![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধ্য কি আমার
তোমার নামে সুর রচিবার
সাধ্য কি আমার
তোমার প্রিয় গানটা গাইবার
সাধ্য কি আমার
তোমার চোখে চোখ রাখবার
আমিতো কেবলি রাত্রির শেষ প্রহরে
সকল তারার তরে
করে যাই মিনতি।
তারা যেন সকলে
এক এক করে খসে গিয়ে
পূর্ন করে তোমার সকল আকুতি।
২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
মৌ রি ল তা বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৫
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
মৌ রি ল তা বলেছেন: ধন্যবাদ সুমন কর ।
৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১১
খায়রুল আহসান বলেছেন: বাহ, কি সুন্দর মিনতি রেখে গেলেন! মন ভরে গেল!
কবিতায় + +
তাঁরার কি তারার হবে?
২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
মৌ রি ল তা বলেছেন: বানান ভুল ছিল। ধন্যবাদ শুধরে দেবার জন্য ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৫
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর লিখেছেন।
শুভ কামনা।