নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌরীলতা

মৌ রি ল তা

মৌরীলতা

মৌ রি ল তা › বিস্তারিত পোস্টঃ

মৃত নগরী ৪

২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭




সেই শরতের পর এই ঘোর লাগা শীত
মাঝখানে কেটে গেল কয়েক আলোকবর্ষ পথ
নগরীর এমাথা ওমাথা ক্লান্ত সুখের ভীড়
সবই একই আছে শুধু তুমি আমি পর

আমি ভুলে গেলাম সবকটা কবিতা
আমি ভুলেই গেলাম তোমাকে দেওয়া সবকটা কথা
ভুলে যেতে হয়
ভুলে যেতে দিতে হয়

এই ভাবে ভুলতে ভুলতে আমি ভুলেই যাই
নগরীটা মৃত এক কায়ার নাম
আমি ভুলে যাই তোমার আসবার কথা ছিলো
আমি ভুলেই যাই বসন্ত নামের অনাগত অতিথির নাম

ক্লান্ত সকল সুখের ভীড়ে
আমি শোকের মাতম নিয়ে শুরু করি নতুন বর্ষ
আমি আরও একবার স্মৃতি হাতড়ে
ধোঁকার স্মৃতিতে যুক্ত করি মাত্র একটা অংশ

যে শহরে তুমি নেই
তাকে আমি আজও শহর বলি না।
যে শহরে কৃষ্ণের পাগলামী নেই
সেই শহরের কোন বৈষ্ণবিকে আমি বিশ্বাস করি না।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা অনেক ভাল লাগছে। এককথায় অসাধারণ। ভাল থাকবেন সবসময় কবি।

২| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এমন সুন্দর কবিতাও মানুষ লিখে। ঠিকঠাক পড়েছি তো? মনে হয় পড়াটা বাস্তবই ছিল। যা পড়ে আমি শুধু অবাকই হয়েছি। এটুকুই বলতে পরি। আর বলার কিছু নেই।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৭

ঋতো আহমেদ বলেছেন: ভাল লেগেছে । তবে, কবিতাটি দুবার টাইপ করেছেন কি ?
সেই শরতের পর থেকে বিশ্বাস করি না পর্যন্ত দুবার আছে।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর ছবি ও কবিতা

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা রেখে গেলাম ++++++

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৬

ধ্রুবক আলো বলেছেন: ভুলে যেতে হয়
ভুলে যেতে দিতে হয়

ভালো লাগলো লেখাখানি ++

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪

রায়হানুল এফ রাজ বলেছেন: যে শহরে কৃষ্ণের পাগলামী নেই
সেই শহরের কোন বৈষ্ণবিকে আমি বিশ্বাস করি না। - অনবদ্য সৃষ্টি। খুব ভাল লাগলো।

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

নেক্সাস বলেছেন: বেশ সুন্দর কবিতা

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৭

শায়মা বলেছেন: যে শহরে তুমি নেই
তাকে আমি আজও শহর বলি না।
যে শহরে কৃষ্ণের পাগলামী নেই
সেই শহরের কোন বৈষ্ণবিকে আমি বিশ্বাস করি না।


:(

আপুনি!

১০| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৮

বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।

১১| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৩:৩২

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর লিখেছেন। আমার মত আরো অনেক পাঠকই বোধকরি এরকম আরো কবিতা পড়ার প্রত্যাশায় অপেক্ষমান।
"আমি ভুলে গেলাম সব ক'টা কবিতা" ---- :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.