![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল লাগে জোছনা রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে।
শুক্রবার রাতে টিভির রিমোট টিপতে টিপতে জি আফলাম আরবী চ্যানেলের ঊপড় থামলাম।সেখানে তখন একটি হিন্দি ফিল্ম মাত্র শুরু হয়েছে।কয়েকটা কিশোর একটা পাহাড়ী মাঠে ফুটবল খেলছে। সেখানে আর্মির কনভয় এসে থামলো এবং ছেলেদেরকে ভবিষ্যতে এখানে আর না খেলার নির্দেশ দিল।
দেখছি ছেলেরা প্রতিবাদ করছে, এতোবছরের খেলার মাঠ আর্মীদের জন্য কেন ছেড়ে দেবে।কিন্তু আর্মীরা তাদের বাধ্য করলো মাঠটা ছাড়তে।এদের মধ্যে একজন মাস্টারজীর নিকট গিয়ে নালিশ জানানোর কথা বললো।আমার কান এবং চোখ তখন সতর্ক হয়ে গেল,তবে কি মাস্টারদা সূর্যসেনের কাহিনী? কিন্তু নাম এমন কেন? খেলে হাম জি জান সে!
মাষ্টারদা সূর্য সেনের সংগ্রামী জীবন নিয়ে আমাদের দেশে সিনেমাতো দুরের কথা কোন প্রামাণ্যচিত্র হয়েছে কিনা আমার জানা নেই।ছোটকালে বই পড়ে জেনেছিলাম ব্রিটিশ বিরোধী অন্দোলনে একজন শিক্ষক সূর্য সেন (যাকে সবাই মাস্টারদা বলতেন) চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন করে ফাঁসির কাষ্ঠে ঝুলে শহীদ হয়েছিলেন।কিন্তু আমাদের পাকিস্তান বিরোধী আন্দোলনের (মুক্তিযুদ্ধ্ব) সঠিক ইতিহাস নিয়েই যখন আমরা ঘুরপাক খাই তখন ব্রিটিশ আমলের কথা মনে করে কে !
যাই হোক প্রবাসে বসে যখন বিদেশী ভাষায় নিজের দেশের কাহিনী নিয়ে তৈরী মুভি দেখছিলাম, বিশ্বাস করুন আমি মুভিটা শেষ না হওয়া পর্যন্ত বেশ উত্তেজিতই ছিলাম। ভেবে পাচ্ছিলামনা ৬০জনেরও বেশী বিপ্লবী যাদের বেশির ভাগের বয়স নয় থেকে আঠারো হবে, সূর্যসেন কিভাবে তাদের একত্রিত করেছিলেন। আর কি অসম্ভব মোটিভেশন থাকলে মৃত্যু নিশ্চিত জেনেও পরাক্রম শালী ব্রিটিশদের বিরুদ্ধে আক্রমণ বা বিদ্রোহের সাহস রাখা যায়!
মহান বিপ্লবী মাস্টারদা সূর্যসেন তার সঙ্গী অম্বিকা চক্রবর্তী ,বিনোদ বিহারী,নির্মলসেন,গনেশ ঘোষ,লোকনাথ, অনন্তকে নিয়ে ১৯৩০ সালে ব্রিটিসদের বিরুদ্ধে যুদ্ধ করার এক মাস্টার প্লান করেন।এর সঙ্গে আরো যোগ হয় কল্পনা দত্ত আর প্রীতিলতা যোয়াদ্দার এবং অর্ধশত টিনেজার মুক্তিকামী বিপ্লবী সেনা।
এই মিশনে মাস্টারদা চাননি মেয়েরা অংশ নিক কিন্তু কল্পনা দত্ত আর প্রীতিলতার চাপে তিনি রাজি হন।প্রথমেই প্রীতিলতা আর কল্পনা দত্তকে পাঠানো হয় অস্ত্রাগারের ভেতর কোথায় কি আছে দেখে(রেকি) আসার জন্য।ওরা ক্লিনার সেজে ভেতরে গিয়ে সমস্ত কিছুর নকসা একে নিয়ে আসেন।তারপর মাস্টারদার প্লান অনুযায়ী সবাইকে চট্টগ্রামের পাহাড়ে নিয়ে ট্রেনিং দেয়া হয়।অর্থাৎ বোমা তৈরী,অস্ত্র চালনা ও শারীরিক কসরত শেখানো হয়।
১৮ এপ্রিল ১৯৩০, শুক্রবার রাত ৮টা বিদ্রোহের দিন হিসাবে ঠিক হয়। একই দিনে পাচটি স্থান আক্রমন এবং কে কোন স্থানে যাবে তা নির্ধারিত হয়।
১।নাঙ্গলকোট রেল লাইন বিচ্ছিন্ন করনঃ লোকনাথ,লালমোহন,তারেকেশ্বর প্রমুখ আর কল্পনা দত্ত তাদেরকে সাহায্য করবে।কিন্তু পরবর্তিতে বোমা বানাতে গিয়ে আহত কল্পনাকে মাস্টারদা কলকাতা চলে যেতে বলে।তাই কল্পনা ও প্রীতিলতা দুজনেই এই মিশনে অংশ না করে কলকাতা চলে যায়।
২।টেলিগ্রাম অফিস আক্রমনঃ অম্বিকা চক্রবর্তী , বিরেন , দেবা, আনন্দ প্রমুখ।
৩।দামপাড়া পুলিশ রিজার্ভ ব্যারাক আক্রমনঃ মাস্টারদা সূর্যসেন নিজে,গনেশ,বিনোদ বিহারী প্রমুখ, সঙ্গে প্রীতিলতা থাকার কথা ছিল।
৪।পাহাড়তলী ব্রিটিশ ক্যান্টনমেন্ট অস্ত্রাগার লুন্ঠনঃ নির্মল সেন, লোকনাথ, প্রীতিলতা প্রমুখ।
৫। ইউরোপিয়ান ক্লাব আক্রমনঃ অনন্ত,রজত,নরেশ প্রমুখ কিন্তু গুড ফ্রাইডে থাকায় সেদিন ঐ ক্লাবে কেউ ছিল না। মাস্টার’দা সূর্য সেন পরে স্থির করেন ২৩ সেপ্টেম্বর (১৯৩২ সাল) ইউরোপীয় ক্লাবে প্রীতিলতার নেতৃত্বে হামলা করা হবে।প্রীতিলতা ঐ ক্লাব আক্রমণ করেন। হামলায় ৫৩ জন ইংরেজ হতাহত হয়েছিল। গুলিতে আহত প্রীতিলতা দৈহিকভাবে অত্যাচারিত হওয়ার চাইতে স্বেচ্ছামৃত্যুকে বেছে নেন। তিনি পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। যদিও ছবিতে দেখানো হয় সে নির্মল সেনের প্রেমে আত্মহুতি দেন!
১৯৩৪ সালের ১২ই জানুয়ারী মধ্যরাতে সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের একই মঞ্চে ফাঁসী কার্যকর হয়।
আমার নিকট সম্পুর্ন ছবিটা হলিঊডের একশন ছবির মতোই গতিময় লেগেছে। অর্থাৎ প্রতিটা দৃশ্য আমি রুদ্ধ্বশ্বাসে দেখেছি একটুও বিরক্ত ফিল করিনি।জুনিয়র বচ্চনের অভিনয় এককথায় ভাল। যদিও এখানে প্রীতিলতা থেকে কল্পনা দত্তকে বেশী হাইলাইট করেছে।আর হিন্দি ছবি বলেই হয়তো কাহিনীতে কিছুটা প্রেম ঢুকে পরেছে।এছাড়া কলকাতার রিক্সাকে চট্টগ্রামের রিক্সা বলে চালিয়ে দেয়া হয়েছে। শুনেছি গোয়াতে চিত্রায়িত হয়েছে ছবিটা,তাই চট্টগ্রামের সঙ্গে কিছুটা পার্থক্য থাকলেও বুঝা যায়নি। শেষে আবারো বলছি বাংলাদেশের ঐতিহাসিক এই ছবিটা সবাইকে দেখা উচিৎ।
ছবিটা টরেন্ট থেকে ডাউনলোড করলে এখানে ক্লিক করুন Click This Link
ইতিহাসের পুনরাবৃত্তি !! সূর্য সেনের লাশ আত্মীয়দের হাতে হস্তান্তর করা হয়নি এবং হিন্দু সংস্কার অনুযায়ী পোড়ানোও হয়নি। ফাঁসীর পর লাশ ব্রিটিশ ক্রুজার “The Renown” এ তুলে নিয়ে বুকে লোহার টুকরা বেঁধে বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের সংলগ্ন একটা জায়গায় ফেলে দেয়া হয়।
কিছু ভাল লাগা স্ক্রিন সট দেখুনঃ
আর্মীর তারা খেয়ে কিশোরেরা মাস্টারদাকে খুজছে
অম্বিকা চক্রবর্তী,নির্মলসেনের সঙ্গে মাস্টারদা সূর্য সেন
বিনোদ বিহারীর সঙ্গে মাস্টারদা সূর্য সেন
প্রীতিলতা ও কল্পনা দত্তদের অস্ত্র শিক্ষা দেয়া হচ্ছে
পাহাড়ে কিশোরদের ট্রেনিং দেয়া হচ্ছে
কিশোর বিপ্লবীরা
পুলিশ ফাঁড়ি আক্রমন
অস্ত্রাগার লুণ্ঠনকারী কিশোরদের দেখে পালিয়ে থাকা ব্রিটিশ সেনা অবাক হলেন।
মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রামে প্রথম ভারতীয় পতাকা উত্তোলন।
বিপ্লবীদের সাফল্যের খবর দেখছেন চট্টগ্রাম শহরবাসী
প্রীতিলতারা কলকাতায় খবরটা পড়ছেন
ব্রিটিশসেনারা পালিয়ে যাওয়া বিপ্লবীদের খুজে ম্যাপ দেখছেন
জালালাবাদ পাহাড়ে আম্বিকারায় আহত
জালালাবাদ যুদ্ধে শহীদ কিশোর বিপ্লবীরা
রেলস্টেসনে আটক বিপ্লবীরা
কলকাতা থেকে খবর পড়েই ছদ্মবেশে ছুটে আসে প্রীতিলতা ও কল্পনা দত্ত
ইউরোপিয়ান ক্লাব আক্রমনের পর প্রীতিলতা
কোর্টে বিচার হচ্ছে মাস্টারদার
ফাসিতে ঝুলানো হচ্ছে মাস্টারদাকে
একমাত্র জীবিত আছেন বিনোধ বিহারী
০২ রা জুন, ২০১২ বিকাল ৩:৫৯
মোঃমোজাম হক বলেছেন: ইতিহাসের প্রথম প্লাস
ছবিটা কিন্তু দেখবে
২| ০২ রা জুন, ২০১২ বিকাল ৪:০২
নাফিজ মুনতাসির বলেছেন: মুভিটা অণেক আগ্রহ নিয়ে দেখেছিলাম...........একদম হতাশ হয়েছি দেখে.......যেমন.......
**মাস্টারদা সূর্যসেনের ইতিহাস আমরা যা পড়েছিলাম তাতে জানি উনি অসাধারণ সাহসী ছিলেন......কিন্তু মুভিতে মাঝে মাঝেই তাকে যেখানে সাহসী দেখানোর কথা সেখানে কেন জানি ভীতু লেগেছে......
*** অনেক ইতিহাস বিকৃতি করেছে..........সঠিক করে এখন মনে নেই....অনেক আগে দেখেছিলাম তো..........তবে সেসময় ঘেটে জেনেছিলাম বিকৃতি হয়েছে প্রচুর.....
****ব্রিটিশদের বিরুদ্ধে এই বিদ্রোহটি কিন্তু সবদিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ ছিলো ইতিহাসে............কিন্তু কেন জানি মুভিতে এই বিদ্রোহের কারণ/ঘটনার উপস্থাপন দূর্বল মনে হয়েছে.......
###নতুন আরেকটি আসছে মাস্টারদা সূর্যসেনকে নিয়ে....নাম হলো Chittagong...এই মুভির ট্রেলারটা ভালো লেগেছে.....আশা করছি এটা ভালো হবে....
০২ রা জুন, ২০১২ বিকাল ৪:৪৫
মোঃমোজাম হক বলেছেন: আপনার মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমি কিন্তু মাস্টারদা অভিনয়ে কোথাও ভীতু চেহারার দেখিনি।তবে তিনি যখন কল্পনা দত্তকে একরকম জোর করেই কলকাতা পাঠিয়ে দেয় সেখানে বলতে পারেন তিনি ভীতু ছিলেন।কাহিনী মনে হয় সেরকমই ছিল।
বলিউডি ছবিতে কাহিনী বিকৃতি হয়েই থাকে তবে আমাদের কাহিনী নিয়ে ওরা মুভি বানিয়েছে এটাই প্লাস।
যাক আপনার পদচারনা আমাকে আরো উৎসাহিত করলো।
৩| ০২ রা জুন, ২০১২ বিকাল ৪:০৪
রেহমান জিয়া বলেছেন: ++++
০২ রা জুন, ২০১২ বিকাল ৪:৪৫
মোঃমোজাম হক বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ০২ রা জুন, ২০১২ বিকাল ৪:১০
পানকৌড়ি বলেছেন:
আমি গত দুই/তিন বছরের মধ্যে কোনো হিন্দি মুভি দেখি নাই,কিন্তু আপনার রিভিউ পড়ে মনে হচ্ছে এই মুভিটা দেখতে হবে ।
++++++
০২ রা জুন, ২০১২ বিকাল ৪:৪৭
মোঃমোজাম হক বলেছেন: আরে,আমাদের কাহিনী নিয়ে ওরা মুভি বানালো আর আমরা দেখবো না!
অনেক ধন্যবাদ
৫| ০২ রা জুন, ২০১২ বিকাল ৪:১৩
রাতুল_শাহ বলেছেন: বিনোদ বিহারী --- তিনি আমাদের ক্যাম্পাসে এসেছিলেন। উনি যতক্ষণ কথা বলেছেন ততক্ষন মুগ্ধ হয়ে শুধু শুনেছি। সময় কত পার হল বুঝতে পারেনি।
পোষ্টের জন্য ভাল লাগা রইল।
০২ রা জুন, ২০১২ বিকাল ৪:৪৮
মোঃমোজাম হক বলেছেন: আপনি ভাগ্যবান ঐ মহান বিপ্লবীকে স্বচক্ষে দেখেছেন।
৬| ০২ রা জুন, ২০১২ বিকাল ৪:৩১
কাউসার রুশো বলেছেন: সুন্দর পোস্ট।
+++
মুভিটা দেখিনি এখনও। কেন জানি মনে হয় ছবিটা আমার খুব একটা ভাল্লাগবেনা।
খুব দু:খবোধ হয় যখন দেখি আমাদের দেশে মাস্টারদা, প্রীতিলতাকে নিয়ে কোন সিনেমা তো দূরে থাক, প্রামান্যচিত্রও নেই। পর্যাপ্ত ডকুমেন্টেশনও নেই। ওরা মাস্টারদাকে নিয়ে ছবি বানিয়ে ফেলছে আর সূর্যসেন আমাদের চট্টগ্রামের হওয়া স্বত্ত্বেও আমরা কিছুই করতে পারিনি।
বিনোদ বিহারিকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিলো আমার।
সময় থাকলে দেখে আসতে পারেন
শতবর্ষী মহান বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী
০২ রা জুন, ২০১২ বিকাল ৪:৫১
মোঃমোজাম হক বলেছেন: আমিও তাই বলি , আমাদের মাস্টারদা অথচ আমাদের মাথা ব্যাথা নেই। মুভি বানালো ওরা!!
এখন লাঞ্চ আওয়ারে যাচ্ছি ফিরে এসে আপনার লেখা দেখবো
৭| ০২ রা জুন, ২০১২ বিকাল ৪:৩২
কাউসার রুশো বলেছেন: রাতুল_শাহ@
নাফিজ মুনতাসির@ আমিও তাই ধারণা করেছিলাম। তোমার কমেন্ট পড়ে দেখার আগ্রহ আরো কমে গেলো
০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৭:২৮
মোঃমোজাম হক বলেছেন: যে কোন ঐতিহাসিক মুভিই কোন না কোন বিষয় নিয়ে বিতর্কের সৃস্টি করে।
কিন্তু মুভি মোগল নাফিজ মুনতাসির যে তুচ্ছ ভুল ধরে ছবিটা না দেখতে উৎসাহিত করলো আর আপনি বা রাতুল_শাহও সেখানে সমর্থন দিলেন তা সত্যিই দুঃখজনক।
আবারো বলছি --আমাদের কাহিনী নিয়ে ওরা মুভি বানালো আর আমরা দেখবো না!
৮| ০২ রা জুন, ২০১২ বিকাল ৪:৫১
রাতুল_শাহ বলেছেন: মুভিটা এনেও দেখি নাই, কারণ ১ম কয়েক মিনিটে পেইন করে ছাড়ছে, আমাদের জানা কাহিনীর সাথে মুভির কাহিনী যেন কেমন ছন্নছাড়া।
০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৭:২৯
মোঃমোজাম হক বলেছেন:
৯| ০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৯
অলসমস্তিষ্ক৭৭৭ বলেছেন: chittagong movieta dekhbo.but halara chittagonge na aisai shooting koira falay.
০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩২
মোঃমোজাম হক বলেছেন: আমাদের কাহিনী নিয়ে দু দুটো সিনেমা হচ্ছে ওপারে।
এটাই প্রমান করে কতো বিশাল ছিল মাস্টারদা সুর্য সেন।
১০| ০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৬:১১
অলসমস্তিষ্ক৭৭৭ বলেছেন: chittagong movieta dekhbo.but halara chittagonge na aisai shooting koira falay.
১১| ০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩৩
দিপ বলেছেন: ভাই ব্যাখা দিতে পারবোনা।
কিন্তু মনের কথা কই, পরিচালক বা কাহিনিকারের পড়ালেখায় ঘাটতি আছে
০২ রা জুন, ২০১২ রাত ৯:০৭
মোঃমোজাম হক বলেছেন: কাহিনীটা আপনার দেশের।আপনি যতোটুকু মায়া মহব্বত নিয়ে ছবিটা বানাতে পারতেন ওরা তা পারবে কেন?
ছবিটির কাহিনী স্বনামধন্য বাঙালি লেখিকা মৃনালিনীর ডূ অর ডাই অবলম্বনে। :)
১২| ০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এই ছবিটা দেখবো ভাবছি অনেকদিন।
এবার দেখেই ফেলবো।
০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩৭
মোঃমোজাম হক বলেছেন: কারো কথায় কান না দিয়ে দেখুন,ভাল লাগবে
১৩| ০২ রা জুন, ২০১২ রাত ৮:০৬
বড় বিলাই বলেছেন: দেখতে হবে।
০২ রা জুন, ২০১২ রাত ৮:২০
মোঃমোজাম হক বলেছেন: জ্বী দেখে ফেলুন , তারপর মিলিয়ে দেখুন ইতিহাসের সঙ্গে।
আফটার অল আমাদেরই গৌরবের কাহিনী
১৪| ০২ রা জুন, ২০১২ রাত ৮:১৩
নাফিজ মুনতাসির বলেছেন: আরে ভাইয়া আমি দেখতে না করলাম কখন আবার ??? আমি আমার নিজের মতামতটা দিলাম..........
আর আমি কিন্তু মুভিটা খারাপ করেছে এরকম কথা কোন জায়গায় বলিনি........দেখুন সব জায়গাতেই আমি ইতিহাস বিকৃতির কথা উল্লেখ করেছি............
আমাদের ইতিহাস নিয়ে বানিয়েছে সেটা অবশ্যই ভালো জিনিস........আমি কিন্তু কখনোই কোন মুভিকে খারাপ বলি না.....বেশী খারাপ হলেও দেখতে বলি............কিন্তু খুব ভালোভাবে ইতিহাস বিকৃতি হয়েছিলো মুভিটাতে..........সেটাকে তো আর তুচ্ছ বলা যায় না.........আবার মাস্টারদাকে বা এই বিপ্লব সম্পর্কে যা জানতাম তার সাথে দেখার সময় মিলাতে পারিনি............তাই এরকম কমেন্ট চলে এসেছে.......
আগের কমেন্টটা খারাপ লাগলে সরি ভাই..........
০২ রা জুন, ২০১২ রাত ৯:৫৬
মোঃমোজাম হক বলেছেন: যদি ইতিহাস বিকৃতি করে থাকে তবে উল্লেখ করুন কতটুকু এবং কোথায় করেছে।আমিও বলেছি হিন্দি ছবি বলেই প্রেম ঢুকে পরেছে। গান্ধীর মতো মুভিকেও ইতিহাস বিকৃতির সমালোচনা সহ্য করতে হয়েছে।তাই বলে কি ছবিটা দেখা থেকে কেউ বিরত থেকেছে?
আপনি বলেছেন মাস্টারদা কে কেমন ভীতু ভীতু লেগেছে। আমার চোখে একজন শিক্ষকের চরিত্র যা হওয়া দরকার ছোট বচ্চন তাই করেছে।
আর মুভিটি ডূ অর ডাই নামের একটি নভেল থেকে নেয়া হয়েছে। বলে সিনেমার প্রথমেই উল্লেখ করা হয়েছে।
সবশেষে বলবো আপনারা যে রিভিয়ু লেখেন ব্লগাররা ব্লাইন্ডলি তা পড়ে এবং বিশ্বাস করে সেই মুভিগুলো দেখেন।আমাদের মতো নুতনদের লেখাতে আপনাদের উৎসাহ দেয়াই কাম্য।
আমিও দুঃখিত, ভাল থাকবেন।ধন্যবাদ
১৫| ০২ রা জুন, ২০১২ রাত ৮:২৫
আহমাদ জাদীদ বলেছেন: dekhechi movieta.....
০২ রা জুন, ২০১২ রাত ৯:১২
মোঃমোজাম হক বলেছেন: অশেষ ধন্যবাদ।
আপনিই একজন যিনি মুভিটা দেখা শুরু করেছেন।
১৬| ০২ রা জুন, ২০১২ রাত ৯:২১
তাসনুভা বিপা বলেছেন: ছবিটা দেখা হয়েছে কিছুদিন আগে। অনেক ভালো লেগেছে দেখে,শেষে চোখের পানি ধরে রাখতে পারিনি। ভালো লাগলো তাদের এই উদ্যোগ।
০২ রা জুন, ২০১২ রাত ৯:২৫
মোঃমোজাম হক বলেছেন: দেশের জন্য যারা দিয়ে গেছে প্রাণ
ভুলিনি আমরা---
শুভকামনা রইলো
১৭| ০২ রা জুন, ২০১২ রাত ৯:৪৭
কাউসার রুশো বলেছেন: দু:খিত। আমি সাধারনত অন্যের ব্যাপারে নাক গলাই না। তবে আপনি রেগে গেলেন বলে মনে হচ্ছে তাই অবাক হলাম।
আপনার লেখাটা ভালো হয়েছে। আর সবাই মুভি নিয়ে যার যার অভিমত দিচ্ছে। আপনাকে নাফিজ ট্যাগ করতে যাবে কেন?? আপনার লেখা নিয়ে তো কারও কোন অবজেকশন নেই। আশা করি ভুল বুঝবেন না।
০২ রা জুন, ২০১২ রাত ১০:০৩
মোঃমোজাম হক বলেছেন: তাহলে বলি , ছবিটা দেখলে আপনিও বুঝতেন সেটা ভাল কি মন্দ।কিন্তু ঐ যে শুনলেন মুভিটা ভাল হয়নি তাই ওটা থেকে আগ্রহ আপনি হারিয়ে ফেললেন।
আপনাদের আমরা মুভি আইডল মনে করি।তাই আপনাদের ছবি না দেখেই মন্তব্য শুনে অনেকেই মুভিতো দুরের কথা ব্লগ ছেড়েই পালাবে!
যাক মনে কিছু নেবেননা।সেখানে সংশোধন করে দিলাম।
ভাল থাকুন।ভাল ভাল মুভি দেখুন আর রিভিয়ু লিখুন
১৮| ০২ রা জুন, ২০১২ রাত ১০:০৮
অন্ধ দাঁড়কাক বলেছেন: বিনোদ বিহারীকে আমি চিনি। উনি বেশ কয়েক বছর আগেও টিউশানি করাতেন। আমার ভাই পড়তো উনার কাছে। উনি দাদু নামে চিটাগাং এ সবার কাছে পরিচিত। এখনো মাঝেমধ্যে সামজীক আন্দোলনে যোগ দেন।
স্যালুট এইসব বীরদের।
০২ রা জুন, ২০১২ রাত ১০:২১
মোঃমোজাম হক বলেছেন: ভাবতে ভাল লাগে যে আমরা দু দুটো মুক্তিযুদ্ধ করেছি।
ভাল থাকুন,ধন্যবাদ
১৯| ০২ রা জুন, ২০১২ রাত ১০:২৬
কাউসার রুশো বলেছেন: ব্লগে কেউ কারো আইডল না। আমরা সবাই সবার কাছ থেকে শিখি।
ছবিটা আমি দেখবো এবং আপনার সঙ্গে পরে এটা নিয়ে কথা হবে আবার।
ভালো থাকবেন ভাই
০২ রা জুন, ২০১২ রাত ১১:২২
মোঃমোজাম হক বলেছেন:
আপনার মন্তব্যের আশায় থাকলাম
২০| ০২ রা জুন, ২০১২ রাত ১০:৩৭
মাহবু১৫৪ বলেছেন: মুভির কাহিনি আগে থেকেই জানতাম । তবে দেখা হয় নি।
১০ম ভাল লাগা
+++++++
০২ রা জুন, ২০১২ রাত ১১:৩০
মোঃমোজাম হক বলেছেন: ঐতিহাসিক কাহিনী ,জানার কথাতো।
মুভিটা দেখলে ভাল লাগবে
২১| ০৩ রা জুন, ২০১২ রাত ১২:৩১
মিরাজ is বলেছেন: রিভিউ সুন্দর হয়েছে। হিন্দি ছবি তেমন একটা দেখা হয়না।
আর ইতিহাস বিকৃতি হয়েছে পড়ে দেখার ইচ্ছাটাও মারা গেলো।
০৩ রা জুন, ২০১২ রাত ১:২৩
মোঃমোজাম হক বলেছেন: জাতির জন্য দুর্ভাগ্য ছবিটা আপনার দেখা হলোনা!
আজকাল তামিল ছবির খুব চাহিদা,আমাদের সেদিকেই চোখ দেয়া উচিত
২২| ০৩ রা জুন, ২০১২ বিকাল ৩:২২
মধুমিতা বলেছেন: বাহ নিয়মিত রিভিউ লিখছেন দেখি। পোস্টে ++++++++
মুভিটা দেখব। মনে হচ্ছে ভালোই হবে। ওরা বাংলা ভাষা ব্যবহার করেছে তো?
০৩ রা জুন, ২০১২ বিকাল ৩:৫৮
মোঃমোজাম হক বলেছেন: ঠিক তা নয় , ছবিটা দেখে শেয়ার না করার লোভ সামলাতে পারলাম না।আফটার অল আমাদের দেশের কাহিনী নিয়ে বলিউডে--
২৩| ০৩ রা জুন, ২০১২ বিকাল ৩:২৬
মধুমিতা বলেছেন: টরেন্টটা অনেক বড় সাইজের। ইউটিউবেও খুঁজে পেলাম না। আছে নাকি ইউটিউবের লিঙ্ক?
০৩ রা জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৯
মোঃমোজাম হক বলেছেন: টরেন্ট থেকে মাত্র দুই ঘন্টায় নামিয়ে দেখলাম।ইউটিউবে এই টা দেখে বলেছিলাম আছে।আপনি ট্রাই করে দেখুনতো নামাণো যায় কিনা
২৪| ০৫ ই জুন, ২০১২ রাত ৯:১৯
ভিয়েনাস বলেছেন: ছবিটা এখনো দেখা হয়নি।আশা করছি শিঘ্রই দেখবো।
০৭ ই জুন, ২০১২ দুপুর ১২:২৯
মোঃমোজাম হক বলেছেন: দেশাত্ববোধ সামান্যতম থাকলেও এই ছবিটা ভাল লাগবেই।
আজকাল ব্লগাররা তামিল,কোরিয়ান আর জাপানী ছবির পেছনে হুমরি খেয়ে পড়েছে।আমি হতাশ হই যখন দেখি দেশীয় কাহিনীর এই ছবি না দেখে অন্য ছবিগুলি দেখছে!!!!!!!!!!
শুভ কামনা থাকলো।
২৫| ০৯ ই জুন, ২০১২ বিকাল ৫:০৮
জুল ভার্ন বলেছেন:
আমি হিন্দী সিনেমা দেখিনা বললেই চলে।
চমতকার রিভিউ।
১৫তম ভাল লাগা।
১০ ই জুন, ২০১২ রাত ১২:৩৭
মোঃমোজাম হক বলেছেন: হিন্দি ফিল্মে আমাদের কাহিনী থাকা সত্ত্বেও না দেখার কারন দেখিনা।যদিও এটা আপনার ব্যক্তিগত অভিরুচি
তারপরও আপনার ভাললাগায় আমি আনন্দিত হলাম।আর হ্যা এর আগের পোষ্টটা ছিল আমেরিকার সামাজিক অবক্ষয় নিয়ে তৈরী ফলিং ডাউন--যা আপনার বর্তমান পোষ্টের মতো মনে হয়েছে
২৬| ০৯ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:২৮
নাদিয়া জামান বলেছেন: উত্তম উত্তম
১০ ই জুন, ২০১২ রাত ১২:৩৯
মোঃমোজাম হক বলেছেন: হে হে , থ্যঙ্কস আপা
২৭| ০৯ ই জুন, ২০১২ রাত ৯:০০
পরিযায়ী বলেছেন: ভাল লাগল।
১০ ই জুন, ২০১২ রাত ১২:৩৯
মোঃমোজাম হক বলেছেন: অনেক ধন্যবাদ
২৮| ১০ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫৬
তানভীর আহমেদ সজীব বলেছেন: ভাল লাগল।
১১ ই জুন, ২০১২ রাত ৯:৫২
মোঃমোজাম হক বলেছেন: তাহলে মুভিটাও দেখুন , আরো ভাল লাগবে
২৯| ১১ ই জুন, ২০১২ বিকাল ৪:৫১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন পোস্ট। মুভিটা দেখতে হবে। প্রিয়তে নিলাম
১১ ই জুন, ২০১২ রাত ৯:৫৩
মোঃমোজাম হক বলেছেন: খুব খুশি হলাম আমার পোষ্টকে প্রিয়তে নেয়ায়।
মুভিটা দেখলে আরো ভাল লাগবে
৩০| ১২ ই জুন, ২০১২ রাত ৯:৪২
হোদল রাজা বলেছেন: আমাদের সত্যিকারের নায়ক মাস্টার'দা নিয়ে মুভিটা দেখতে হবে।
শেয়ার করার জন্য ধন্যবাদ, বস !
১৩ ই জুন, ২০১২ রাত ৮:৩৬
মোঃমোজাম হক বলেছেন: আমার মনের মতো মন্তব্য করেছেন।
বিপ্লবী ছালাম থাকলো,কমরেড
৩১| ১৫ ই জুন, ২০১২ সকাল ১১:১৫
amenakhatun বলেছেন: সুন্দর।
১৮ ই জুন, ২০১২ রাত ১২:৫৪
মোঃমোজাম হক বলেছেন:
৩২| ০১ লা জুলাই, ২০১২ রাত ৮:১১
প্রিন্সর বলেছেন: অনেকদিন হিন্দী ছবি দেখা হয়না । আসলে আগের মত দেখিও না । প্রযুক্তির সাথে সাথে সবাই একটু রিয়েলিস্টিক নিয়ে চিন্তা করছে । তাই হলিউডি মুভিগুলো দেখার পর আর ইচ্ছা করে না । শেষবার দেখেছিলাম জিন্দেগী না মিলেগে দোবরা । অনেকটা হ্যাং ওভার এর মত মনে হলো । তারপর ও ভালোই করসে ।
০২ রা জুলাই, ২০১২ রাত ৩:১৩
মোঃমোজাম হক বলেছেন: হলিউডের সব মুভিকেই কি রিয়েলিস্টিক মনে হয়?
আপনাকে ধন্যবাদ
৩৩| ০২ রা জুলাই, ২০১২ রাত ১২:১৬
জুন বলেছেন: পুর্নেন্দু দস্তিদারের সুলিখিত স্বাধীনতা সংগ্রামে চট্টগাম বইটিতে এ বিষয়ে বিশদ পড়েছিলাম মোজাম ভাই। দেশের জন্য তাদের সেই আত্মত্যাগ সত্যি চিন্তা করলেও শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। আমাদের দেশে তাদের অবদানের মূল্যায়ন কমই হয়েছে।
সুন্দর পোষ্ট।
+
০২ রা জুলাই, ২০১২ রাত ৩:২২
মোঃমোজাম হক বলেছেন: এই ছবিটির কাহিনীও বাঙালি লেখিকা মৃনালিনীর ডূ অর ডাই অবলম্বনে।
হিন্দি সিনেমায় আমাদের কাহিনী দেখে গর্বে এই রিভিয়্যুটা লিখেছিলাম।
মন্তব্য দেখে খুশি হলাম।ধন্যবাদ
৩৪| ০২ রা জুলাই, ২০১২ সকাল ৮:৫৬
প্রিন্সর বলেছেন: সব না তবে বেশীরভাগ । যেমনঃ অস্কার পাওয়া কিংবা নমিনেশন পাওয়া বেশিরভাগই কিন্তু ড্রামাটিক । এগুলো কোনো রিয়েল স্টোরির অবলম্বনে কিংবা কারও বায়োগ্রাফি থেকে নেয়া হয় ।
৩৫| ০২ রা জুলাই, ২০১২ দুপুর ২:২৯
একজন ঘূণপোকা বলেছেন: +++++++++++++++++++++++++++
০২ রা জুলাই, ২০১২ দুপুর ২:৫০
মোঃমোজাম হক বলেছেন:
৩৬| ০৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১১
শায়মা বলেছেন: আর লিখছো না কেনো ভাইয়া?
০৮ ই জুলাই, ২০১২ রাত ৮:২৪
মোঃমোজাম হক বলেছেন: ব্যস্ততা আমাকে দেয়না -- অবসর
৩৭| ০৮ ই জুলাই, ২০১২ দুপুর ১:০৩
বাংলাদেশী পোলা বলেছেন: অসাধারন সুন্দর একটি পোস্ট। প্লাস ২০
০৮ ই জুলাই, ২০১২ রাত ৮:২৫
মোঃমোজাম হক বলেছেন: এমন মন্তব্য শুনতে কার না ভাল লাগে!
শুভ কামনা রইলো
৩৮| ০৮ ই জুলাই, ২০১২ দুপুর ১:৩২
চাটিকিয়াং রুমান বলেছেন: ছবিটাতে ইতিহাসকে বেশ কিছু জায়গায় বিকৃত করা হয়েছে। যা মোটেও কাম্য ছিলো না। যদি কোনো সময় চট্টগ্রামে আসেন তাহলে আপনাকে নিয়ে ইউরোপীয়ান ক্লাবে যাওয়ার ইচ্ছা রইলো।
ব্রিটিশ বিরোধী সংগ্রামের একমাত্র জীবিত বিপ্লবী বিনোদ বিহারী দাদুর সাথে দেখা করতে যাব আগামী কয়েকদিনের মধ্যে। উনাকে সাথে নিয়ে ঐতিহাসিক জালালাবাদ পাহাড়ে যাওয়ার প্রস্তাব দিব। জালালাবাদ পাহাড়ে যাওয়ার ব্যাপারে মোটামুটি সব কিছু ঠিক করা আছে আমাদের ৩ জনের।
০৮ ই জুলাই, ২০১২ রাত ৮:৩৪
মোঃমোজাম হক বলেছেন: আমার আবেগের কারন হচ্ছে , বিদেশী ভাষায় আমাদের গৌরবের ছবি।
সব কিছুতে খুত ধরা বাঙ্গালির স্বভাব।গান্ধির মতো সিনেমা ইতিহাস বিকৃত বলে কথিত
আপনার আমন্ত্রনে খুশি হলাম।অনেক ধন্যবাদ
৩৯| ০৮ ই জুলাই, ২০১২ রাত ৮:৩৫
কলির কৃষ্ণ বলেছেন: চমতকার!!!
৪০| ০৮ ই জুলাই, ২০১২ রাত ৮:৩৫
কলির কৃষ্ণ বলেছেন: চমতকার!!!
০৯ ই জুলাই, ২০১২ রাত ১২:৪৫
মোঃমোজাম হক বলেছেন: ছবিটা দেখে বললেন?
ধন্যবাদ নিন
৪১| ১০ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪৮
রোজেল০০৭ বলেছেন: +++
১২ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২৬
মোঃমোজাম হক বলেছেন: আবারো ধন্যবাদ ভাই
৪২| ২০ শে আগস্ট, ২০১২ রাত ৮:০৮
দীপান্বিতা বলেছেন: খুব ভাল লাগলো.......হিন্দী সিনেমাটা দেখার সময় একটু সন্দেহ ছিল ইতিহাস বিকৃত না হয়...অনেকদিন আগে সাদা-কালো বাংলা সিনেমা দেখি ‘চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠণ’...ঘটনা একই রাখা হয়েছে এবং দুটোই মনকে ছুঁয়ে যায়...আপনাকে বাংলার লিঙ্ক দিচ্ছি... নির্মলকুমার সেন ও প্রীতিলতা ওয়াদ্দেদারের ভালবাসা সেখানেও দেখিয়েছিল......
The Patriotic Bengali Film “Chattogram Astragar Lunthan”
ঈদের শুভেচ্ছা
৪৩| ২১ শে আগস্ট, ২০১২ রাত ৩:৪০
মোঃমোজাম হক বলেছেন: আমি এই ছবিটা নিয়ে খুবি উৎসাহিত ছিলাম।বাংলার কথা শুনেতো আরো আনন্দিত হলাম।ধন্যবাদ দিদি
৪৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩২
দীপান্বিতা বলেছেন: সিনেমাটা দেখলেন!...কেমন লাগলো!...দারুন, না! ...এটা ১৯৪৯এর সিনেমা ...
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৬
মোঃমোজাম হক বলেছেন: ধন্যবাদ দিদি আবারো খোজ নিলেন বলে।
হ্যা বেশ পুরানো মুভি তাই হয়তো আরো মন দিয়ে তৈরী করেছিলেন।
ক্ষুদিরামের কাহিনী নিয়ে তৈরী ছবির লিঙ্ক দিতে পারেন?
৪৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩১
সুখী চোর বলেছেন: রিভিউটা ভালো হয়েছে, সিনেমাটা দেখা হয় নাই .. ধন্যবাদ লেখককে। রিভিউ না পেলে হয়ত কখনো দেখাই হতো না
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৮
মোঃমোজাম হক বলেছেন: আমাদের কাহিনী আর আমরা দেখবনা!
ভাল থাকুন
৪৬| ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ১:২২
দীপান্বিতা বলেছেন: ক্ষুদিরামের উপর আছে কিনা জানি না...তবে মাইকেল মধুসূদন, বিদ্যাসাগর ও রাজা রামমোহনের উপর দেখেছি......মাইকেল সাজেন উৎপল দত্ত, বিদ্যাসাগর পাহাড়ী সান্যাল ও রামমোহন বসন্ত চৌধুরী...সে সব অভিনয় দেখতে দেখতে মনে কি যে জোড় পাই কি বলবো!...লিঙ্ক পেলে অবশ্যই আপনাকে দেবো
৪৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৪
আনমোনা বলেছেন: ছবিটা দেখবো। দীপান্বিতার লিন্কটা দেখেও আগ্রহ জাগলো। দীপান্বিতা পরে কি আর মাইকেল মধুসূদন, বিদ্যাসাগর ও রাজা রামমোহনেকে নিয়ে করা মুভির লিন্ক দিয়েছিলেন? তাকে ব্লগে আর দেখিনা তাই আপনাকেই জিজ্ঞাসা করছি।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১২ বিকাল ৩:৫৫
শায়মা বলেছেন: +++