![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গরম ভাতে যদি কুকুর মুখ দেয় তাহলে ভাত নাপাক হয়ে যায়, আর শুকোর মুখ দিলে নাকি ভাত নাপাক হয়না!!! তাই জনগন এই ভাত খাইতেছে ৫০ বছর ধরে পাক মনে করে।
১৯৫২ তে পুলিশের ১৪৪ ধারা ভংগ করা যায়েয ছিলো বাংলাদেশীদের,
আর বর্তমানে যায়েজ নাই জনগনের যে কোন দাবীতে ১৪৪ ধারা ভংগ করা।
কৃস্ন করলে লিলাখেলা আমরা করলে পাপ।
আমরা সকল বাংলাদেশীরা একসময় পাকিস্তানীদের ঘৃনা করতাম, আর এখন নিজেরা নিজেদের ঘৃনার পাএ। পাকিস্তানীদের তারিয়ে আমাদের অনেক খতি হয়ে গিয়েছে! তারা থাকতে আমরা সবাই ভাই ভাই ছিলাম, আর এখন এক ভাই আরেক ভাইকে চিনেনা, যেখানে আরো মিলেমিশে থাকবার কথা ছিলো, সেইখানে আরো পরপর হয়ে চলছি আমরা বাংলাদেশী জনগনরা, কেও কারো আপদে আগে বারেনা।
আমি সামন্য মানুষ একজন, এতো পেচ বুজতে চাইনা আমি, আমি মনে করি """তখনো এই দেশে মানুষের আঘাতে মানুষ কেদেছে,এখনো এই দেশে মানুষের আঘাতে মানুষ কাদছে""" তখনো বাংলাদেশীদের blood লাল ছিলো, এখন blood নীল হয়ে যায়নি,লাল ই আছে।
[cow. গরু, হামবা, গাই, বন গরু, জংলী গরু, বিফ। সবগুলাই একি পশু নাকি আপনার কাছে আলাদা ভাই আমার? যদি এক মনে করেন তাহলে একসাথে বলুন, আইয়ুব খান = ৫৭ জন আর্মীর খুনি। ইয়াহ ইয়া = শেয়ার লুট কারী। vuttu = বাংলাদেশ ব্যাংক লুট কারী। ] মূলত ২টা যূগ আলাদা, তাই আলাদা আলাদা খতি বাংলাদেশীদেরই, তখন করেছিলো আবুল, এখন করছে বাবুল এই আর কি।
(কেও আমার কথায় আঘাত পেয়ে থাকলে আমি সরি)
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০০
আমি তনুর ভাই বলেছেন: আপনার লেখাগুলাও আমার ভাল লাগে,
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৬
টেকনাফ টু তেতুলিয়া বলেছেন: একাল আর সেকাল। ভালো লাগলো। গুড লাক।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০১
আমি তনুর ভাই বলেছেন: সকাল ও বিকাল
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৫
তারেক_মাহমুদ বলেছেন: ভাল হয়েছে