![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের পণ্ডিত ব্যক্তিদের মত মাঝে মাঝে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু পণ্ডিতের মাথায় ভুতের আছর হয়। উনারা কিসব ভেবে ফেসবুক বন্ধ করে দেন। গত চারদিন হলো ওখানে ঢুকতে পারছি না। প্রথমে ভেবেছিলাম ব্লকড হয়ে গেলাম কিনা। তারপর দেখি ওমা ঢুকতেইতো পারছি না। পরে শুনলাম ওনারা আপাতত বন্ধ রেখেছেন ছাত্রছা্ত্রীদের পড়ায় মনোযোগী করার জন্য। কি আহাম্মকের দল আপনারাই বলুন। ছাত্রছাত্রীরা কি ছাগল যে জোর করে কাঁঠাল পাতায় ওষুধ গিলাতে হবে। কিছু গাধা আছে জানেই না যে ফেসবুক কত ভাবে ব্যবহ্রত হতে পারে। ঐগাধাগুলো আবার সারাদিন শেয়ারের সাইট খুলে নিয়ে বসে থাকে। মাঝে মাঝে মনে হয় একটা দিয়ে দি! ভাবছি কাল কম্পিউটার সেন্টারের কাওকে বলবো, কেন বন্ধ করা হলো, ওনাদের কি দয়া মায়া নেই? আমরা যে ফেসবুক ছাড়া বাঁচতে পারিনা তাকি ওনারা ভুলে গেছেন। ভাইসবেরা আমাকে একটু সান্তনা দেন, নাইলে কিন্তু.....
২| ২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৭
নামহীন যুবক বলেছেন: এই লিঙ্কে যান এবং যেকোন ব্লকড সাইট ভিসিট করুন
৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১১
আহম্মেদ রানা বলেছেন: ভাই ভাইরাস নেইতো?
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:১১
রাইডার্স বলেছেন: https://ultrasurf.us
থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে ব্যবহার করুন। প্রবলেম সলভড