নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

সকল ভাবগাম্ভীর্য বাদ দিয়ে আজ নিজের আসল রূপে ঘুরে বেড়াবার দিন।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৭

সামহোয়্যারইন ব্লগ সারা বিশ্বের বাঙালিদের কথা বলার একটি উন্মুক্ত মঞ্চ। এই ব্লগ ধারনাটির আগে আমরা জানতাই না, আমাদের সকলের মাঝে এত কথা জমে আছে, একজন সাধারন মানুষও শুধুমাত্র কয়েক লাইন লিখে কোন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, বিপদে পড়া মানুষকে সাহায্য করা যায়। আরো জানতাম না, আমাদের আশে পাশে রয়েছে দুর্দান্ত সৃজনশীলতার হাজারো সব মানুষ। ব্লগ আমাদেরকে ব্যক্তিজীবনে আত্মবিশ্বাসী করেছে। আমাদেরকে বুঝিয়েছে- হ্যাঁ, আমার মতেও দাম আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক প্রতিষ্ঠিত লেখকের হাতে খড়ি এই ব্লগে।

যে মানুষটির হাত ধরে এই প্ল্যাটফর্মটি জন্ম, তাঁর নাম সৈয়দা গুলশান ফেরদৌস জানা। অসাধারন ব্যক্তিত্ব সম্পন্ন, খুবই বন্ধুবৎসল এবং সাহসী একজন মানুষ। যারা তাঁকে কাছ থেকে দেখেছে তাঁরা জানেন শুধু মাত্র কয়েকটি শব্দে ব্যক্তি জানাকে প্রকাশ করা কত কঠিন একটি ব্যাপার।

বাংলা ভাষার জন্য, এই দেশের মানুষের মত প্রকাশের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি এই প্ল্যাটফর্মটিকে এখনও চালু রেখেছেন। কিন্তু এই প্ল্যাটফর্মটি টিকিয়ে রাখার জন্য তাঁকে যে আত্মত্যাগ করতে হয়েছে, যে ক্ষতির মুখোমুখি প্রায় প্রতিনিয়ত তিনি হচ্ছেন, সেই গল্পটি প্রায় অবিশ্বাস্য। তাও শুধুমাত্র দেশ এবং দেশের মানুষকে ভালোবেসে তিনি নিরবে এই কাজটি করে যাচ্ছেন।
সাম্প্রতিক সময়ে তাঁর ব্যক্তিগত জীবনে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যার প্রভাব তিনি এখনও পুরো কাটিয়ে উঠতে পারেন নি। আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন।



আজ এই মানুষটির জন্মদিন। আমার দেখা একজন অসামান্য সাহসী নারী যার মানসিক দৃঢ়তা প্রবাদ সমতুল্য। অথচ এই মানুষটির ভেতর ছেলেমানুষীর বাসা। উনার সম্পর্কে আমি বেশি কিছু বলতে গেলে তা মেকি শোনাবে। তাই শুধু এইটুকু বলতে চাই -
শুভ জন্মদিন জানা আপু, আজ কিছুক্ষনের জন্য আপনি সকল ভাব গাম্ভীর্যের বেড়াজাল থেকে বের হয়ে আসুন। জাগতিক সকল দুঃখ কষ্ট এক পাশে থাকুক। আপনি আগের মত গ্রামের কোন এক সহজ সরল রিকশাওয়ালাকে অবাক করে দিয়ে বলুন - আমি কি আপনার রিকশাটা একটু চালাতে পারি? তারপর সবাইকে অবাক করে দিয়ে পুরো পেশাদার (!) ভঙ্গিতে রিকশা চালানো শুরু করবেন।
কিংবা কোন একটা গ্রামের বাজারে ছোট্ট ভাজা পোড়ার দোকানে গিয়ে আপনি নিজেই ভাঁজতে বসবেন পেঁয়াজু বা আলুর চপ! অথবা একটা ডিঙ্গি নৌকা নিয়ে নিজেই নেমে পড়বেন চমৎকার কোন নদীতে।

হাজার হাজার মানুষের ভালোবাসাকে কেন্দ্র করে আপনি আরো দীর্ঘজীবি হোন, অনন্তকাল আপনি বেঁচে থাকুন হাজারো মানুষের প্রাণের স্পন্দনে। শুভ জন্মদিন।

মন্তব্য ৫৮ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৮

নেওয়াজ আলি বলেছেন: মহান সৃষ্টিকর্তা উনার সবসময় মঙ্গল করুক। আপনার লেখা পড়ে বুঝলাম উনি বিশাল হৃদয়ের মানুষ এবং বিশাল ব্যক্তিত্ববান মানুষ। উনার উদরতা সহজ সরলতা ও মানবিকতা অটুট থাকুক আজীবন।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা জানবেন।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ জন্মদিন জানা আপু,
সুন্দর থাকুন আজীবন

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২২

শায়মা বলেছেন: শুভ জন্মদিন জানা আপুকে।
জানা আপুর জন্য ভালোবাসা আর শুভকামনা।


ভাইয়া আপুর এই সব মজার কান্ডগুলি জেনে খুবই মজা পেলাম। আপুকে ডেকে আনো আজকে। অন্তত এই পোস্টটাতে হলেও।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপুর আরো অনেক মজার মজার ঘটনা আছে। সব এখানে লিখে শেষ করা যাবে না।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: শুভ জন্মদিন জানা আপু,

---তোমার জন্যই ব্লগ লেখা-
তোমাকে জানাই অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা!
বাংলা ব্লগের নতুন দিগন্ত উন্মোচনে
তোমার দু-হাত প্রসারিত ছিল উদার মনে
তাইতো আজও লিখতে পারি/পড়তে পারি/জানতে পারি বিশ্বটাকে!

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪১

জাহিদ হাসান বলেছেন: শুভ জন্মদিন জানা আপু

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৪

অপু তানভীর বলেছেন: জানা আপুকে শুভ জন্মদিন !

আজকে তিনি না থাকলে আমাদের মাঝে অনেকেই হয়তো কোন জানতোই না তাদের ভেতরেও কিছু লেখার ক্ষমতা রয়েছে । অনেকের লেখক সত্তার বিকাশ ঘটেছে এই ব্লগেই । পরোক্ষ ভাবে বলতে গেলে তার হাত ধরেই । একেবারে শেষ দিন পর্যন্ত এই কথা স্বীকার করে যেতেই হবে । তিনি বেঁচে থাকুক আরও হাজার বছর !


তার জীবনে কি দুর্ঘটনা ঘরেছিলো সেটা কি বলা যায়?
এখন তিনি কেমন আছেন?

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ অপু। তুমি যা লিখেছ, তা খুবই সত্য।

দুর্ঘটনার বিষয়ে গত ডিসেম্বরেই জানিয়েছিলাম। আমি তোমাকে এটা অন্য কোন পোষ্টে গিয়ে জানিয়ে আসব।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৫

ভুয়া মফিজ বলেছেন: ফিরোজা পাথর খচিত এই সোনার পেনডেন্টটা জানা আপার জন্মদিনের উপহার। আশা করছি, সব রকমের কু-দৃষ্টি থেকে এটা উনাকে রক্ষা করবে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ!! জিনিসটা তো খুবই সুন্দর। আমি নিশ্চিত জানা আপা এটা খুবই পছন্দ করবেন!!

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গাম্ভীর্যের খোলস থেকে বেরিয়ে বাচ্চাদের মতো উৎফুল্ল জানা ম্যাডামকে দেখতে হলে আমার পোস্ট থেকে ঘুরে আসুন।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে হেনা ভাই!!

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: রূপে বানানটা ঠিক করলে ভালো হতো ভাইয়া জি

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঠিক করে দিয়েছি আপু। অনেক ধন্যবাদ।

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৯

মুক্তা নীল বলেছেন:
ভাই ,

জানা আপাকে জন্মদিনের শুভেচ্ছা ।
সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত মর্মান্তিক দুর্ঘটনা কাটিয়ে উঠুন
এই দোয়া করি ।
আপনাকেও অশেষ ধন্যবাদ ।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপু।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভ জন্মদিন। ভাল থাকুন সবসময়।
আর টিকে থাকুক সামু।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৩

নতুন নকিব বলেছেন:



আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার কাছে প্রার্থনা, তিনি সার্বিক কল্যান দান করুন আমাদের এই মহিয়সীকে। সাম্প্রতিক যে দুর্ঘটনার শিকার তিনি হয়েছেন, তার ক্ষতি থেকেও আল্লাহ পাক তাকে মুক্ত করুন।

তিনি যে বিশাল হৃদয়ের একজন ব্যক্তিত্ববান মানুষ তা গত কয়েকটি বছরে প্রিয় প্লাটফর্মটির উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়-ঝঞ্জা আর নানাবিধ খড়গের মুখে সত্যের পক্ষে তার ইস্পাত দৃঢ় অবস্থান থেকে আমরাও ভালোভাবে অনুভব করছি। তিনি দীর্ঘজীবী হোন।

তাকে মনে করে পোস্ট দেয়ায় আপনার জন্য কল্যানের দুআ। +

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ নকিব ভাই! শুভেচ্ছা জানবেন।

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ জন্মদিন।
Happy birthday.

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুভেচ্ছা পৌঁছে দিলাম এবং আপুর পক্ষ থেকে ধন্যবাদ রইল।

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


উনার জন্য জন্মদিনের শুভেচ্ছা ও অনেক অনেক শুভকামনা ‌‌রলো

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ চাঁদগাজী ভাই।

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার জন্য সত্যই শঙ্কিত। জানি না ওটা কী, তবে যাই হোক না কেন, তাঁর মতো একজন ধৈর্যশীল ও সাহসী নারী সেই সংকট দ্রুত কাটিয়ে উঠবেন, এই দোয়া করি।

অনলাইন বাংলা ভাষা ও সাহিত্যচর্চার এই প্ল্যাটফর্মটি আমাদের জন্য একটা বিল্পবের মতো। এটা বিস্ময়কর এক জগত এনে দিয়েছিল আমাদের সামনে। এই ব্লগের অনুসরণে বাংলাদেশ ও অন্যান্য জায়গায় অসংখ্য ব্লগের আবির্ভাব ঘটেছে। গণ জাগরণ মঞ্চে ছিল এই ব্লগের অগ্রণী ভূমিকা। অন্যান্য সামাজিক ও মানবিক আন্দোলনেও এই ব্লগ সক্রিয় ভূমিকা রেখে চলেছে। সবকিছুর মূলে রয়েছে জানা-আরিল্ড দম্পতির অবদান, যা চিরদিন আমাদের মনে ক্ষোদিত থাকবে, বাংলা ব্লগোস্ফিয়ারেও তার নাম লেখা থাকবে সোনার হরফে।

আল্লাহ তাকে সুখী ও নির্ঝঞ্ঝাট জীবন কামনা করছি। শুভ জন্মদিন জানা আপা।

লেখাটা খুব ভালো লেগেছে, বিশেষ করে 'এইটূকু বলতে চাই' অংশে যা লিখেছেন, সেটা।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ সোনাবীজ ভাই। আপনার আন্তরিক মন্তব্যটি ও শুভকামনা জানা আপুর কাছে পৌঁছে দিয়েছি।
ভালো থাকুন। শুভ কামনা রইল।

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৭

ঢাবিয়ান বলেছেন: শুভ জন্মদিন জানা আপা। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন:

১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:




তারিখ: ১৬/০৯/২০২০

প্রিয় জানা আপা,
পরম করুণাময় আল্লাহপাকের কাছে দোয় করি আপনি যেনো আপনার দুঃখ কষ্ট ভুলতে পারেন। আল্লাহপাক যেনো আপনাকে দুঃখ সইবার শক্তি ও ক্ষমতা দান করেন। সামহোয়্যারইন ব্লগের প্রতি আপনার ত্যাগ ও শ্রম ব্যয় যেনো সফল হয় এই কামনা করি। সামহোয়্যারইন ব্লগের প্রতিটি ব্লগার ভাগ্যবান কারণ ব্লগে আমরা আপনার মতো শক্তিমান একজন মানুষ পাশে পেয়েছি। আপনাকে পাশে পেয়ে আমরা কৃতজ্ঞ, আপনাকে পাশে পেয়ে আমরা সকলে ঋণী।

আপনার জন্মদিনে আপনার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা। আপনি আমাদের মাঝে ছিলেন আছেন থাকবেন অনন্তকাল। আর একটি মানুষ আছেন যিনি রাতের বেলায় চাঁদ হয়ে আর দিনের বেলায় সূর্য হয়ে নিরবে আপনার পাশে দাড়িয়ে আছেন তিনি আমাদের প্রিয় আরিল্ড ক্লোক্কাহগ ভাই। আরিল্ড ক্লোক্কাহগ ভাইয়ের জন্য অনেক অনেক শুভ কামনা ও সামহোয়্যারইন ব্লগের সকল ব্লগারদের পক্ষ থেকে এক সমুদ্র ভালোবাসা।

জানা আপা, আরিল্ড ক্লোক্কাহগ ভাই ও কাল্পনিক ভালোবাসা ভাইয়ের সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।

ইতি আপনাদের ভাই

ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ

১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৯

ইসিয়াক বলেছেন: শুভ জন্মদিন জানা আপু
ভালো থাকুন সবসময়। শুভকামনা।

২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন:

শুভ জন্মদিন। এবং প্রার্থনা করি জীবন হোক আনন্দময়।
আমার নিজের তোলা ছবিটা জানা আপুর জন্য।

২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আপুকে।সত্যিই ভাবলে অবাক হতে হয় যে সময় উনি সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টায় গোটা বাঙালী জাতির লেখালেখির জন্য বিশ্বের আর পাঁচটা বৃহৎ ভাষার মতো এই ব্লগের সৃষ্টি করেছিলেন তা কোথায় অভূতপূর্ব অনন্যসাধারণ। যুগের বিস্ময় বললেও কম বলা হয়। কোনো প্রতিকুলতা কখনো আপুকে থামাতে পারেনি। আপুর জন্মদিনে জানাই অন্তরের শ্রদ্ধা ও শুভেচ্ছা।
উপরওয়ালার কাছে প্রার্থনা করি শত অসুবিধার মধ্যেও আপু যেন সমস্ত বাঁধা অতিক্রম করে এগুতে পারেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি পরিবেশন করার জন্য।
নিরন্তর শুভেচ্ছা দুইজনকেই।

২২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৮

রামিসা রোজা বলেছেন:
সামহোয়্যারইনব্লগের জানা ম্যাডামের জন্মদিনে শুভেচ্ছা।
আপনার জন্যেও অনেক শুভকামনা ।

২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:

২৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৪

করুণাধারা বলেছেন: জন্মদিনে অনেক শুভেচ্ছা। আগামী দিনগুলো হোক আনন্দময়।

২৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ জন্মদিন ।

২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: জন্মদিন উপলক্ষে অনেক দিন পর আজকে ব্লগে অনেক গুনীজনের আনাগোনা।

২৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জন্মদিন উপলক্ষে অনেক অনেক শুভচ্ছো
....................................................................
ফেসবুকে ও পড়ে আসলাম ।

২৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:২৬

স্থিতধী বলেছেন: জানা আপুর জন্য জন্মদিনের শুভেচ্ছা রইলো

২৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৬

রোকসানা লেইস বলেছেন: শুভ জন্মদিন জানা
বিশাল প্লাটফর্ম তৈরি করে নতুন দিগন্ত উন্মোচন করেছেন বাঙালি লেখকের জন্য।
বয়ে চলুক এই ধারা আবহমান কাল ধরে। জেগে থাকুক জানার নাম

৩০| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৫

রূপকথার গল্পগাথা বলেছেন: দিদিকে বিলম্বিত জন্মদিন এর শুভেচ্ছা।।

আমার কোনো লেখায় প্রথম পাতায় আসে না,এই ব্যাপার টা আপনি যদি একটু দেখেন ভালো হয়

৩১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৬

জানা বলেছেন: ধন্যবাদ স্নেহের জাদিদ। প্রতিবার আমার জন্মদিনে তুমি সুন্দর করে শুধু ভাল ভাল বিশষণে আমাকে নিয়ে লেখো। পড়তে খুব ভাল লাগে বৈকি! তবে, একটু লাগাম টেনে লিখলে হয়না? লোকে (ব্লগার) বলবে, এতবড় প্ল্যাটফর্মের এত এত সদস্যের প্রাত্যহিক চাল-চলন, কাজকর্ম দেখাশোনা করতে করতে জাদিদের একটু 'একচোখা' হওয়ার শখ হয়েছে আর সেটার অপ্রতিরোধ্য প্রকাশ ঘটে প্রতি ১৬ই সেপ্টেম্বরে। পাগল কোথাকার :) (কানে কানে বলি, এমনটাই থেকে যাও জাদিদ)।

তোমার সেন্স অব হিউমার (রসবোধ?) যে ধারালো সেটা শুধু আমি কেন, সবাই জানে। মজার পোস্ট লিখেছো। তবে, আসল 'জানা'র স্বভাবের উন্মোচন এই জনসভায় করে দিলে কেন? কেন? কেন? জবাব দিন চৌধুরী সাহেএএএব! আজ সামান্য 'জানা' তার আসল চেহারা লুকাতে তার একটি, এক মাত্র ভাবগাম্ভীর্যের চাদরখানি এই জনসমূদ্রে ছূঁড়ে ফেলে দিতে বাধ্য হলো শুধু আপনার, এই আপনার জন্যে। কান খুলে শুনে রাখুন চৌধুরী সাহেব, আপনাদের মত উঁচুতলার ব্লগারদের পাশ কাটিয়ে কত দ্রুত রিক্সা চালিয়ে চাঙ্খার পুলে যেতে হয় তা আমার জানা আছে। মনে রাখুন, একদিন না একদিন আপনাদেরকে আমার রিক্সায় চড়তেই হবে.....

৩২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৮

জানা বলেছেন: সকলের এত এত ভালবাসায় আর আন্তরিক প্রার্থনায় অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ভাগ্যবান। আমার এত এত আপনজন আছে। এত এত ভালমানুষের মনে আমি জায়গা পেয়েছি। ধন্যবাদ সবাইকে।

মানুষের জীবন ভালোয়-মন্দোয় মোহময়, মায়াময় একটি অচিন পথ। এই পথের চারপাশে কত রং, কত সুধা, কত আনন্দ, কত বেদনা.... প্রকৃতপক্ষে জীবন বড় সংখিপ্ত এবং অনিশ্চিত। যে সময়টুকু হাতে আছে তা যাবতীয় সুন্দর এবং সত্য চর্চায় কাটুক- প্রার্থনা।

৩৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৩

খায়রুল আহসান বলেছেন: উনি একজন পথ প্রদর্শক। সময়ের দিগন্ত অতিক্রম করে উনি দৃষ্টি প্রসারিত করতে পেরেছিলেন বলেই “সামহোয়্যারইনব্লগ” প্রায় চৌদ্দ বছর ধরে স্বমহিমায় উজ্জ্বল। ওনার দেখানো পথে আমরা সহস্র ব্লগার প্রতিদিন হেঁটে চলেছি আমাদের ভিন্নমত এবং বিশ্বাসের সম্ভার নিয়ে। চলার পথে যেখানেই বিঘ্ন ঘটেছে, উনি ধৈর্য ও সাহসের সাথে তা মোকাবিলা করেছেন।
আজ ওনার জন্মদিনে জানা সৈয়দা গুলশান ফেরদৌস কে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা!

৩৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২১

ঢুকিচেপা বলেছেন: “ পরের জায়গা পরের জমি
ঘর বানাইয়া আমি রই
আমি তো এই ঘরের মালিক নই ”


আপু আপনার উঠোনে থেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গেলাম।

৩৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৬

কল্পদ্রুম বলেছেন: ওনার প্রতি রইলো শ্রদ্ধা ও শুভেচ্ছা।

৩৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৫৬

কাতিআশা বলেছেন: শুভ জন্মদিন জানা আপুকে!..খুব ভাল থাকুক আপু সবসময়!

৩৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৫১

আরিল বলেছেন: ধন্যবাদ জাদিদ। তোমার লেখাটা খুব মজার হয়েছে। তুমি জানাকে সত্যি চিনেছো। আমি তোমার সাথে ১০০% একমত। বাইরের জানা আর ভেতরের জানা অনেক আলাদা। ওর ভেতরে সবসময় একটা শিশু বাস করে। ওর অনেক মজার কান্ডের সাকখি আমি। ও পরিবারের সবার সাথেই এমন। এমন কি আমার মা-বাবার সাথেও। যারা এখানে মনতব্য করেছেন সবাইকে আমার ভালবাসা।

৩৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪০

মিরোরডডল বলেছেন:

শুভেচ্ছা জানাপু

৩৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২০

আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা,




যে বীজ একদিন তিনি বুনেছিলেন তা এখন এক মহীরুহ। পত্র-পল্লবে ছড়িয়ে তা নিরন্তর ছায়া দিয়ে চলেছে আমাদের মতো নবীশ লেখকদের। বাংলা ভাষায় লেখার এই বিশাল শ্লেটটা তার সৃজনশীল নরম হাতে গড়ে তোলা হলেও নিরেট পাথরের মতোই শক্ত।
সে পাথরে প্রথম ফোটা ফুলটির নাম - "জানা" ।
ফুলের মতো কোমল হলেও তিনি ঝরে পরেননি কোনও দমকা বাতাসে। এ তার বৈভব। তার এই হার না মানা পদচিহ্ণ ধরে তার মতোই প্যাডেল দাবিয়ে আমরাও পৌঁছে যাব কাঙ্খিত গন্তব্যে, যাবোই।

শ্রীমতি জানার জন্ম বার্ষিকীর দিনটাতে শেষের কবিতার শেষ ক'টি লাইন ঘুরিয়ে বলি ---
হে ‌ঐশ্বর্যবান,
হেথা তোমার তিলে তিলে দান
গন্ডুস ভরিয়া মোরা করেছি যে পান......
আমাদের যা দিয়ে গেছো , সে তোমারি দান-
দিয়ে গেছো যতো ঋণী ততো করছো মোরে
হে বন্ধু, শুভেচ্ছা তোমারে ।

৪০| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: শুভ জন্মদিন জানা আপু।

আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রদান করুন। আর জীবনে সকল অকল্যাণ ও ক্ষতির হাত থেকে রক্ষা করুন,সকল বিপদ দূর করে সুখ সাফল্যে আপনার জীবন ভরিয়ে তুলুন ।

৪১| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৫

নতুন নকিব বলেছেন:



জানা বলেছেন: মানুষের জীবন ভালোয়-মন্দোয় মোহময়, মায়াময় একটি অচিন পথ। এই পথের চারপাশে কত রং, কত সুধা, কত আনন্দ, কত বেদনা.... প্রকৃতপক্ষে জীবন বড় সংখিপ্ত এবং অনিশ্চিত। যে সময়টুকু হাতে আছে তা যাবতীয় সুন্দর এবং সত্য চর্চায় কাটুক- প্রার্থনা।

-সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারণ কথামালা! মনে হচ্ছে, আমার-আমাদের, আমাদের সকলের হৃদয়ের কথাগুলোই অতি সংক্ষেপে চুপিসারে বলে গেলেন তিনি!

তাঁর জন্য মহান মালিক সৃষ্টিকর্তার নিকট বিনীত অন্তরে সকল কল্যান প্রার্থনা করছি। আল্লাহ রব্বুল আলামীন তাকে সুস্বাস্থ্যে সুখী জীবন দান করুন। করুন জ্ঞানের মশাল হাতে আলোকবর্তিকা হয়ে ছুটে চলা দীঘল-দীর্ঘজীবনের অধিকারী।

৪২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫১

মনিরা সুলতানা বলেছেন: যদিও অনেক দেরী হলো !
তারপর ও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানা আপা কে ।

৪৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৯

নাসরিন ইসলাম বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা জানাতে নির্দিষ্ট সময় দরকার, শুভকামনা জানাতে নয়। সামুর নতুন সদস্যের ভালোবাসা জানবেন জানা আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.