন