![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারিয়ে যাও তুমি মহাসাগরের ওপারে,
তলিয়ে যাও ভূমধ্যসাগরে,
তোমার স্মৃতি যেন কোত্থাও না রয়।
বিস্মৃতির অরন্যে তুমি এক নীল প্রজাপতি।
হারিয়ে যাও তুমি সর্বোচ্চ দূরত্বে,
তোমার বার্তা কেউ যেন না পৌছোয় আমায়।
আমি কেটুর চূড়োতে খুজব তোমায়।
অলিম্পাস মনসএ সৃষ্টি করব বিশুদ্ধতম প্রেম।
তোমার খোজে মহাকালব্যপী প্রার্থনা করব।
প্রলয়ঘন্টা বেজে উঠবে তখন,
খসে পরবে সৌরজগৎএর সকল নক্ষত্র,
সব নিশ্চুপ হয়ে যাবে,
একবিন্দু আলো নেই কোথাও!
এরপর প্রথম সৃষ্টি হবে তুমি , শুদ্ধতম পুরুষ ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৩
মৌ রি ল তা বলেছেন: টাইপো ছিলো , ঠিক করলাম । ধন্যবাদ আপনাকে মাহবুবুল আজাদ ।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪২
ব্লগ সার্চম্যান বলেছেন: অনেক ভালো লাগলো কবিতা ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৫
মৌ রি ল তা বলেছেন: ধন্যবাদ ব্লগ সার্চম্যা। ভালো থাকুন সবসময় ।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৮
মাকড়সাঁ বলেছেন: Ami..শুদ্ধতম পুরুষ ।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৯
মাকড়সাঁ বলেছেন: Ami..শুদ্ধতম পুরুষ ।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪
খায়রুল আহসান বলেছেন: প্রলয়ঘন্টা বেজে উঠবে তখন,
খসে পরবে সৌরজগৎএর সকল নক্ষত্র,
সব নিশ্চুপ হয়ে যাবে,
একবিন্দু আলো নেই কোথাও!
এরপর প্রথম সৃষ্টি হবে তুমি , শুদ্ধতম পুরুষ -- অসাধারণ লাগলো এ পংক্তিগুলো।
শিরোনামটাও সুন্দর।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৭
মৌ রি ল তা বলেছেন: অসংখ্য ধন্যবাদ খায়রুল আহসান । ভালো থাকবেন ।
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮
মাঘের নীল আকাশ বলেছেন: বানানের প্রতি যত্নশীল হওয়া দরকার!
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৮
মৌ রি ল তা বলেছেন: চেষ্টা করব । ধন্যবাদ মাঘের নীল আকাশ।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫
সুমন কর বলেছেন: সুন্দর এবং ভালো লাগা।
২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০
মৌ রি ল তা বলেছেন: ধন্যবাদ সুমন কর ।
৮| ১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯
সকাল রয় বলেছেন: সুন্দর
২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯
মৌ রি ল তা বলেছেন: ধন্যবাদ সকাল রয়
৯| ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮
ANIKAT KAMAL বলেছেন: একেই সৃষ্টির অনন্য দণ
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২০
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ চমৎকার লিখেছেন।
এ লাইনটা একটু খটমটে লেগেছে আমি কেটুর চূড়োর খুজব তোমায়।
অলিম্পাস মনসএ সৃষ্টি করব বিশুদ্ধতম প্রেম।
বিস্মৃতির অরন্যে তুমি এক নীল প্রজাপতি।
হারিয়ে যাও তুমি সর্বোচ্চ দূরত্বে,
তোমার বার্তা কেউ যেন না পৌছোয় আমায়। আসাধারণ