![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পালতোলা নৌকোয় করে ভোর আসে
চায়ের কাপে জমে সকাল রোদ
শিশির জমে ঘাসে
আর কুয়াশা হারায় পাখির ডানায়
এমন নগরী অপেক্ষায় হাজার হাজার গোলাপের
শুভ ভালোবাসা দিবস আসছে বলে
যাও তুমি ছুঁয়ে দাও
সেই দেবালোকের গোলাপ মাঠ
মৃত এ নগরীকে দেও এক বিন্দু প্রাণ।
২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০২
মৌ রি ল তা বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল
২| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ
ভোরটা দারুন এক কাব্যে শুরু হল
যাও তুমি ছুঁয়ে দাও
সেই দেবালোকের গোলাপ মাঠ
মৃত এ নগরীকে দাও এক বিন্দু প্রাণ!!!
গুড ওয়ান
+++
২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০২
মৌ রি ল তা বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ।
৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৬
ভবঘুরে যাত্রি বলেছেন: ভালো লিখেছেন ভাই
২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩
মৌ রি ল তা বলেছেন: ধন্যবাদ ভবঘুরে।
৪| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১০
একজন সত্যিকার হিমু বলেছেন: মৃত নগরীর প্রাণটা খুব দরকার ।
২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩
মৌ রি ল তা বলেছেন: ধন্যবাদ হিমু
৫| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৭
ঋতো আহমেদ বলেছেন: পাল তোলা নৌকা আজকাল আর দেখা যায় না। নদীর ধারে নগরীর ভোর এর সুন্দর চিত্রায়ণ। ভাল লাগল ।
যাও তুমি ছুঁয়ে দাও
সেই দেবালোকের গোলাপ মাঠ.. এখানে এই তুমি টা কে
মৃত এ নগরীকে দেও এক বিন্দু প্রাণ .. এখানে 'দেও' টা ভাল লাগছে না । 'দাও' হলে ভাল হত ।
শুভ কামনা
৬| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লাগলো!
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অগ্রিম ১৪ ফেব্রুয়ারি শুভেচ্ছা দিয়ে গেলাম
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: ভালই লিখেছেন।