![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি। অনেক সময় মোবাইলে বিরক্তিকর কল আসে ।তখন আমরা বিরক্তিকর কলারের হাত থেকে বাচতে নানা উপায় খুজে বের করি।কল ব্লক করি ,আবার সফটওয়্যার ইউজ করি কল ব্লকের । এখন একটি ট্রিকসএর কথা বলব তাতে বিরক্তিকর কলারদের সহজেই সমুচিত জবাব দিতে পারবেন….যাতে তারা আর বিরক্ত না করে। এতে করে না লাগবে কল ব্লকের পয়সা,না লাগবে সফটওয়্যার। তো দেখুন তাহলে কি করবেন -
প্রথমে মোবাইলের Call divert অপশনে যান ।
এখন Divert when busy > If busy> Activate সিলেক্ট করুন।
এখন To other number অপশনে আপনি আপনার অপারেটর সিলেক্ট করুন ।
১. জিপি ইউজার- ১২৬৬ চাপুন
২. রবি ইউজার- ৮১২১ চাপুন
৩. এয়ারটেল ইউজার- ৭৮৯ চাপুন
৪. বাংলালিংক ইউজার ৭৭০ চাপুন
ব্যস ! আপনার কাজ শেষ। এখন আপনাকে কেউ কল করে বারবার বিরক্ত করলে জাস্ট কলটি রিসিভি না করে কেটে দিন। তার মোবাইলে অহেতুক কলচার্জ কাটা শুরু হয়ে যাবে তাহলে আর যদি বিরক্তিকর কলারকে দমিয়ে রাখতে না চান তাহলে মোবাইলের কল ডাইভার্ট অপশন থেকে Divert when busy / If busy >cancel অপশনে গিয়ে এই সিস্টেম অফ করে দিন ।
-সংগ্রহকৃত।
০৮ ই জুলাই, ২০১২ দুপুর ১:০৩
ভুক্তভুগী বলেছেন: ইনটিলিজেন্স।
২| ০৮ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪৭
আমি বীরবল বলেছেন: বুদ্ধিটা মন্দনা।
০৮ ই জুলাই, ২০১২ দুপুর ১:০৩
ভুক্তভুগী বলেছেন: ধন্যবাদ।
৩| ০৮ ই জুলাই, ২০১২ দুপুর ১:১২
তাসবীর আহমাদ বলেছেন: কুবুদ্ধির জন্য ধন্যবাদ ও প্লাস।
০৮ ই জুলাই, ২০১২ দুপুর ১:৫০
ভুক্তভুগী বলেছেন: উপকারকারীকে গালমন্দ খাওয়ার জন্য সবসময়ই প্রস্তুত থাকতে হয়।
৪| ০৮ ই জুলাই, ২০১২ দুপুর ১:১৭
রুচি বলেছেন: প্রথমে মোবাইলের Call divert অপশনে যান ।
এখন Divert when busy > If busy> Activate সিলেক্ট করুন।
এখন To other number অপশনে আপনি আপনার অপারেটর সিলেক্ট করুন ।
এই পর্যন্ত বুঝলাম কিন্তু, জিপি ইউজার- ১২৬৬ চাপুন এর কি কোন দরকার আছে?
এর পরের অপশন তো মনে হয় যাকে ব্লক করব তার নম্বর সিলেক্ট করা।
একটু ক্লিয়ার করবেন প্লিজ??
০৮ ই জুলাই, ২০১২ দুপুর ১:৫৪
ভুক্তভুগী বলেছেন: এরপর আপনি যদি গ্রামীনফোনের সীম ব্যবহার করে থাকেন, তবে ১২৬৬ লিখুন।
৫| ০৮ ই জুলাই, ২০১২ দুপুর ১:২৪
ঠানডুমিঞা বলেছেন: বাংলাদেশিরা আসলেই ভালো জিনিসও আকামের মধ্যে ফেলে দেয়...
আপনি যে নাম্বারগুলা দিছেন তা হলো ভয়েছমেইল এর নাম্বার....
এইগুলা আকামের জন্যে নয়.... উপকারের জন্যেই.....
দেশের বাইরে যারা থাকেন তারা জানেন ভয়েছমেইল কতটা উপকারি.....
ধরেন আপনার ফোন বন্ধ বা আপনি ব্যস্ত তখন যাতে আপনাকে মেসেজ পাঠানো যায় তা কি আপনার উপকারে লাগবে না......
উদাহরন:: একটি ভয়েছ মেইল:: জনাব ঠানডু আমি অমুক কোম্পানি থেকে বলছি.. আগামিকাল সকাল ১০:১৫ মিনিটে আপনার ভাইভা.. আপনি আপনার সকল কাগজপএ সংগে নিয়ে আসবেন....।
০৮ ই জুলাই, ২০১২ দুপুর ১:৫৪
ভুক্তভুগী বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬| ১২ ই জুলাই, ২০১২ রাত ১:০২
হিমু জনি বলেছেন: divert করলে কি আমার ক্রেডিট কাটবে?
১৫ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪৮
ভুক্তভুগী বলেছেন: কাটবে না।
৭| ১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৬
হায়দার চৌধুরী বলেছেন:
৮| ১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৭
হায়দার চৌধুরী বলেছেন:
৯| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১১
শায়লা িসিদ্দক বলেছেন: উপকারি পোস্ট !
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪৪
জাহিদ হাসান বলেছেন: এটা দিয়ে একটু দুষ্টামীও করা যাবে । যেমন কারো কাছে কেউ টাকা পায় । কিন্ত সে টাকা পরিশোধ করছে না । তখন এভাবে প্রতিশোধ নেয়া যাবে ।
পোষ্ট প্রিয়তে অবশ্যই ।