নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
প্রিয় ব্লগার,
শুভেচ্ছা জানবেন। ব্লগারদের লেখা ভিত্তিক ম্যাগাজিন "বাঁধ ভাঙ্গার আওয়াজ" এর দ্বিতীয় সংস্করণের জন্য নিচের নির্দিষ্ট বিষয়গুলোতে লেখা পাঠানোর জন্য সকলকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।
ছোট গল্প
ছোটগল্পের সংজ্ঞা নিয়ে সাহিত্যিক বিতর্কের ব্যাপারটি মাথায় রেখে আমরা সুনির্দিষ্ট কোন শব্দ সংখ্যা নির্ধারণ করছি না তবে আমরা আমাদের প্রত্যাশা থাকবে শব্দ সংখ্যা সর্বোচ্চ ১২০০ – ১৫০০ শব্দের ভেতর সীমাবদ্ধ থাকবে।
কবিতা:
কবিতা শিল্পের মহোত্তম শাখা হিসেবে পরিগণিত। সুনির্দিষ্ট শব্দ সংখ্যা দিয়ে কবিতা প্রকাশ করতে বললে তা কিছুটা হয়ত কবিতার প্রতি অসম্মান করা হবে। তবে আমরা চাইছি ব্লগাররা যেন কবিতায় বিষয় বস্তুতে অন্যান্য বিষয়ের পাশাপাশি সমকালীন রাজনীতি, সমাজ, দেশপ্রেম, স্যাটায়ার ইত্যাদি বিষয়কে প্রাধান্য প্রদান করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি:
এই ক্যাটাগরির বিস্তৃতি বিশাল। এই বিষয়ের সাথে সম্পৃক্ত যে কোন লেখা পাঠানো যেতে পারে। কিন্তু বিজ্ঞানের জায়গায় অপবিজ্ঞান অথবা মিথ যেন চলে না আসে। পাশাপাশি যে কোন টেকনিক্যাল বা থিওরিটিক্যাল লেখার ক্ষেত্রে যথাযথ সূত্র উল্লেখ্য করতে হবে এবং প্রয়োজনীয় ছবি সংযুক্ত করার কোন প্রয়োজনীয়তা থাকলে তা সংযুক্ত করতে হবে বা চাইলে করতে পারবেন।
ইতিহাস ও সংস্কৃতি
ইতিহাসকে বলা হয় সময়ের ডায়রি যার মাধ্যমে মানুষ সামনে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা অর্জন করে। আমাদের সমাজে প্রচলিত ইতিহাসের বাইরে আরো অনেক ইতিহাস চাপ পড়ে আছে, ইতিহাস বিকৃতির মাধ্যমে এমন অনেক কুসংস্কার সৃষ্টি হয়েছে যা হয়ত আমাদের সমাজ, ধর্ম ও সংস্কৃতির সাথে মিছে আছে। ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ বিষয় নিয়ে জলদি লিখে ফেলুন।
ভ্রমণ, স্মৃতিচারণ, এবং বিবিধ বিষয়:
এই ক্যাটাগরিতে মূলত ভ্রমণ, ব্যক্তিগত স্মৃতিচারণ এবং আরো অন্যান্য বিষয়ে আপনি লেখা পাঠাতে পারেন। তবে বিবিধ বিষয়ে লেখা পাঠানোর পুর্বে অনুগ্রহ করে আপনার লেখার বিষয়টি বিষয়টি সম্পর্কে জানাতে মডারেশন প্যানেলের সাথে যোগাযোগ করুন। [email protected] ।
লেখা পাঠাবার শেষ তারিখ: ১১ জানুয়ারি, ২০২৪।
লেখা পাঠাবার নিয়ম:
(১) একজন ব্লগার যে কোন বিষয়ে একটি লেখাই কেবল পাঠাতে পারবেন।
(২) যদি ব্লগার নন এমন কেউ এই ম্যাগাজিনে লেখা পাঠাতে চান, তাহলে তাঁকে ব্লগে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নিবন্ধন করার জন্য নিচের লিংকে ক্লিক করতে হবে। https://www.somewhereinblog.net/registration
নিবন্ধন ব্যতীত কারো লেখা নির্বাচনের জন্য মনোনীত হবে না।
তবে এই ক্ষেত্রে ব্লগ টিম যদি কোন লেখককে অতিথি লেখক হিসাবে আমন্ত্রণ জানায়, সেই ক্ষেত্রে বিষয়টি ভিন্ন হবে।
(৩)লেখা পাঠাতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে ফাইল আকারে।ইমেইল বডিতে লেখা পাঠালে তা অযোগ্য হিসাবে বিবেচিত হবে।
ফন্ট সাইজ: ১২
ফন্ট: আদর্শলিপি অথবা সুতনি অথবা সোলায়মানলিপি।
লেখাটি অবশ্যই ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করে পাঠাতে হবে।
ইউনিকোড থেকে বিজয় কনভার্ট করার জন্য গুগলে সার্চ দিলে প্রচুর ফ্রি টুল পাওয়া যায়। তার যে কোন একটি ব্যবহার করে যুক্তাক্ষরগুলো সঠিকভাবে কনভার্ট হয়েছে কি না তা খতিয়ে দেখে লেখাটি ফাইলে সেভ করে ইমেইলে এটার্চ করে পাঠাতে হবে।
খসড়া ইমেইল:
To: [email protected]
Subject: (যে বিষয়ে লেখা পাঠাবেন, সেই বিষয়টি উল্লেখ্য করবেন। যেমন যদি গল্প পাঠান তাহলে লিখবেন – ছোট গল্প)
প্রিয় ব্লগ টিম,
বাঁধ ভাঙ্গার আওয়াজের দ্বিতীয় সংস্করণের জন্য একটি ছোট গল্প এই ইমেইলে সংযুক্ত করে পাঠালাম।
আমার ব্লগ লিংক:
আমার নাম:
ঠিকানা:
যোগাযোগের নাম্বার: অবশ্যই প্রদান করতে হবে।
(৪) যে কোন ধরনের কপি পেষ্ট পোস্ট বা যথাযথ তথ্যসুত্র বিহীন লেখাকে প্রাথমিকভাবেই বাতিল ঘোষনা হবে।
(৫) পোস্টের বিষয় বস্তুর সাথে সম্পর্কিত নয় এমন ছবি যুক্ত করলে বা পাঠালে পোস্টটি বাতিল হিসাবে গন্য করা হবে।
(৬) যদি পোস্টে কোন ছবি থাকে, তাহলে তা আলাদাভাবে ইমেইলে সংযুক্ত করে পাঠাতে হবে।
শুভেচ্ছান্তে
আপনার নাম।
সকল তথ্যের জন্য অনুগ্রহ করে এই পোস্টটিতে চোখ রাখুন, বিভিন্ন সময়ে এই পোস্টটিতে আপডেট যুক্ত করা হবে।
বিনীত,
সামহোয়্যারইন ব্লগ টিম।
২| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৩৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সাহিত্যর ক্ষেত্রে এমন উদ্যোগকে স্বাগত জানাই ।
................................................................................
গতবারও আমি একটি লেখা দিয়ে ছিলাম, ছাপা হবে এমন আশ্বাস পেয়েছিলাম
কিন্ত বাস্তবে তা হয়নি ।উক্ত সময়ে আমি অষ্ট্রেলিয়া ছিলাম ।
এখনও অষ্ট্রেলিয়া অবস্হান করছি । ফলে আপনার সাথে সরাসরি যোগাযোগ হয়না ।
ভ্রমন কাহিনী কত শব্দের মধ্যে হলে ভালো হয় ?
যেকোন ব্লগারের একটি লেখা প্রকাশ করা যাবে এমন কথাই ভলা হয়েছে মনে হয় ।
১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার লেখাটি আমাদের তৎকালীন সম্পাদক মণ্ডলী নির্বাচন করার পরেও প্রকাশনা সংক্রান্ত কিছু ভুলের কারণে আপনার নির্বাচিত লেখাটি ছাপানো হয় নি। আমরা এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছিলাম।
লেখা প্রকাশ করার ক্ষেত্রে আমাদের নিজস্ব কোন মতামত নেই। সম্পাদক প্যানেল লেখা পাঠাবার নিয়ম অনুসারে যে সকল লেখাকে যোগ্য ও সেরা বলে সিদ্ধান্ত নিবেন, সেই সকল লেখাই ছাপানো হবে।
একজন ব্লগার শুধুমাত্র একটি লেখাই পাঠাতে পারবেন তা যে বিষয়েই হোক না কেন।
আমরা ভ্রমন কাহিনীর ব্যাপারে কোন সুনির্দিষ্ট শব্দ সংখ্যা বেঁধে দিতে চাইছি না। একটি ৪/৫ ফর্মার ম্যাগাজিনের আকার অনুসারে লেখা পাঠালেই তা ভালো হবে।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৫৩
ডার্ক ম্যান বলেছেন: কোন ক্যাটাগরিতে আমার লেখা পাঠানোর সম্ভাবনা নাই। তবে যারা পাঠাবেন তাদের জন্য শুভকামনা
৪| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১২
পাজী-পোলা বলেছেন: ব্লগে পোস্ট করা লেখা পাঠানো যাবে?
৫| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৪
নীলসাধু বলেছেন: এই পোষ্ট লিখতেই বিরাট প্যারা হইসে।
কতো ইস্যু একসাথে করেছো।
গ্রেট ইনিশিয়েটিভ।
উইল জয়েন -
১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, ভাইয়া, আপনি জানেন বিষয়টা নিয়ে কত প্যারা পাইছি।
৬| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৫
নীলসাধু বলেছেন: পোষ্টটি স্টিকি করলে ভাল হতো।
৭| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২১
রানার ব্লগ বলেছেন: আমি ও আশাকরি লেখা দেব যদি সময় ও মন মেজাজ অনুকুলে থাকে । লেখা প্রকাশ পাবার যোগ্যতা অর্জন করলে বিশেষ প্রিত হইবো । এ্যাডমিন কি তেল বা উৎকোচ গ্রহন করবে ? ইনবক্স মি !
৮| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রানার ব্লগ বলেছেন:এ্যাডমিন কি তেল বা উৎকোচ গ্রহন করবে ? ইনবক্স মি !
..............................................................................................................
কথাটা কি সুন্দর আলোচনায় বিভ্রান্ত করছেনা ???
৯| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৭
প্রথম সারির নিরাপদ ব্লগার বলেছেন: - যাদের একাধিক নিক আছে তারা যদি অন্য নিকগুলো থেকেও একটি করে লেখা জমা দেয়। সেক্ষেত্রে ব্লগ টিম কি ব্যবস্থা গ্রহণ করবে?
১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমরা কিছু তথ্য চেয়েছি, সেই তথ্য অনুসারে লেখা জমা দিতে হবে।
যে কোন নিকের ক্ষেত্রে লেখা প্রকাশের জন্য আমাদের সাথে তাঁর যোগাযোগ অত্যাবশ্যক।
যারা শতভাগ নিজেদেরকে এ্যানোনিমাস থেকে লেখা প্রকাশ করতে চান, তাঁদের জন্য বিষয়টি কঠিন হবে এবং সম্ভবত আমরা তেমনটা এই মুহুর্তে অনুমোদন করব না।
যেহেতু একটা পাবলিকেশন, তাই আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে।
পাশাপাশি, আমাদের কাছে প্রদানকৃত সকল তথ্য গোপনীয় থাকার শতভাগ নিশ্চয়তা রয়েছে।
১০| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভালো উদ্যোগ।
- পোষ্টটি স্টিকি করা হোক।
১১| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩২
প্রামানিক বলেছেন: ভালো উদ্যোগ, পোষ্টটি স্টিকি চাই।
১২| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬
রাজীব নুর বলেছেন: উদ্যোগ সফল হোক।
১৩| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫১
বিজন রয় বলেছেন: এই আয়োজন সফলতা লাভ করুক।
সকলের জন্য শুভকামনা।
১৪| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর ভাবনা।
১৫| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০০
সোহানী বলেছেন: এবার ভাবছি একটা লিখা দিবো............. দেখি...
১৬| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর উদ্যেগ
শুভকামনা লেখকদের জন্য
১৭| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৯
বাকপ্রবাস বলেছেন: ভাল, সুন্দর এবং সময় উপযোগি।
১৮| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৯
নজসু বলেছেন:
শুভকামনা।
১৯| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১২
শাওন আহমাদ বলেছেন: বেশ কিছু মাস আগে স্মৃতিচারণমূলক লেখা নিয়ে একটা প্রতিযোগিতা হয়েছিল এবং প্রতিযোগিতা শেষে একটি বিচারক প্যানেলও গঠন করা হয়েছি; কিন্তু তারপরে এই বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি! বিষয়টি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাবে কী?
২০| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৮
কালো যাদুকর বলেছেন: পুরোপরি নিক নামে লেখা দেয়া যাবে না, এই জন্য অংশগ্রহন করছি না। তবে ভাল উদ্যোগ, এবং শুভ কামনা।
২১| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খুবই ভালো উদ্যোগ।
ম্যাগাজিনে কি এড নিচ্ছেন?
২২| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪০
স্প্যানকড বলেছেন: কবিতা হলে চলবে? ভালো থাকবেন সব সময়
২৩| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার উদ্যোগ। উদ্যোগের সফলতা কামনা করি্।
২৪| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা ভ্রমন কাহিনীর ব্যাপারে কোন সুনির্দিষ্ট শব্দ সংখ্যা বেঁধে দিতে চাইছি না।
................................................................................................................
এই মর্হুতে " রাণীর দেশে : রাজকণ্যা দর্শন'' করছি ।
ভাবছি এটাই পাঠাবো, আশা করি ভালো লাগবে ।
২৫| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:২৮
রোকসানা লেইস বলেছেন: ভালো উদ্যোগ। আগে লেখা দিয়েছিলাম ছাপা হয়েছিল কিনা জানতে পারিনি।
আশা করি একটা লেখা দিব এবারও।
২৬| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২০
গেঁয়ো ভূত বলেছেন: শাওন আহমাদ বলেছেন: বেশ কিছু মাস আগে স্মৃতিচারণমূলক লেখা নিয়ে একটা প্রতিযোগিতা হয়েছিল এবং প্রতিযোগিতা শেষে একটি বিচারক প্যানেলও গঠন করা হয়েছি; কিন্তু তারপরে এই বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি! বিষয়টি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাবে কী?
ব্লগ কর্তৃপক্ষ মাঝে মাঝে এরকম ঘোষণা দিয়ে তারপর অনির্দিষ্ট কালের জন্য ঘুমিয়ে গেলে প্রকারান্তরে ব্লগারদের নিরুৎসাহিতই করা হয় বলে মনে করি।
২৭| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালো উদ্যোগ।
২৮| ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
দারুন উদ্দোগ। অগ্রীম অভিন্দন রইলো লেখকদের জন্য।
২৯| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪০
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর উদ্যোগ আশার প্রকাশিত হবে!
৩০| ২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫০
বিজন রয় বলেছেন: এ ব্যাপারে ব্লগারদের তেমন সাড়া দেখছি না। আশা করি অনেকেই অংশগ্রহণ করবেন।
আবারো সফলতা কামনা করি।
৩১| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১০
রানার ব্লগ বলেছেন: বিজন রয় @ নিশ্চিত থাকুন সম্পাদক কোনটা রেখে কোনটা বাদ দিবেন এমন আসংকায় তার রাতের ঘুম হারাম হয়ে যাবে। অসংখ্য লেখা পরবে আশাকরি।
৩২| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৩
আহমেদ রুহুল আমিন বলেছেন: সুন্দর উদ্যোগ...
৩৩| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৮
নীলসাধু বলেছেন: এখন পর্যন্ত প্রাপ্ত লেখার একটি তালিকা দিয়ে এর আপডেট পোষ্ট এলে সবাই আবার নড়েচড়ে বসতো।
আর বোঝা যেতো পুরো বিষয়টি। এতে করে নতুন করে যারা বাকি আছে তারাও যুক্ত হবার প্রেরনা পেতো।
যারা এই কাজের পেছনে সময় দিচ্ছে তাদের সদয় মনোযোগ আকর্ষণ করছি।
৩৪| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩০
নীল আকাশ বলেছেন: বিজয়তে কনভার্ট করা নিয়ে তো ঝামেলা পাকালে। এটা কিভাবে করবো? দেখি আগে লেখা সিলেক্ট করে নিই। তারপর কোন একটা ভাবে ম্যানেজ করা যাবে হয়তো।
৩৫| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৪
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ব্লগে আমার নিক নেম তন্দ্রাকুমারী। যখন আমি ব্লগ একাউন্ট খুলেছিলাম, তখন ভেবেছিলাম, ব্লগ নিক মেয়ে হলেও সমস্যা নেই। এটা বই বা পত্রিকার নামের মত জেন্ডার নির্ভর নয়। কিন্তু আমার ব্লগ নাম দেখলে অনেকে আমাকে মেয়ে ভাবে। এটা খুবই অস্বস্তিকর। তাই আমার ব্লগ নিক আমি পরিবর্তন করতে চাই যেহেতু আমি মেয়ে নই ছেলে। এমন একটা নাম দিতে চাই যাতে আমাকে মেয়ে না মনে হয়। যেহেতু আমার নাম সাখাওয়াত, তাই অতন্দ্র সাখাওয়াত নামটি আমার নিক হিসেবে রাখতে চাই। সহযোগিতা কামনা করি।
৩৬| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ভালো উদ্যোগ কিন্তু নিবন্ধনের জন্য যে লিংক দিয়েছেন সেটা কাজ করছেনা ঠিক ঠাক. এটা অন্য লিংকে চলে যাচ্ছে... Click This Link
তাই নিবন্ধন করা যাচ্ছেনা...
৩৭| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: এটা কাজ করছেনা Click This Link
৩৮| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৮
প্রফেসর সাহেব বলেছেন: সিলেটি ভাষায় লেখা আমার একটা গীতিকবিতা আছে, শুধুমাত্র বাংলায় লিখতে হবে না কি সিলেটি ভাষায় লেখাও প্রকাশ হবে? আর আমার কম্পিউটার নাই, আমি মোবাইলে লিখি, কেউ যদি আমার লেখাটা উপরোক্ত নিয়মাবলি অনুযায়ী লিখে দিতেন তাহলে উপকৃত হতাম, আমি ইমেইলে আমার লেখা আপনার কাছে পাঠালাম আপনি সেটা ওয়ার্ডে লিখে আমাকে ফেরত দিলেন। কেউ থাকলে রিপ্লাই দেন, আমি আমার ইমেই দিচ্ছি।
৩৯| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৩
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: চমৎকার উদ্যোগ ! ব্লগে প্রকাশিত গল্প পাঠানো যাবে কি ?
৪০| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ২:০০
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: একদম নতুন লেখাই হতে হবে কি?
৪১| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৭
এম ডি মুসা বলেছেন: দিলাম পাঠিয়ে, যদি হয় দেখা, ছাপা হয় লেখা
দোষ কি তাতে
যা হবার হবে যা কিছু তবে
সব কিছু যেন সামুর হাতে।
৪২| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪২
সোনালি কাবিন বলেছেন: দারুণ উদ্যোগ
৪৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৩
শাওন আহমাদ বলেছেন: নতুন কোনো আপডেট আছে কী?
৪৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
মাধবীর স্মৃতি কথা লতা পাতা লেখাটি নির্বাচিত পাতায় না যাওয়ার কারণ ঠিক বুঝতে পারিনি। আমার মনে হয়েছে ২০২৪ সনের এখন আজ পর্যন্ত এমন একটি লেখা ব্লগে আসেনি।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৩:০৬
কামাল১৮ বলেছেন: ভালো উদ্যোগ।