নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

ফিচারঃ The Kelpies- মিথ ভাস্কর্য।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬

প্রিয় পাঠক, এই পোষ্টটিতে একটি প্রাচীন মিথ এবং তাকে কেন্দ্র করে একটি ভাস্কর্য সৃষ্টির প্রেক্ষাপট নিয়ে আলোকপাত করা হয়েছে। সাধারন পাঠকদের পরিপূর্ন পাঠ আনন্দ লাভের জন্য দুই একটি ছবি এবং বর্ননাও সংযুক্ত করা হয়েছে। যদিও আমাদের দৈনন্দিন জীবনে আমরা এর চাইতে অনেক বেশি নগ্নতার বহিঃপ্রকাশ দেখি তথাপি দুই একটি ছবি হয়ত অনেক কোমল মনের পাঠকদের কাছে অনভিপ্রেত কিংবা আপত্তিজনক মনে হতে পারে। তাই সম্মানিত পাঠকদের কাছে অনুরোধ রইল, পোষ্টটি পড়ার সময় কিছুটা সতর্কতা অবলম্বন করুন। এটা কোন ভাবেই 'অতি' কোমল মনের অধিকারী পাঠকদের জন্য অবশ্য পাঠের কিংবা দর্শনের পোষ্ট নয়।



সমুদ্রগামী বিভিন্ন জাহাজ সেন্ট্রাল স্কটল্যান্ডকে যেন সহজেই অতিক্রম করতে পারে সেই লক্ষ্য মাথায় রেখে ১৭৯০ সালে স্কটল্যান্ডের সবচেয়ে নিচু এবং প্রস্থের দিক দিয়ে ছোট অঞ্চলের ফির্থ অফ ফোর্থ (Firth of Forth) এবং ফির্থ অফ স্লাইডের (Firth of Clyde) মধ্য দিয়ে ৩৫ মাইলব্যাপী একটি সংযোগ খাল উদ্ভোদন করা হয়েছিল। খালটির নাম দেয়া হয়েছিল ফোর্থ এন্ড স্লাইডি খাল (Forth and Clyde Canal)। ম্যাপ ভিউঃ ফোর্থ এন্ড স্লাইডি খাল (ছবি সূত্রঃ বিবিসি )



এই খালটি স্কটল্যান্ডের ফালক্রিক (Falkirk) অঞ্চলের যে অংশ দিয়ে অতিক্রম করেছে সেখানে খালের কিনারায় ঘোড়ার মুখ আকৃতির কিছু দৃষ্টি নন্দন সুউচ্চ ভাস্কর্য আছে। এদের নাম The Kelpies। যা মূলত প্রাচীন স্কটল্যান্ডের শিল্প কারখানায় ঘোড়ার ঐতিহ্য এবং কেলটিক (Celtic) মিথের উপর কেন্দ্র করে গড়ে উঠেছ। ফালক্রিকের পশ্চিমে যে ক্যারন নদী বহমান, সেদিক থেকে খালটিতে প্রবেশের পথে এই ভাস্কর্যগুলো একটি চমৎকার গেট বা ল্যান্ডমার্ক হিসেবেও কাজ করে।



দ্য কেলপিস (The Kelpies) মিথঃ



দ্য কেলপিস (The Kelpies) নামটা নেয়া হয়েছে মূলত, কেলটিক (Celtic) মিথোলজির একটি চরিত্র কেলপি (Kelpie) থেকে। স্কটিস বিভিন্ন অঞ্চলে এই কেল্পাই ঘোড়াগুলো নিয়ে নানারকম মিথ প্রচলিত আছে। তবে সবচাইতে বেশি জনশ্রুত যে মিথটি, তা অনুযায়ী কেলপি হচ্ছে এক ধরনের শক্তিশালী “জল ঘোড়া” যা একাই দশটি ঘোড়ার সমতুল্য। এদেরকে স্কটল্যান্ডের নিচু জলাভূমিগুলোতে প্রায় দেখা যায়। প্রথম দর্শনেই এই ঘোড়াগুলোকে দেখে যে কেউই মুগ্ধ হবে। এদের শান্ত এবং নিরিহ ভাব দেখে মনে হবে কারো প্রিয় কোন ঘোড়া বুঝি হারিয়ে গিয়েছে। কিন্তু বাস্তবে তা নয়। এরা ছদ্মবেশে মানুষ শিকার করার জন্য মাটিতে উঠে আসে। তারা একটা নিরিহ ভাব ধরে মানুষকে তাদের কাছে যেতে উৎসাহ দেয়, আদর দেখিয়ে পিঠে চড়ার ইংগিত দেয়। যখনই ঐ দূর্ভাগ্য ব্যক্তিটি তাদের পিঠে চেপে বসত, সাথে সাথে তাদের গায়ে একটি পরিবর্তন চলে আসত। তাদের শরীর থেকে এক ধরনের আঠা নিঃসৃত হত, যার ফলে ঐ শিকার কোন ভাবেই আর ছুটতে পারত না এবং নিমিষের মধ্যে ঘোড়াগুলো শিকার নিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ত। তারপর পানির নিচে গিয়ে প্রচন্ড নৃসংশভাবে কলিজা এবং হৃদপিন্ড বাদে বাকি সব চিবিয়ে খেয়ে ফেলত। কেন তারা কলিজা আর হৃদপিন্ড খেত না, তা নিয়ে কোন সঠিক কারন জানা যায় নি। এই সংক্রান্ত আরো একটি গল্প স্কটল্যান্ডে প্রচলিত আছে। কয়েকটি শিশু মিলে একবার একটা জলার পাশে খেলা করছিল। তারা সংখ্যায় ছিল নয় জন। হঠাৎ সেখানে একটি কেলপি উপস্থিত হয়। বাচ্চাগুলো ঘোড়াটিকে দেখে তার কাছে গেলে সবাইকেই সে তার শিকারে পরিনত করে যখনই পানিতে ঝাপ দিতে যাচ্ছিল তখনই দূর থেকে আর একজন ব্যক্তি ব্যাপারটি দেখে ফেলে কিছুটা বাধা দিতে চেয়েছিল বিধায় কেল্পাই ঘোড়াটি তাকেও আক্রমন করেছিল। এক পর্যায়ে লোকটির হাত কেল্পাই ঘোড়াটি কামড়ে ধরে। শেষমেষ তিনি বাঁচার জন্য নিজের হাত ছুরি দিয়ে কেটে ফেলে বনের মাঝে পালিয়ে যান। এই ধরনের বিভিন্ন প্রচলিত গল্পের উপর ভিত্তি করে জানা যায়, কেল্পাই ঘোড়াগুলোর রং হত সাদা কিংবা হালকা আকাশী। তাদের ঘাড়ের কেশর গুলো থাকত কিঞ্চিত ভেজা ও কোঁকড়ানো। শরীরের চামড়া ছিল সীল মাছের মত পুরু, মোটা এবং কিছুটা তেলতেলে। কথিত আছে, এই কেল্পাই ঘোড়াগুলো অনেক সময় সুন্দরী নারীদের রুপ ধারন করেও শিকার করত। কেল্পিস নিয়ে আরো ভালো ধারনার জন্য এই ভিডিওটি দেখার অনুরোধ রইলঃ



এখন চলুন দেখে নেয়া যাক শিল্পীর চোখে কিছু কেল্পাই ঘোড়ার ছবিঃ



কবি e.a.s. demers কেলপিস মিথ নিয়ে একটি ভয়ংকর কবিতা লিখেছেন। সেখান থেকে কিছু অংশ শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।

In the waters dark and deep,

where none of sunlight dare to go,

there in the cold and brackish depths,

are the souls of those you once did know.



Far below, where cries fall silent,

and those who'd help, know not your plight,

the Kelpie claims your ghost to sate her hunger,

your flesh and bone seized in savage rite.



সম্পূর্ন কবিতাটি পড়তে চাইলে এখানে ক্লিক করুন।



মিথ থেকে ভাস্কর্যঃ



গ্লাসগো স্কুল অব আর্টের এন্ডি স্কট নামের একজন ভাস্কর এই প্রচলিত কেল্পাই মিথের উপর ভিত্তি করে এই কেল্পিস ভাস্কর্য গুলোর ডিজাইন করেন। এই ভাস্কর্যগুলো দ্বারা মূলত স্কটল্যান্ডের কৃষি, অর্থনীতি, কলকারখানা ইত্যাদির উন্নতি এবং ঐতিহ্যের অংশ হিসেবে ঘোড়ার ভূমিকা বা অবদান সম্পর্কেই বোঝান হয়েছে। এই ভাস্কর্যগুলো সম্পূর্ন স্টীল দিয়ে তৈরী করা হয়েছে। একটি একটি ভাস্কর্যের ওজন প্রায় ৩০০ টন। টানা কয়েক বছর ধরে যুক্তরাজ্যের ইর্য়কশায়ারের এসএইচ স্ট্রাকচারে (SH Structures) পুরো ভাস্কর্যটিকে স্টীলের ছোট ছোট অংশে নির্মান করা হয়। এই বছরের মাঝামাঝি অর্থাৎ ২০১৩ সালের জুন মাসে ফালক্রিক অঞ্চলের পাশ দিয়ে বয়ে যাওয়া ফোর্থ এন্ড স্লাইডি খালের পাশে এর পূর্নাঙ্গ প্রতিস্থাপনের কাজ শুরু হয় এবং অক্টোবরে এসে তা শেষ হয়। সম্প্রতি ভাস্কর্যগুলোর ১:১০ অনুপাতের মডেল স্কটল্যান্ডের বিভিন্নস্থানে প্রদশর্নীর জন্যও স্থাপন করা হয়েছে। আশা করা যাচ্ছে ২০১৪ সালে মূল ভাস্কর্যটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে।



চলুন এই অসাধারন ভাস্কর্যগুলোর কিছু ছবি দেখে নেয়া যাকঃ





ছবি দেখা শেষ, এবার চলুন এই সংক্রান্ত কিছু ভিডিও দেখি।







ব্লগার সুফিয়া এই বিষয়ে ইতিমধ্যে এই বিষয়ে ((The Kelpies, বা হর্স টাওয়ার-চোখ ধাঁধানো কিছু ভাস্কর্য। ) একটি পোষ্ট দিয়েছেন। সেখানেও চাইলে ঢুঁ মেরে আসতে পারেন। পাশাপাশি যারা আরো জানতে চান তাদের কাছে অনুরোধ রইল নিচে বর্নিত তথ্যসূত্রে একবার ঢুঁ মারার পাশাপাশি ইন্টানেটে আরো খুঁজে দেখুন। প্রচুর তথ্য পাওয়া যাবে।





এবার একটি ছোট্ট কৌতুকঃ

জনৈক বিরহ ক্লান্ত বন্ধুর সাথে আড্ডা মারছিলাম। কথা প্রসংগে এই কেলপিস মিথের কথা উঠল। যখন তাকে বলছিলাম, কথিত আছে যে কেলপিস ঘোড়াগুলো অনেক সময় সুন্দরী নারীদের রুপ ধারন করেও শিকার করত।

সে লাফাইয়া উঠিয়া বলিল, বন্ধু! এটা মিথ নয়! এটা তো বির্বতনের গল্প! এখন বুঝেছি 'ও' আসলে একটা কেলপিস ঘোড়া ছিল আর আমি ছিলাম নিরিহ সওয়ারী!

-------------------------------------------------------------------

ছবি এবং তথ্যসূত্র সমূহঃ

১) উইকিপিডিয়া

২) www.kuriositas.com

৩) explodingdoughnut.blogspot.com

৪) www.dailyrecord.co.uk

৫) www.scotsman.com

৬) www.elfwood.com

৭) easdemers.blogspot.com

৮) porceliandoll.deviantart.com

মন্তব্য ৯৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৯৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

খেয়া ঘাট বলেছেন: সুন্দর পোস্ট। শেষের কৌতুকটাও বেশ মজার।
এই রকম একটা ছবি অনেক আগে থিয়েটারে দেখেছিলাম, নামটা মনে পড়ছেনা ।
+++++++++++++++

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। থাক থাক কৌতুকের কথা বেশি বললে আমার কপালে আবার মাইর জুটতে পারে। =p~ :P B-)

পড়ার জন্য অনেক ধন্যবাদ।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২

এম ই জাভেদ বলেছেন: ব্লগার সুফিয়ার লেখায় আপনার মন্তব্যের সুত্র ধরে একটি মন্তব্য করেছিলাম। এখানেও একই মন্তব্য প্রযোজ্য হবে।

অসাধারন প্রয়াসের জন্য অভিবাদন গ্রহন করুন। অনেক কিছু জানা হল।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ জাভেদ ভাই। ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম। :)

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অতি চমৎকার দেখতে পোস্টে আগে ধন্যবাদ জানিয়ে নেই।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! আপনাকেও অনেক ধন্যবাদ দূর্জয় ভাই। তবে সময় থাকলে আমি আপনার সাহায্য নিয়ে ঠিকই কবিতাটা অনুবাদ করে ফেলতাম। :) :)

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

সুমন কর বলেছেন: বর্ণনা খুব সুন্দর হয়েছে। অনেক কিছু জানা গেল। ওদের মনে হয়, কলিজাতে গন্ধ লাগে আর হৃদপিন্ড তাদের নাই, তাই খায় না!! /:)
ছবিগুলো সুন্দর। ভিডিও পরে সময় করে দেখে নেব।
ভালো থাকুন।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহা! ভালো বলেছেন।

আরো অনেক ছবি দিয়েছিলাম। কিন্তু দুঃখজনক ভাবে পোষ্ট অনেক ভারী হয়ে যায়, লোড হতে পারে না। তাই অনেকগুলো রিমুভ করে দিয়েছি। ভিডিও গুলো দেখার অনুরোধ রইল। তাহলে মিথের চরিত্রটি সম্পর্কে আরো ডিটেইল বুঝতে পারবেন। :)

আপনিও ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার , উপভোগ্য এবং তথ্য সমৃদ্ধ পোস্ট । ভাল লাগলো ।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই! শুভেচ্ছা রইল।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১

মামুন রশিদ বলেছেন: নাইস পোস্ট! আপনার সৌজন্যে স্কটল্যান্ডের কেল্পিস ঘোড়ার মিথ সম্পর্কে জানলাম । আর শেষে কৌতুকের সাথে নিদারুণ একাত্মতা ঘোষনা করলাম । মানে নিজেকে কেল্পিস ঘোড়ার নিরিহ সোওয়ারী হিসাবে মনে করলাম :D :-B

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই। ভিডিও গুলো দেখলে আশা করি আরো বেশি মজা পাবেন। :)

ইয়ে মানে আপনি যে কেল্পিস ঘোড়ার নিরিহ সাওয়ারী- ভাবী জানে?? :P :P :P =p~

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩

শরৎ চৌধুরী বলেছেন: সুপার একটা পোষ্ট।+++।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!!! কষ্ট স্বার্থক :D

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩

অদিব বলেছেন: মিথলোজিক্যাল এইসব জন্তু-জানোয়ার সম্পর্কে জানতে বেশ লাগে! আপনার লেখা ভালো লেগেছে! পোস্টে +++!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আমার ব্লগে স্বাগতম। :)

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৬

এম মশিউর বলেছেন: নতুন কিছু জানলাম।

কত কিছু অজানা!

শেষের কৌতুকটাও জোস!!! =p~ =p~

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ মশিউর! :)

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৮

মশিকুর বলেছেন:
কেল্পিস ঘোড়া সম্পর্কে জানা হল। এত দেখি শিকারি ঘোড়া। তবে আকাশি রঙের ঘোড়া কল্পনা করে ভালো লাগলো!!

শুভকামনা।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও ধন্যবাদ। :) মানুষ শিকারী ঘোড়া!

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৭

মুরাদ-ইচছামানুষ বলেছেন: অসাধারন পোস্ট। মিথ ভাল্লাগে। :)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ :)

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

সোজা কথা বলেছেন: ঐ ঘোড়া তো ভারী ভয়ানক ! যাহোক নতুন কিছু জানানোর জন্য ধন্যবাদ ভাই।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। :)

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৯

জেরিফ বলেছেন: চমতকার পোস্ট ।



জানা ছিল না আগে । অনেক অনেক শুভ কামনা ।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ জেরিফ!! :) ভালো থাকবেন।

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ভয়াবহ পোষ্ট ! সময় করে আবার আসবো !

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ অভি। :)

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৬

আমিই মিসিরআলি বলেছেন:
এক হালি নাম্বার ++++ :) :)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও একহালি ধইন্না!!

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৮

মোঃ শিলন রেজা বলেছেন: Nice একটা উপভোগ্য পোস্ট। অনেক তথ্য জানতে পারলাম। তবে কবিতা টা আমার কাছে খুব ভাললেগেসে। থাঙ্কস আপনাকে।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ :) কবিতাটা আমারও বেশ ভালো লেগেছিল। একবার ভেবেছিলাম অনুবাদ করে কবিতাটা দেই। কিন্তু সময় পাই নি!

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৮

মোঃ ইসহাক খান বলেছেন: তথ্যবহুল পোস্ট। মিথলজি নিয়ে একটু আধটু পড়াশোনা করার ইচ্ছে আছে।

শুভেচ্ছা।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, মিথলজি খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। অনেক মজার মজার বিষয়ই জানা যায়। পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৮

আছিফুর রহমান বলেছেন: পেইন্টিং গুলা ভাল লাগসে। পোস্টটা দারুন

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। :)

১৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
জোস পোস্ট ||

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ মুন! :)

২০| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১২

আমি ইহতিব বলেছেন: এটা মনে হয় সেই পোস্ট যা নিয়ে বিজয় দিবসের দিন বলছিলেন, যার জন্য অনেক পরিশ্রম করতে হচ্ছিলো আপনাকে।

আসলেই দারুন কষ্টসাধ্য কাজ করেছেন। নতুন বিষয় জানতে পারলাম। +++

আর জোকস এর জন্য আপনাকেও মাইনাস আর আপনার বন্ধুকেও মাইনাস X(

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা ! ধন্যবাদ বিথী আপু। না! এটা সেই পোষ্ট না। সেটা হচ্ছে ভারতীয় জাদু সংক্রান্ত একটি পোষ্ট। পর্যাপ্ত সময়ের অভাবে তথ্যগুলোকে ঠিক যাচাই বাছাই করতে পারছি না। আশা করি সামনে দিব।


আর এই পোষ্টটা ভালো লেগেছে জেনে আনন্দিত। জোকসটা সার্বজনীন ধরে নিন, অর্থাৎ নারী পুরুষ উভয়ই কেলপিস হতে পারে। তাহলে ভালো লাগবে। :) ;) :)

২১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: মিথগুলো সবসময় ইন্টারেষ্টিং হয়ে থাকে !

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ। ইন্টারেস্টিংই তো !

২২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

রুপালী সিংহ বলেছেন: এই ঘোড়া তো আগেই দেখছি! আমার ধারণা ছিল এগুলো সাধারণ ভাস্কর্য। আমার কাছে তো বেশ কিউট কিউট লাগত!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি যখন প্রথম দেখি তখন আমারও বেশ দারুন লেগেছিল। পরে The Kelpies নাম দিয়ে সার্চ দিতেই এই মিথটার কথা জানলাম। তাই শেয়ার করলাম।

২৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

বটবৃক্ষ~ বলেছেন: কঠিন পোস্ট!!

তবে ঘোড়ার মতো এমন সুইট হ্যান্ডসাম একটা প্রাণি নিয়ে এরকম ভয়ংকর মিথ কেন !!?? /:) /:)

কেল্পিস ঘোড়া এত্তোগুলা বদ, পাজি , দুষ্ট!!! গরররররর!! X(( X(( X((

আর সব কিছুর মধ্যে খালি সুন্দরী নারিদেরকে প্যাচায় কেন বলেনতো!! এইকারনে এসব মিথ টিথ আমার একদম ভাল্লাগেনা!!

আমার মনে হয় , গ্রীক সভ্যতার মানুষ্রা নারীদেরকে সম্মান দিতে ব্যর্থ!! ওরা যেকোন খারাপ কিছু মানেই নারীকে মীন করে!! তাই আমিও ওদেরকে সভ্য বলে ভাবতে পারিনা।!!

(আমার সীমিত জ্ঞানে উলটাপালটা কিছু বলে থাকলে মাফি চাই) :(

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার নিজেও জানা ছিল না। The Kelpies নিয়ে ইন্টারনেটে সার্চ দিতেই বিষয়টা নজরে আসল।

হাহাহ! গ্রীক সভ্যতার মানুষরা নারীদেরকে সম্মান দিতে ব্যর্থ!! - এপিক কইছেন!

এখন থিকা সুন্দরী নারীদের বঙ্গ দেশে জন্মাইবার জন্য সৃষ্টিকর্তাকে অনুরোধ জানাইয়া একটা মেইল করুম ভাবতাছি। আমাদের এই সব সমস্যা নাই। ;) :) :)

২৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

বটবৃক্ষ~ বলেছেন: ওহ!! স্কটল্যান্ডের ভাস্কর্যগুলো জোশ!!!!!! ইশ যদি যাইতে পারতাম! :(

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ! আসলেই সুন্দর। আমি আরো ছবি দিয়েছিলাম। কিন্তু সামু মামুর সমস্যার কারনে পোষ্ট লোড হইতে বেশি সময় লাগে দেখে আমি মুছে দিয়েছি।

২৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

গৃহ বন্দিনী বলেছেন: ভাস্কর্যগুলো খুব সুন্দর । দারুন একটা দর্শনীয় জায়গা হতে যাচ্ছে স্কটল্যান্ডে। কবে টাকা হবে কবে দেখব এইসব সৃষ্টি :(



কেল্পিস ঘোড়া গুলার মনে হয় হাইপ্রেশারের সমস্যা আছে তাই কলিজা আর হার্ট খায় না । =p~ =p~


পোস্টে প্লাস ।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ২০১৪ সালে জনসাধারনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এই সব সুন্দর সুন্দর জিনিস দেখলে ইচ্ছে হয়, খুব বড়লোক হই। নইলে শখ পূরন হবে না।

কেল্পিস ঘোড়া গুলার মনে হয় হাইপ্রেশারের সমস্যা আছে তাই কলিজা আর হার্ট খায় না । =p~ =p~ =p~ মন্তব্যে লাইক!

পোষ্টে প্লাসের জন্য অনেক ধন্যবাদ।

২৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

ইখতামিন বলেছেন:
কষ্টসাধ্য এবং তথ্যবহুল সুন্দর পোস্ট
চমৎকার লাগলো

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ ইখতামিন। অনেকদিন পর আপনাকে আমার ব্লগে পেলাম।!

২৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০

শুঁটকি মাছ বলেছেন: হেব্বি!!!!!!!!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্য!!!!!!

২৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৫

কালীদাস বলেছেন: এই ম্যুরালটায় রাতে লাইটের ইফেক্টে খুব সুন্দর একটা দেখার জায়গা হওয়ার কথা 8-|

ঘোড়ার মিথটা ইন্টারেস্টিং, আপনার ফ্রেন্ডের কথা শুনে সাবধান থাকার প্রয়োজন ফিল করা উচিত....সকল বালকের B-))

চমৎকার বর্ণনা :)

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, রাতে চমৎকার দেখায়। আমি আরো বেশ কিছু ছবি আপলোড করেছিলাম, কিন্তু দেখি পোষ্ট লোড হতে অত্যাধিক সময় নিচ্ছে। তাই সরিয়ে দিলাম। পরে দেখি সামুই লোড হচ্ছে না। :(

অনেক শুভেচ্ছা রইল। :)

২৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শিল্প তো শিল্পই - আমাদের রুচিবোধই বলে দেবে কোনটি নগ্ন। তবু ভূমিকাটির প্রয়োজন ছিলো।

ভালো লাগলো সব মিলিয়ে। এমনকি নিচের কৌতুকটিও।

কাল্পনিক ভালাবাসাকে অনেক ভালোবাসা জানাই :)

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় মইনুল ভাই। আসলে এই ধরনে ভূমিকা আমি ঠিক নিজেও দিতে পছন্দ করি না। কিন্তু ইতিপূর্বে দেখেছি এই ধরনের শিল্প ক্যাটাগরীর পোষ্টে তথ্য বা ছবির জন্য অনেকেই বিব্রতবোধ করেন। তাই বিষয়টি বিবেচনা করে উল্লেখ্য করে দিয়েছি।

আপনার প্রতিও অনেক শুভেচ্ছা :) আশা করি ভালো আছেন।

৩০| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: আরে বাহ , কেল্পি ঘুড়ার কত ভেল্কী রে! স্কটিশ কেল্পি তাইলে কলিজা আর হৃৎপিণ্ড ছাড়া আর সব খাইয়ে ফেলে? আমার দেখা বাঙ্গালী মায়াবিনী কেল্পিরা শরীরের আর সব কিছু বাদ দিয়া শুধু কইলজা আর হৃদয় চাবাইয়া খাইয়া ফেলে! আজব দুনিয়া, দেশে দেশে কী বৈচিত্রের সমাহার! :P :P :P

৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহাহাহাহ! প্রিয় কবি যাহা বলিলেন আপনি!! আমার তো ইচ্ছা করিতেছে কেল্পির পীঠে উঠাইয়া আপনার একটা ভাস্কর্য বানাই। :P :P :)

৩১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

নিরপেক্ষ মানুষ বলেছেন: দারুণ পোস্ট।সোজা প্রিয়তে

৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

নিরপেক্ষ মানুষ বলেছেন: দারুণ পোস্ট।সোজা প্রিয়তে

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আবারও ধন্যবাদ :)

৩৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

হাসান মাহবুব বলেছেন: চমৎকার পোস্ট।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই। :)

৩৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২২

এহসান সাবির বলেছেন: খুব সুন্দর পোস্ট।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ সাবির ভাই। শুভেচ্ছা রইল।

৩৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৫

নাহিদ রুদ্রনীল বলেছেন: কেলপিস ঘোড়া সরওয়ার হতে ইচ্ছে করছে। এরকম ফিচার আরও চাই !

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। :) ইনশাল্লাহ সামনেই এই ধরনের আরো একটি পোষ্ট পাবেন। :)

৩৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ইন্টারেস্টিং ... নতুন কিছু জানলাম ।

পোস্টের জন্য ধন্যবাদ কাঃভা ভাই ।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়!!!

৩৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০

ঢাকাবাসী বলেছেন: আরিব্বাস, দুর্দান্ত পোষ্ট,অনেক কিছু জানলুম উপভোগ করলুম। পড়তে দেরী হল কারন মন দিয়ে পড়লুম তাই।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহ! অনেক ধন্যবাদ প্রিয় ঢাকাবাসী। :)

ইংরেজী নববর্ষের অনেক শুভেচ্ছা রইল।

৩৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৯

এহসান সাবির বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা কাভা ভাই!

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ এহসান ভাই। অনেক শুভেচ্ছা রইল। :)

৩৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২

শাহেদ খান বলেছেন: চমৎকার বিষয় নিয়ে দারুণ একটা পোস্ট ! ছবি-বর্ণনা-তথ্যে অনেক ভাল লাগা জানবেন, কাল্পনিক_ভালোবাসা !

মাঝে দেয়া কবি e.a.s. demers-এর কবিতার ৮টা লাইন আমি নিজের মত করে অনুবাদ করছিলাম পড়তে পড়তে। শেয়ার করি?

আর সেই গাঢ়তর গভীর জলের তলে
যেইখানে সূর্যেরও প্রবেশাধিকার নেই -
আজও আছে আত্মারা সে-শীতল অঞ্চলে
একদিন যারা ছিল তোমাদেরই মধ্যেই !

আরও নীচে - কান্নাও যেইখানে থেমে যায়;
বাঁচাবার মত যারা, তারা বুঝি জানতো:
তোমাদের দেহগুলো কেল্পি'র তেষ্টায়
কতটা নির্যাতনে আজ আক্রান্ত !


[In the waters dark and deep,
where none of sunlight dare to go,
there in the cold and brackish depths,
are the souls of those you once did know.

Far below, where cries fall silent,
and those who'd help, know not your plight,
the Kelpie claims your ghost to sate her hunger,
your flesh and bone seized in savage rite.]


শুভেচ্ছা, সবসময়ের জন্য। 8-|

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শাহেদ ভাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আমি এই কবিতাটা বেশ কাটছাট করে দিয়েছি। কবিটার আরো কয়েক প্যারা আছে। আমি চেষ্টা করেছিলাম অনুবাদ করার জন্য। কিন্তু সময় সল্পতার জন্য আর দেয়া হয় নি। আপনার অনুবাদ চমৎকার হয়েছে। অনেক ভালো লাগল।

আপনার ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম। :) নববর্ষের অনেক শুভেচ্ছা রইল।

৪০| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১২

চাঙ্কু বলেছেন: ভাগ্যিস, হেগো দেশে হেফাজত-টাইপ কিছু নাই !! নাইলে এত চমৎকার ভাস্কর্যগুলার হেরা ১৪টা বাজাইতো।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহ! এটা মন্দ বলেন নি। কিংবা তারা হয়ত তখন একটা বড় তেঁতুলের ভাস্কর্য বানাত। :P :P

৪১| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩

চাঙ্কু বলেছেন: তেঁতুলের ভাস্কর্য ? =p~ আপনি এই আইডিয়াটা যদি আগে দিতেন, তাইলে আমরা বিমানবন্দরের সামনে অন্তত একটা তেঁতুলের ভাস্কর্য হইলেও পাইতাম :P

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :P B-)

৪২| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮

সকাল রয় বলেছেন:
ইতিহাস খুব ভালো লাগে।
আপনার পোষ্ট ব্যাপক ভালো লাগলো।
অনেক ধন্যবাদ

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রিয় ব্লগার। শুভেচ্ছা রইল।

৪৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮

সকাল রয় বলেছেন:
ইতিহাস খুব ভালো লাগে।
আপনার পোষ্ট ব্যাপক ভালো লাগলো।
অনেক ধন্যবাদ

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আবারও ধন্যবাদ জানাই :)

৪৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসম্ভব একটি সুন্দর পোস্ট,,,,,,,,,,,,হাজারটা প্লাস,,,,,,,,,,

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আপু। :)

৪৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আপনার পোস্ট মানেই আলাদা কিছু । লোভে পড়ে এসেছিলাম । বরবরের মতো ভালো লাগা +++++++
এখন তো ঘোড়া দেখলেই কেল্পিস এর কথা মনে পড়বে । ভাই কোনদিন ঘোড়ায় চরবো না ! B-)

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! অনেক ধন্যবাদ তিতির আপু! ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। আমারও তাই হচ্ছে, ঘোড়া দেখলেই কেল্পিস এর কথা মনে পড়ছে।

৪৬| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৩

অদ্বিতীয়া আমি বলেছেন: ইন্টারেস্টিং , মিথ , ভাস্কর্য , ইতিহাস সব মিলে ।

অনেক ভাল লাগল ।

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ অদ্বিতীয়া! :)

৪৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪

এরিস বলেছেন: ৎঁৎঁৎঁ বলেছেন: আরে বাহ , কেল্পি ঘুড়ার কত ভেল্কী রে! স্কটিশ কেল্পি তাইলে কলিজা আর হৃৎপিণ্ড ছাড়া আর সব খাইয়ে ফেলে? আমার দেখা বাঙ্গালী মায়াবিনী কেল্পিরা শরীরের আর সব কিছু বাদ দিয়া শুধু কইলজা আর হৃদয় চাবাইয়া খাইয়া ফেলে! আজব দুনিয়া, দেশে দেশে কী বৈচিত্রের সমাহার! :P :P :P
:P

এভাবে মানুষকে পানির নিচে নিয়ে খাবে কেন? ওদের যেহেতু অনেক শক্তি ওরা ডাঙ্গায় ধরে খেয়ে নিলেই পারতো। অন্য মানুষ আসলে তখন আরও বেশি খাবার জোগাড় হয়ে যেত। আর পানির নিচে ঘোড়া শ্বাস নিতো কি করে! কি বোকা বোকা মিথ। ( তবে ভয় পেয়েছি। ঘটনা সত্য মিথ্যা কথা না, এভাবে মানুষকে ভুলানোটাই আসল ভয়ংকর ব্যাপার। একদিন কেউ একজন বলেছিল রাতের বেলায় নাকি জীনেরা বিড়ালের চেহারা নিয়ে ঘুরে বেড়ায়। সেই ঠেকে আমি দিনের বেলাতেও বিড়াল ভয় পাই। সামনে এলেও দোয়া পড়তে থাকি, কখন না ঘাড়ে চেপে বসে। আল্লাহ্‌র কাছে শোকর যে ঘোড়া সচরাচর দেখা যায়না। তাহলে ঘর ঠেকে বের হওয়াই বন্ধ হয়ে যেত। )


ভয় পেলেও প্লাস দিয়ে গেলাম প্রিয় কাল্পনিক ভাই। আই লাইক মিথ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আসলে মিথ শুধু শুধু সৃষ্টি হয় না, স্থানীয় মানুষ যে ঘটনাগুলোকে স্বাভাবিক যুক্তিতে ব্যাখ্যা করতে পারে না এবং যার ভিত্তিতে যে গল্পগুলো প্রচলিত হয়ে যায়, সেইগুলোই আসলে মিথ। ফলে মিথের যৌক্তিতা খোঁজা কিছুটা কঠিনই বটে!

তাই আমার কাছেও মিথ মজার, রহস্যময়তার এক সুখ পাঠ!

৪৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮

ড. জেকিল বলেছেন: এতো দেখি মাংসাশী ঘোড়া। দুনিয়ায় কি ঘাসের অভাব পরছিলো নাকি !!!

কলিজা-হৃদপিন্ড বাদ দেওয়ার কি দরকার! :-*

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মহিলা ঘোড়া তো! তাই মেবি হৃদয় আর কলিজা খাইতে খাইতে বিরক্ত! ;) :P :P

৪৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৫

নাভিদ কায়সার রায়ান বলেছেন: প্রিয়তে নিলাম। এতো দেখছি ঘোড়া ভয়ংকর! তবে এই মিথের উৎস কোথায় আর কেনই বা এই মিথ তৈরি হল সেটা জানতে পারলাম না। লিঙ্কগুলো থেকে আরও বিস্তারিত জানার ইচ্ছা আছে।
পোষ্টের জন্য ধন্যবাদ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মূলত কেলটিক মিথোলজির একটি চরিত্র কেলপি থেকে। স্কটিস বিভিন্ন অঞ্চলে এই কেল্পাই ঘোড়াগুলো নিয়ে নানারকম মিথ প্রচলিত আছে। আপনি লিংকগুলো ঢুঁ মারলে এই সম্পর্কিত প্রচুর তথ্য জানবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.