![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তব যাতনা মম বিষের বেদনা
এ হৃদয়ে আর নাহি সহে
দিয়াছি তোমারে যা কিছু নিকৃষ্ট
তবু এ প্রাণ নাহি ভোলে
তোমারে ভুলিতে দিন থেকে রাত
হাটিছি কত অসুর পথ
জগৎ মোর খোয়িয়ে দিয়াছি
হইতে তোমার পর
দূর থেকে দূর মরুপথ কান্তার
সকলই সহিয়া হইতে চাই তোমার
পরের পরের পর
মম এ হৃদয়ে যতখানি ব্যথা
মম এ প্রাণে যতখানি বিষ
মম এ হস্তে যতখানি অশ্রু
আর জায়নামাযে যতখানি দোয়া
হইতে চাই তোমার ততোখানি
পরের পরের পর
শ্বাসত এ হৃদয়ে নাহি তিলখানি আর
নাহি আর কোত্থাও এক বিন্দু প্রেম
তোমারে ভুলিয়া
জগৎ ভুলিয়া
আপনারে ভুলিয়া
সহস্র ক্রোশ কন্টক পথ পাড়ি দিয়া
আপন সত্তারে ছিন্ন ভিন্ন ছাড়খার করিয়া
পুরাইয়া
করি অগ্নিস্নান
লোকে কহে , অনলে পুড়িলে নাকি খাঁটি হয় সোনা
মম এ হৃদয় শুধু আত্মারে শুদ্ধিবার বাসনা রাখে.............................
০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৬
মৌ রি ল তা বলেছেন: ধন্যবাদ
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩২
ঋতো আহমেদ বলেছেন: 7 ই ডিসেম্বর 2015 এর পর 6 ই ডিসেম্বর 2016, এত দীর্ঘ বিরতি কেন?
০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮
মৌ রি ল তা বলেছেন: তাই? খুব কি দীর্ঘ? আমার এপাশ থেকে তো মনে হচ্ছে যেন গতকাল সকালেই 7 ই ডিসেম্বর 2015 ছিলো । আমার এপাশটায় সময় বড্ড তাড়াহুড়া করে চলে যাচ্ছে
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৮
ঋতো আহমেদ বলেছেন: বুঝিনি। আপনি কি ওপাশে মানে parallel world এ আছেন !? নাকি one night = 1 year there. হা হা..
১৯১৬ হলে কিন্তু দারুণ হতো।
০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২১
মৌ রি ল তা বলেছেন: হা হা বেশ বলেছেন.....
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২০
খায়রুল আহসান বলেছেন: শুধু পরের পরের পর হবার জন্যই এতকিছু করে যাচ্ছেন?
০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৩
মৌ রি ল তা বলেছেন: যা আপন নয় তা পরপারেও পরই থাক । চেষ্টাতো শুধু হৃদয়কে শুদ্ধ করবার । শুদ্ধতম সত্যি বুঝাবার ।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৬
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো