নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

স্বেচ্ছাসেবী মূলক ক্যাটাগরীতে- যে সকল ব্লগার নোমিনেশন পেয়েছেন।

১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:১৯

গত কয়েক বছর ধরে অনলাইনে এবং অফলাইনে সামহোয়্যারইন ব্লগের যে কয়েকজন ব্লগার বিভিন্ন মানবিক কর্মকাণ্ড ও উদ্যোগের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছেন তাদের মধ্য থেকে আমরা কয়েকজন ব্লগারকে প্রাথমিকভাবে নির্বাচন করেছি।

এরা হলেন:

ক) ব্লগার জ্যোতির্ময় ধর: করোনা মহামারী থেকে শুরু করে যে কোন প্রাকৃতিক বিপর্যয় ও নানাবিধ সামাজিক প্রয়োজনে মানুষের জন্য কাজ করে চলেছেন সামহোয়্যারইন ব্লগের এই গুণী ব্লগার। অনেকটা নীরবে কাজ করেন বিধায় তার একান্ত কাছের মানুষ ছাড়া অন্য অনেকেই তার স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড সম্পর্কে জানেন না। ব্লগ এবং ব্লগারদের জন্যও তিনি একইভাবে কাজ করেছেন।

খ) ব্লগার সোহানীঃ ব্লগারদের মধ্যে যারা খুব নিভৃতে এবং নীরবে বিভিন্ন মানবিক কাজের সাথে যুক্ত আছেন, তাদের মধ্যে ব্লগার সোহানী অন্যতম। কানাডা প্রবাসী এই ব্লগার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করার পাশাপাশি দরিদ্র শিশু ও নারীদের জন্যও কাজ করেছেন।

গ) ব্লগার ভুয়া মফিজঃ যুক্তরাজ্য প্রবাসী এই ব্লগার ব্লগারদের বিভিন্ন মানবিক উদ্যোগের সাথে সবসময় পর্দার আড়াল থেকে যুক্ত থাকেন। এই ধরনের কর্মকাণ্ডে তাঁর সাহায্য করার মানসিকতা – প্রশংসার দাবি রাখে।

ঘ) ব্লগার মনিরা সুলতানা: খ্যাতিমান এই ব্লগার সামহোয়্যারইন ব্লগের উদ্যোগে পরিচালিত যে কোন মানবিক সাহায্য কর্মকাণ্ডে সব সময় এগিয়ে আসেন। ব্লগারদের যে কোন প্রয়োজন বা উদ্যোগে তিনিও আড়ালে থেকে সাহায্য করেন।


এখান থেকে আপনার পছন্দের ব্লগারকে ভোট দিন।

মন্তব্য ১৯ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩২

ঢাবিয়ান বলেছেন: ব্লগার জ্যোতির্ময় ধর সম্পর্কে আসলে কিছুই জানি না। খুব সম্ভবত তিনি ব্লগে সক্রিয় নন। বাকি তিনজন গুনী ব্লগারই আমাদের সবার প্রিয়।ব্লগে উনাদের নেপত্থ্যের ভুমিকা জেনে খুব ভাল লাগল। ভোট দেবার কথা বলে বিপদে ফেললেন। কাকে রেখে কাকে ভোট দেব বুঝতেই পারছি না। B:-/

২| ১৪ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৯

আরজু পনি বলেছেন: ৪জ‌নের জন‌্যই শুভকামনা রইলো
আমি‌তো সারাবছর ব্ল‌গে ছিলাম না, আমি কি ভোট দি‌তে পার‌বো?

৩| ১৪ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩০

মনিরা সুলতানা বলেছেন: ব্লগের ফেসবুক গ্রুপে ভোট দিয়েছি, এখানে ও দিতে হবে ?

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এমন একটা মহৎ উদ্যোগকে সুস্বাগত জানাই। এখানে কারে ভোট দিমু আর কারে দিমুনা হেইডা বিরাট এক কঠিণ পরিস্থিতিতে ফেলা ছাড়া অন্য কিছু না। তবু বলবো, একজনকে সিলেক্ট না করে ধারাবাহিক ভাবে সিলেক্ট করি কেমন :)
ব্লগার জ্যোতির্ময় দা
ব্লগার সোহানী আপু

৫| ১৪ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৮

মুক্তা নীল বলেছেন:
ভাই,
ভোট আমি আমার দু'জন আপাকেই দিলাম ।
সোহানি আপা ও মনিরা সুলতানা আপা ।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩০

অপু তানভীর বলেছেন: ভোট তো দিলাম গ্রুপে !
নির্বাচন কমিশনার কে? 8-|

৭| ১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:০২

শেরজা তপন বলেছেন: কে কাকে ভোট দিচ্ছে এটা শুধু মডারেটর দেখতে পারলে ভালো হতো।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি শেরজা তপন ভাইয়ের সাথে একমত। ব্যাপারটা একটু বিব্রতকর বইকি। গোপন ব্যালটের মাধ্যমে করা গেলে ভালো হতো। গুগুল ভোটিং সহজ হতো মনে হয়। ফেইসবুকেও দেয়া হয়েছে একই জিনিস। দুই জায়গায় পোলিং হলে সেটা সমন্বয় করা হবে কীভাবে, সেটাও বিবেচ্য বিষয়।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৬:১৯

সোহানী বলেছেন: হায় খোদা!!!

আমি খুব সাধারন একজন ব্লগার। তবে অনেক স্বপ্নবাজ। অনেক অনেক স্বপ্ন দেখি কিন্তু জানি তার বাস্তবায়ন কতটুকু সম্ভব তা জানি না। আসলে সাধ অনেক কিন্তু সাধ্যি সামান্য। মনে হয় এ লিস্টে আমার নাম আসাটা কোনভাবেই ঠিক নয়।

সবাই অনেক অনেক ভালোবাসা!

জ্যোতি দা অনেক কাজ করেন তা জানি। মফিজ ভাইয়েরটা কিছু কিছু জানি। আর মনিরার খবর সবই জানি। কিন্তু ভোটের বেলায় পক্ষপাতিত্ব করলাম। তাই ছোটবোন মনিরাকে ভোট দিলাম। :-B


১০| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৭:৫৫

কবিতা ক্থ্য বলেছেন: উল্লেখিতো সব ব্লগার এবং যাদের নাম উল্লেখ করা হয়নি, কিন্তু নিরবে কাজ করে যাচ্ছেন- তাদের সবাই কে সেলুট।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: চার জনের জন্য ই শুভ কামনা। ব্লগার সোহানী এবং মুনিরা আপু দুজনকে চিনি। মুনিরা আপুর সঙ্গে ব্লগ অনুষ্ঠানে দেখা হয়েছে কথা হয়েছে। তারা ব্লগের জন্য নিবেদিত প্রাণ। অভিনন্দন জানাই শুভ কামনা জানাই।

১২| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: সকলকে অভিনন্দন

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৩

মিরোরডডল বলেছেন:



কি সর্বনাশ !!!
এখানে একজনকে কেমন করে ভোট দেই #:-S
তিনজনই আমার অনেক প্রিয় ব্লগার।
ক্লোজ টু মাই হার্ট ।

বিষয়টা এরকম বাচ্চাকে যখন প্রশ্ন করা হয় কাকে বেশি ভালোবাসো বাবাকে না মাকে ? বাচ্চার তখন বিপদ কি উত্তর দিবে :)

যদিও ব্লগার জ্যোতির্ময় ধরকে চিনতে পারিনি কিন্তু সবার জন্যই অনেক ভালোবাসা আর শ্রদ্ধা ।
সামনে আরো অনেক ভালো ভালো কাজ করবে এই শুভকামনা ।

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪২

কাছের-মানুষ বলেছেন: আমার অভিনন্দ রইল সবার প্রতি।

১৫| ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ২:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি ব্লগের ফেসবুক গ্রুপে ভোট দিয়েছি,

১৬| ১৬ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগার জ্যোতির্ময় ধর দা কে নিয়ে আলাদা ভাবে বলার নেই। মনিরা আপা, সোহানী আপা, ভুয়া মফিজ কে নিয়ে অবগত আছি।
সকলের জন্য শুভকামনা।

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪২

গেঁয়ো ভূত বলেছেন: ফেইসবুক এ ভোট দিয়েছি তো!

১৮| ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:০৩

আমি তুমি আমরা বলেছেন: চারজনের জন্যই শুভকামনা রইল।

১৯| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: ঘুড্ডির পাইলট লিস্টে নেই। নেই মাগুর ভাই। শিপু ভাই। সাবরিনা সিরাজী তিতির। তারা স্বেচ্ছাসেবী হিসেবে দারুণ সফল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.