নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রকাহন (একটি বর্ষপুর্তি লুতুপুতু প্রযোজনা) ;):D:)B-)

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

একটা সময় ছিল, রাতে লোড শেডিং হলে সবাই ছাদে উঠে আসত। নানারকম গল্পগুজবের মধ্য দিয়ে সেই লোড শেডিং এর সময়টা পার করা হত। আর আকাশে চাঁদ থাকলে সেই আড্ডার আনন্দ অনেকগুন বেড়ে যেত। ছাদে শুয়ে শুয়ে কত যে শহুরে জোৎস্না উপভোগ করেছি তার কোন হিসেব নেই। এই উপভোগ আরো বেড়ে যেত যখন আমরা দেখতাম, আশেপাশে বাসার ছাদে কোন তরুনীও উঠেছে। ছাদের সেই জোৎস্না বিলাস পরিনত হত দূঃখ বিলাসে। ছেলেপেলের কন্ঠে বেদনাবিধুর আহবান মূলক গানের সাথে জোৎস্নার আলো একটা অদ্ভুত রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করত।



রিক্সা করে বাসায় ফিরছিলাম। দেখলাম, বিশাল একটা চাঁদ উঠেছে। শহরের আলোতে আর যাই হোক চাঁদের আলো দেখা যায় না। হঠাৎ মনে হল, ইস! এখন যদি কোন কারনে সব গুলো লাইট নিভে যেত। কিংবা হঠাৎ একটা লোড শেডিং!



বাসায় ফিরে ফ্রেস হয়ে ছাদে এসে দাঁড়ালাম। আমার নয় তলা বাসার ছাদটাকে আমার কেমন যেন পাহাড় পাহাড় মনে হচ্ছে। হাই রাইজ বিল্ডিং একটা সুবিধা আছে। আশেপাশে বিল্ডিং এর আলো এসে ছাদে পড়ে না। আরাম করে জোৎস্না উপভোগ করা যায়। আমি ছাদের বেঞ্চিতে শুয়ে পড়লাম। সেই আগের দিনের মত করে শুয়ে শুয়ে চাঁদের আলো দেখা। সাথে হালকা ঝিরি ঝিরি বাতাস। কি অদ্ভুত সুন্দর একটা ব্যাপার।



কিছুটা মন খারাপ হল। হঠাৎ পাশে কারো অভাব অনুভব করলাম। এত সুন্দর একটা চাঁদ একা দেখতে হচ্ছে, মন খারাপের জন্য আর কোন ভালো কারনের দরকার আছে কি? মনে হয় নেই। গতকাল ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, বিষন্নতার একটি নিজস্ব সৌন্দর্য আছে। কথাটি আসলেই সত্য। শুধু তাই নয়, একাকীত্বেরও একটা নিজস্ব সৌন্দর্য আছে। তবে সকল সৌন্দর্যই একসময় অসহ্য লাগে। এটাই জগতের নিয়ম। অসহ্য সৌন্দর্য এর মুখোমুখি কি কখনও হয়েছেন??



এটা আসলে একটা এলোমেলো পোষ্ট। এই ধরনের লুতুপুতু পোষ্ট লিখে শান্তি নাই। লেখার মান খুব একটা বাড়ে নাই। দিন দিন মনে হয় কমেই যাচ্ছে, কমেই যাচ্ছে। আজকে একটা মজার বিষয় খেয়াল করলাম, এই সামু ব্লগে এই নিকে আমার একবছর পূর্তি হয়েছে। কিভাবে কিভাবে যেন এক বছর পার করে ফেললাম। অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক কিছু জেনেছি। এই ব্লগের মাধ্যমেই ইতিহাসের অংশ হয়েছি। ভাবতেই ভালো লাগে। অনেকের কাছে অনেক ফিডব্যাক পেয়েছি, অনেক সহযোগিতা পেয়েছি, সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।



যাই হোক, প্রথম পোষ্ট ছিল একটা কবিতা। আজকেও একটা কবিতা টাইপ গদ্য পদ্য খিচুড়ী দিলাম। ছাদ শুয়ে শুয়ে জোৎস্নাস্নাত হতে হতে এই লাইনগুলোই মাথায় ঘুরছিল। নাম দিয়েছি চন্দ্রকাহন।



চন্দ্রকাহন



নতুন আইন ঘোষনা করা হোক,

পূর্নিমার রাতে শহরে জ্বলবে না কোন বাতি।

প্রেমিকাদের থাকবে না বাড়ি ফেরার তাড়া,

থাকবে না তাদের বাবার রক্তচক্ষুর ভয়।

শহরের রাজপথগুলো হবে চন্দ্রাহত মানুষে পরিপূর্ন।

সেই রাজপথে আমরা হাতে হাত রেখে,

তোমার ললাটের আকাশে, আমার অধরের স্পর্শ দিয়ে

আমরা হব জোৎস্নাস্নাত।

মন্তব্য ১১৯ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১১৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৬

রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর কবিতা।আর ১ বছর পূর্ন হওয়া উপলক্ষে অনেক শুভকামনা......

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে ধন্যবাদ। :)

২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

মুচি বলেছেন: এই সামু ব্লগে এই নিকে আমার একবছর পূর্তি হয়েছে। কিভাবে কিভাবে যেন এক বছর পার করে ফেললাম

পারলেন তাইলে?

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটাই তো দেখলাম। এক নিকেই এক বছর পার করলাম। সহ নিক দরকার হলো না। :) :)

৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:০২

এ্যাপোলো৯০ বলেছেন: ঢাকা শহরে পূর্ণিমা কি জিনিস বুঝি না

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বুঝার কথাও না।! :(

৪| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

রিক্সায় সাথে কে ছিল ভাই ?

ছাদে কি কাঁথা, বালিস আর মশারি নিয়ে আসব ?

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: রিক্সায় আর কে থাকব কন! আমি আর রিক্সাওয়ালই ছিলাম।

চইলা আসেন। তবে এখন কিন্তু আকাশ মেঘে ঢাকা। :(

৫| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:১৫

শায়েরী বলেছেন: ঢাকা শহরে পূর্ণিমা কি জিনিস
বুঝি না
Kotha sotto

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :( । সেটাই শহরে ব্যাপারটা বুঝা যায় না।

৬| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:১৮

শান্তা273 বলেছেন: বর্ষ পূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন! !:#P !:#P !:#P
শুভ কামনা থাকল আগামী দিন গুলোর জন্য।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। :) :)

৭| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:১৯

একজন আরমান বলেছেন:
পদ্য খিচুড়ি ভালো লাগলো।
বর্ষ পূর্তির শুভেচ্ছা ভাইয়া। !:#P !:#P !:#P



ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি !

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আরমান। :) :)
সেই রুটিও আজ অন্যরা কেড়ে নিতে চায়!!!!

৮| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


তাইলে আর আইসা কি লাভ :( :( :(


হায় হায় !!! আপনার বর্ষ পূর্তি কিন্তু খাওন কই ?

চাঁদেরে রুটি বানিয়ে খাওয়াবেন নাকি ? ;)

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাইবেন সমস্যা নাইক্কা!। আপনেগো রে চান্দের রুটিই খাওয়ামুনে। ;)

৯| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:২৯

তারছেড়া লিমন বলেছেন: Chand Keno
ashena amar ghore
Chand Keno ashena amar ghore

Chand Keno ashena amar ghore
Chand Keno ashena amar ghore
Se obhimannini ajo to boleni
obhimannini ajo to boleni
Asbhe ki na se phire
Chand Keno
ashena amar ghore
Chand Keno ashena amar ghore


Din Jay raat jay
boye jay somoy
Smlan mukh tar ajo shei
chock chay mon chay
tobu bhanga hridoy
sobi ache chand sudhu nei
Meghera jodi giyeche dure sore
chand keno asena amar ghore

Jowar bhatay chand ashe chand jay
alo kore angina sobar
ami achi bhorshay, ghor a*****shay
Kaate na keno je aaaaa a adhaar

Bhalobashaaa gumre kede more
Chand tobu ashena amar ghore

Oh Chand Keno ashena amar ghore
Chand Keno ashena amar ghore
Se obhimannini ajo to boleni
obhimannini ajo to boleni
Asbhe ki na se phire
Chand Keno


Chand keno asena By Raghab Chattopadhyay ।।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! গানের কথাগুলো তো সুন্দর। ডাউনলোড লিংকটা দিয়েন।

১০| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৪২

আরজু পনি বলেছেন:

শিরোনামের ব্র্যাকেটের কথাগুলার লাইগা ভাবতেছি মোবাইল দিয়া মাইনাস দিমু নাকি /:)

বর্ষপুর্তির শুভেচ্ছা রইল ফুর্তি সহকারে !:#P

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা :) :)

অনেক ধন্যবাদ আপু!!! :)

১১| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:১৬

অন্ধকার রাজপুত্র বলেছেন: এক বছর পূর্তিতে আপনাকে শুভকামনা

২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ :)

১২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:১৮

তারছেড়া লিমন বলেছেন: বাকী গুলোর সাথে এইটা ও পাইবেন আশা করি
View this link

২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ :

১৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: আইজ পূর্ণিমা..এমন রাইতে মন টা থাকে সিজিল মাথাট থাকে আওলা ,মনে হয় প্রাণ ভইরা জোস্না খাই............আহারে রূপালী আলোয় চারদিক ভাইসা গেছে!

২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :) :)

১৪| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৬

রুদ্র মানব বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা রইলো B-)

২৮ শে মার্চ, ২০১৩ রাত ৩:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। :)

১৫| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৭

বিষন্ন একা বলেছেন: র্ষপূর্তির শুভেচ্ছা রইলো

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ :)

১৬| ২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৪

ওবায়েদুল আকবর বলেছেন: আপনার আগের পোস্টে একটা কমেন্টের সূত্র ধরে দেখলাম খুব ঝাড়লেন আমাকে। ভয়ে আমার প্যান্ট ভিজিয়ে ফেলার দশা। ;) ;) ;)

যান মাফ চেয়ে ফিরতি কমেন্ট করে আসলাম। এইবার মাফ করে দিয়ে সম্পর্ক স্বাভাবিক করুন। ভাইয়ে ভাইয়ে গ্যান্জাম ভালো না। আর যদি রাগ না ভাঙ্গে তাহলে আমারে গালি দিতে পারেন সমস্যা নাই। কিন্তু সাবধান করতেছি বাপ নিয়া কিছু বলবেননা ;) ;) । তাইলে কিন্তু সত্যি সত্যি আপনার পোস্ট ভিজাইয়া দিয়া যাব। X( X( X( আমি সহজে চেতিনা কিন্তু চেতলে কাউরে ছাড়িওনা। ;) ;) ;)

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না! না! প্লীজ! সহব্লগারদের কাছ থেকে এই ধরনের মাফ ক্ষমা ইত্যাদি শব্দ শুনতে চাই না। সবাই এক সাথে আছি, থাকব। ভূল বুঝাবুঝি যত তাড়াতাড়ি দুর হবে, তত সবার জন্য মঙ্গল।

ভালো থাকবেন। অনেক শুভেচ্ছা।

১৭| ২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২০

মাক্স বলেছেন: অসহ্য সৌন্দর্যের মুখোমুখী হওয়ার জন্য অসহ্য সহ্যশক্তির দরকার!

বর্ষপূর্তির শুভেচ্ছা রইল ভাইয়া!

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসহ্য সৌন্দর্যের মুখোমুখী হওয়ার জন্য অসহ্য সহ্যশক্তির দরকার
সহমত!
অনেক ধন্যবাদ মাক্স। :)

১৮| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৮

আশিক মাসুম বলেছেন: নতুন আইন ঘোষনা করা হোক,
পূর্নিমার রাতে শহরে জ্বলবে না কোন বাতি।
প্রেমিকাদের থাকবে না বাড়ি ফেরার তাড়া,
থাকবে না তাদের বাবার রক্তচক্ষুর ভয়।
শহরের রাজপথগুলো হবে চন্দ্রাহত মানুষে পরিপূর্ন।
সেই রাজপথে আমরা হাতে হাত রেখে,
তোমার ললাটের আকাশে, আমার অধরের স্পর্শ দিয়ে
আমরা হব জোৎস্নাস্নাত।




ছুয়ে গেলো খুব :(



বর্ষপূর্তির শুভেচ্ছা রইল ভাইয়া!

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আশিক। :)

১৯| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: চন্দ্র স্নান !
কালকে আমিও করেছি! অসহ্য সুন্দরকে উপভোগ একাই উপভোগ করতে হয়। বিষন্নতার ও একটি সৌন্দর্য আছে। তাই এটাকে উপভোগ করাই শ্রেয়!

বর্ষ পুর্তির শুভেচ্ছা জানবেন!:)

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর কথা বলেছেন।!
শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ ।

২০| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫২

সোহাগ সকাল বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা।

শুভ কামনা।

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। :)

২১| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা রইল। আমারও কিছু মাস বাকি। আপনার প্রাপ্তি অনেক।

শুভ কামনা।

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ স্বর্ণা। হ্যাঁ, আল্লাহর রহমতে অনেক প্রাপ্তিই আছে। :)
তবে মাশাল্লাহ! আপনার প্রাপ্তিও অনেক। :)

আপনার জন্যও শুভ কামনা। :)

২২| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১২

লেখোয়াড় বলেছেন:
পূর্নিমার রাতে শহরে জ্বলবে না কোন বাতি।
প্রেমিকাদের থাকবে না বাড়ি ফেরার তাড়া,
থাকবে না তাদের বাবার রক্তচক্ষুর ভয়।
শহরের রাজপথগুলো হবে চন্দ্রাহত মানুষে পরিপূর্ন।

.............. অনিন্দ্য, অনেক ভাললাগা।
ভাল থাকুন।

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। অনেক দিন পর আপনাকে দেখলাম।
ভালো থাকবেন। :)

২৩| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৩

রবি কিরণ বলেছেন: রোমান্টিক কবি হয়ে গেলেন যে।
পোস্ট টা ভাল লাগল।

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)
আসলে গভীর রাতে জোৎস্না আপনাকে যদি রোমান্টিক না করে, তাহলে ভাই আপনি মানুষই না। হাহা! :)

২৪| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৮

আফসিন তৃষা বলেছেন: আহা পূর্ণিমা 8-|
শুভ প্রথম বর্ষপূর্তি। আরো অনেক বর্ষপূর্তি আসুক এই কামনা করি :)

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। :)

আপনার সেই খাবার পোষ্ট গুলো আমার বেশ প্রিয়। :) :)

২৫| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২০

নেক্সাস বলেছেন: দারুন বলেছেন। কাল বাসায় ১ ঘন্টার জন্য কারেন্ট চলে গিয়েছিল। দেখলাম আমার বাসার ছোট্ট বারান্দায় অসহ্য জোৎস্নার লুটোপুটি। বারান্দায় গিয়ে বসলাম। সাথে আমার স্ত্রী। হাতে তুলে নিলাম এবার মেলা থেকে কেনা জীবনানন্দ কবিতা সমগ্র। স্ত্রী মোবাইলের ছোট্ট লাইট হাতে তুলে নিল। বাস জোৎস্নায় স্নান করতে করতে দরাজ গলায় ভুল উচ্চারণে কবিতা আবৃত্তি করে ১ ঘন্টা কাটিয়ে দিলাম।

জীবনে এই প্রথম লোডশেডিং কে ধন্যবাদ জানালাম।

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহা! কি দূর্দান্ত! এর চাইতে সুন্দর ভাবে চাঁদের আলো উপভোগের কোন উপায় হতে পারে না। আপনাকে প্লাস! আপনার কথায় বুঝতে পারছি, মাঝে মাঝে লোডশেডিং এর দরকার আছে। :)

২৬| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০১

স্পাইসিস্পাই001 বলেছেন: বর্ষপুর্তির শুভেচ্ছা রইলো....... !:#P !:#P

পূর্ণিমার চাদের মত আলো ছড়িয়ে বেড়ান ব্লগে, এই শুভকামনা রইলো...।

ধন্যবাদ ভ্রাতা......ভাল থাকবেন..... :)

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ :) :)

২৭| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৯

মামুন রশিদ বলেছেন: পূর্নিমার রাতে শহরে জ্বলবে না কোন বাতি।
প্রেমিকাদের থাকবে না বাড়ি ফেরার তাড়া,
থাকবে না তাদের বাবার রক্তচক্ষুর ভয়।
শহরের রাজপথগুলো হবে চন্দ্রাহত মানুষে পরিপূর্ন।
সেই রাজপথে আমরা হাতে হাত রেখে,
তোমার ললাটের আকাশে, আমার অধরের স্পর্শ দিয়ে
আমরা হব জোৎস্নাস্নাত।


দাবীর সাথে পুরোপুরি একমত, কইলে রাজপথেও নাইমা যামু ;)


বর্ষপূর্তির শুভেচ্ছা !:#P !:#P

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! চলেন এক সাথে রাজপথে নামি!

অনেক ধন্যবাদ মামুন ভাই। :)

২৮| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭

বটবৃক্ষ~ বলেছেন: বিষন্নতার একটি নিজস্ব সৌন্দর্য আছে। কথাটি আসলেই সত্য। শুধু তাই নয়, একাকীত্বেরও একটা নিজস্ব সৌন্দর্য আছে। তবে সকল সৌন্দর্যই একসময় অসহ্য লাগে। এটাই জগতের নিয়ম। অসহ্য সৌন্দর্য এর মুখোমুখি কি কখনও হয়েছেন??

হুম হয়েছি....:(
কালকের চাঁদ টা আসলেই অদ্ভুত ছিলো! এমন চাঁদ দেখার জন্য পাশে প্রিয় মানুষ থাকা খুব খুব জরুরী :( ছাদে বসে খুব ফীল করছিলাম....:(:(:(

বলাযায় কে্উপাশে থাকা বাধ্যতামুলক..... কবিতা টা আমরা স্মারকলিপি আকারে সরকারের কাছে পেশ করতে পারি??!!!কি বলেন? :#)

আর একটি লুতুপুতু প্রযোজনা__কথাটির ব্যাফুক ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি..।!! X( X(( /:)

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঠিক বলেছেন। আসলে কিছু ব্যাপার কখনই একা উপভোগ করা উচিত না। তার মধ্যে চাঁদের আলো বা জোৎস্না অন্যতম। কিন্তু তারপরও কিছু করার হয়ত থাকে না।

অবশ্যই সরকারের কাছে আমরা এই জোর দাবিই জানাতেই পারি। পূর্নিমার রাতে শহরে জ্বলবে না কোন বাতি। :)

আপনার প্রতিবাদ গ্রহন করা হইল। ;) :)

২৯| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫

মেহেরুন বলেছেন: জোছনা দেখা বিষয়টা আমার অসম্ভব প্রিয়, তাই আপনার পোস্ট প্রিয় তে রেখে দিলাম। ১৪ তম ভালোলাগা রইলো। বর্ষপূর্তির শুভেচ্ছা থাকলো।

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। :)

৩০| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০১

শুকনোপাতা০০৭ বলেছেন: কাল আমিও অনেক রাত পর্যন্ত চাঁদ দেখেছি :) অসম্ভব অন্য রকম অনুভূতি..
বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা রইল :)

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আসলেই অন্যরকম একটা অনুভূতি। :)

৩১| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৮

শায়মা বলেছেন: জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে!:)

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহা! আপু তুমি যদি এই গানটি গাইতে!!! :)

৩২| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫

আমি তুমি আমরা বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন :)

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। :) :)

৩৩| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯

শীলা শিপা বলেছেন: জোছনা রাতে সবাই গেল কই?
উদাস আমি একলা বসে রই। :( :(

আপনার লেখা দেখে উদাস হয়ে গেলাম। আর উদাসী মনে তো কাব্য ঘুরাঘুরি করে। তাই দিয়ে দিলাম একটা বাচ্চা কাব্য B-)

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহা! বেশ বেশ!! বাচ্চা কাব্য
আসলে উদাস হবার মতই ব্যাপার। এই একমাত্র এই ব্যাপারটি নিয়ে আমার বেশ আদিখ্যেতা আছে। :)

৩৪| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯

ঘুড্ডির পাইলট বলেছেন: লুতু পুতু (সবগুলা অক্ষরে ‍ু আছে )

ভাই একা আছেন ভালো আছেন ।

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এটাই তো বানান!!!! মানে এটাই তো সঠিক বলে জানি!! B:-)

একা থাকাই ভালো। জী, হয়ত সঠিক বলেছেন। :)

৩৫| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১১

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


শুভেচ্ছা ............

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। :)

৩৬| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৪

সেলিম আনোয়ার বলেছেন: জ্যোৎস্নাগ্রস্ত হলাম.........
বিদ্যুৎ ছাড়া এই দিনে
প্রেম ছাড়া থাকি কেমনে? :)

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইদানিং আপনার রস অনেক বেড়েছে বুঝতেই পারছি। ;)
বেশি রস হওয়া ভালো না ভাইজান। :)

৩৭| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বর্ষফুর্তির শুভেচ্ছা ভাইজান :P

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মন্ত্রী মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম।! :)

৩৮| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আপনি কাকে সবচেয়ে যোগ্য মনে করেন?

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নিজেকে, ধন্যবাদ।

৩৯| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫১

অনীনদিতা বলেছেন: চাঁদের হাসি বাধ ভেঙেছে...................

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উছলে পড়ে আলো..........। :)

৪০| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১

বোকামানুষ বলেছেন: ঢাকায় চাঁদ দেখা অনেক মিস করি বাসায় কারেন্ট গেলেই সবাই মিলে অনেক মজা করতাম আর কেউ না থাকলেও আকাশ আর চাঁদ সাথী তো থাকতোই

গত ২-৩দিন ধরেই মনে হয় অনেক সুন্দর চাঁদ উঠছে আমিও চাঁদ দেখে আনন্দে ফেসবুকে একখান স্ট্যাটাস দিয়েছিলাম :)

অন্ধকারেরও কিন্তু আলাদা একটা মজা আছে

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঠিক বলেছেন অন্ধকারের একটা আলাদা মজা আছে। :)
ধন্যবাদ। :)

৪১| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৮

টুনটুনি সুখি বলেছেন: বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা রইল ভাইয়া , :) :)

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ টুনটুনি। :)

৪২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৮

ফালতু বালক বলেছেন: বর্ষ পূর্তির পোস্টে হাজারো ভালো লাগা কাল্পনিক ভাই।

আপনে দেখি চাঁদ মামার ভীষন ভক্ত।
যান আপনার এই পূর্তিদিনে বালকের ক্ষুদ্র উপহার, চার লাইনের একটা অনুকাব্য

আকাশটাকে ডেকে বলি
একটু কাছে আয়-না
তোর থেকে ঐ চাঁদটা নেব
এটাই শুধু বায়না।

আকাশ আপনার বায়না পূরন করুক, শুভ কামনা বায়নার প্রতি।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে বাহ! অনেক অনেক ধন্যবাদ বালক। :)
অনুকাব্যে তো পুরাই মারহাবা। :)



৪৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০৪

ফ্রাস্ট্রেটেড বলেছেন: কত্ত কত্ত বার জোসনা দেইখা একটা কবিতা লিখমু ভাইবা সারারাত জোসনা খাইলাম। শহরে, গ্রামে, মফস্বলে।
আফসুস, একটাও কবিতা আইলো না মাথায়।

যাউকগা, আপনার পোস্টটা ভাল লাগলো অনেক।

আর, অবশ্যই অবশ্যই বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা। (আমারও আসছে সামনে, কী যে করি !! :| )

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহ! আপনি যদি লিখতেন তাহলে সেটা নিঃসন্দেহে দারুন কিছু হত।!
অপেক্ষায় রইলামা, সেই জোৎস্না কবে আসবে!!


শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ এবং আপনাকে অগ্রিম শুভেচ্ছা। :)
অনেক ভালো থাকবেন। :)

৪৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৫

নিশীপাখি বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা রইলো !:#P

২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। :)

৪৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:০৬

রেজোওয়ানা বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা জাদিদ :)

২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আপু.........। :) :)

৪৬| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: রস কন্ট্রোল করবো কিভাবে? নতুন কবিতা লিখলাম তাই প্রেম ছাড়া কি মানে জীবনের?

২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :)

৪৭| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫

মাহমুদা সোনিয়া বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা। কিপ ব্লগিং :) :)

২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আমার ব্লগে স্বাগতম। :)

৪৮| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: বর্ষ পূর্তির শুভেচ্ছা দেশি !:#P !:#P !:#P !:#P

২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ দেশি ভাই। অনেক কৃতজ্ঞতা। :)

৪৯| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪

হাসান মাহবুব বলেছেন: শুভ বর্ষপূর্তি। কবিতা ভালো লেগেছে।

২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই। আপনার কাছে অনেক কৃতজ্ঞতা। ভালো মন্দ অনেক কিছুই আপনি শুধরে দিয়েছেন। এটা নতুনদের জন্য অনেক অনুপ্রেরনাময়। ধন্যবাদ পাশে থাকার জন্য। :)

৫০| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৪

লক্ষ্মীপেঁচা বলেছেন:
আমরা হব জোৎস্নাস্নাত । বাহ ।।

ভাই ইহা মোটেই এলোমেলো অথবা লুতুপুতু পোস্ট নহে। ইহা একটি আশা জাগানিয়া পোস্ট ।

ভালো থাকুন। লেখাতে ভালোলাগা।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহ! শান্তি। আপনার মত একজন উদীয়মান কবির কাছে প্রশংসা পেলে অনেক ভালো লাগে। অনেক অনেক কৃতজ্ঞতা।

৫১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৮

জাকারিয়া মুবিন বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা :)

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। :)

৫২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪২

নাজিম-উদ-দৌলা বলেছেন: আমারও কিছুদিন আগে বর্ষপূর্তি হল। আমিও কবিতা দিয়ে প্রথম পোস্ট দিয়েছিলাম। অবশ্য বর্ষপূর্তিতে দিয়েছি গল্প। আপনার জন্য শুভেচ্ছা থাকল। ভাল থাকুন।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। :) আপনিও ভালো থাকুন। :)

৫৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৪০

মুচি বলেছেন: নতুন আইন ঘোষনা করা হোক

৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :)

৫৪| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

আমিভূত বলেছেন: আপনার লেখা যাই হোক না কেন অন্য সবার মত আমিও লুফে নেই পাবার সাথে সাথেই :P এত এত মন্তব্যের মাঝে আমারও মন্তব্য করতে ইচ্ছে করছিল কিন্তু সেদিন করার সুযোগ পাইনি ।
" একাকীত্বেরও একটা নিজস্ব সৌন্দর্য আছে। তবে সকল সৌন্দর্যই একসময় অসহ্য লাগে। এটাই জগতের নিয়ম। অসহ্য সৌন্দর্য এর মুখোমুখি কি কখনও হয়েছেন??"
আমি খুব হয়েছি ,একটা সময় ছিল শুধু পড়তাম ,আর মুভি দেখতাম কারো সাথে কথা বলতাম না , একাকি রাত জাগতাম ,কেউ কথা বললে ভালো লাগত না ,বাসা থেকে ফোন দিলেও বিরক্ত হতাম । তখন সেই একাকীত্বের মুহূর্ত গুলো অপূর্ব লাগতো ,কেন জানি না ।

এখন আবার এত মানুষের মাঝে আছি তাও মনে হচ্ছে আমি একা , মনে হচ্ছে আত্মীয়তা ,বন্ধুত্ব এর জোর কমে গেছে ,এখন একা নই তবুও সেই একাকীত্বকে ভয় পাচ্ছি ,বিরক্ত হচ্ছি ! অদ্ভুত না মানুষ বিচিত্র /:)

প্রত্যাশা রইল অতি শীঘ্রই আপনার সেই /এই একাকীত্বের বিদায় হোক ;)

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আসলে এই ভাবে বললে ভালো যেমন লাগে, তেমনি কিছুটা বিব্রতবোধও করি। যেকোন ভাবেই কাউকে আনন্দ দিতে পারাটা সৌভাগ্যের এবং গর্বের। যদি কোন ভাবে আপনাদের আনন্দ দিতে পারি তাহলে আমি ধরে নিব আমি সৌভাগ্যবান এবং আমি গর্ব করি আমাকে আপনারা এই ভাবে অনুপ্রেরনা যুগিয়েছেন।


একাকিত্ব, বিষন্নতা আমাদের প্রভৃতি দুঃখ বিলাসগুলো অনেকটা নেশার মত। একবার নেশা ধরে গেলে আর ছাড়ানো যায় না। এই যে আমরা ধুমপান করি, জানি বিষ খাই, তাও খাওয়া হয়, এটা হচ্ছে মরন নেশা। তেমনি একাকিত্ব, বিষন্নতার নেশা হচ্ছে এক ধরনের মরন নেশা। জীবনের সকল সুন্দরকে এরা নষ্ট করে দেয় দুঃখ বিলাসের লোভে। আমরা সাধারন মানুষ, আমাদের প্রত্যেকের জীবনে এমনিতেই কত কষ্ট, বেদনা ভরপুর। তার মধ্যে আমাদের কি এই দুঃখ বিলাস মানায়? মানায় না। এটা হচ্ছে অনেকটা গরীবের ঘোড়া রোগের মত। তাই যতদ্রুত এই নেশা থেকে মুক্তি পাওয়া যায়, ততই মঙ্গল।

আপনার জন্য অনেক শুভ কামনা রইল। জীবনের সুন্দর দিন গুলো আপনার প্রত্যাশায় অপেক্ষা করছে। তাদেরকে হারিয়ে যেতে দিবেন না যেন।

আমাকে নতুন করে তোল,
মৃত্যুতে পুড়ে যাক, আমার সকল গ্লানি, ব্যথা বেদনা
নতুন জীবন চকচক করে উঠুক
সূর্যের আলোয় ধারাল তলোয়ারের মত
তাই নিয়ে যেও, তার কাছে।

ভালো থাকবেন। :) মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৫৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮

রাহি বলেছেন: শুভেচ্ছা রইল।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আপনাকে অনেকদিন পর দেখে খুব ভালো লাগল। :)

৫৬| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

আমি ইহতিব বলেছেন: দেরী হয়ে গেলো ভাই, তবুও বর্ষপূর্তির শুভেচ্ছা।

কবিতাটা জোস হয়েছে।

পূর্নিমার রাতে শহরে সত্যিই যদি কোন বাতি না জ্বলতো দারুন একটা ব্যাপার হতো।

০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আপু। :) অনেক দিন পর আমার ব্লগে এলেন।
আশা করি ভালো আছেন। :)

৫৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬

আমি ইহতিব বলেছেন: ভালো নাই ভাইয়া, আমার ব্লগে গেলে বুঝতে পারবেন।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওহ! আপু জেনেছি। আল্লাহ ভরশা। সব ঠিক হয়ে যাবে।

৫৮| ২৮ শে মে, ২০১৩ রাত ১১:২৪

ফারজানা শিরিন বলেছেন: সেই রাজপথে আমরা হাতে হাত রেখে,
তোমার ললাটের আকাশে, আমার অধরের স্পর্শ দিয়ে
আমরা হব জোৎস্নাস্নাত।

২৯ শে মে, ২০১৩ রাত ১২:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

৫৯| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:৫০

ফারজানা শিরিন বলেছেন: ্লেখককে ধন্যবাদ দিবে পাঠক । অন্তত আমাকে ধন্যবাদ দিলে আমার মনে হবে ভদ্রতা অনেক বেশী সীমা ছাড়িয়ে গেছে !!!

২৯ শে মে, ২০১৩ রাত ১:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহা!

৬০| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:২১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: শুভেচ্ছা। !:#P !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.