![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের অফিস কলিগ জাভেদ ভাই।উনি,ভাবী আর উনার মেয়ে সহ সকাল বেলায় রিকশা করে কোথাও যাবেন।যদি সামান্য ভি আই পি রাস্তা ব্যবহার করা যায় তাহলে গন্তব্যটা কাছাকাছি হয় কিন্তু ব্যাবহার করতে না পারলে অনেক ঘুরে যেতে হবে।এখন জাভেদ ভাই রিকশা ওয়ালাকে বল্লেন ভাই আমার সময় কম আপনি ভি আই পি রাস্তার দিক দিয়ে যাবেন।এখন রিকশাওয়ালা বলে তাহলে পুলিশ কে দুইটাকা দিতে হবে।জাভেদ ভাই বলেন সমস্যা নেই।কিছু দূর যাওয়ার পরে যাবেদ ভাই পড়লেন বিপদে।পকেটে দুই টাকা নেই,পাচ টাকা ও নেই।দেখেন সর্বনিম্ন নোট ২০ টাকা।কিন্তু যেখানে রিকশা ভাড়াই ২০ টাকা সেখানে পুলিশকে ২০ টাকা দেয়ারতো কোন মানেই হয় না।রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলেন উনার কাছে দুই টাকা আছে নাকি।রিকশা ওয়ালা এক গাল হেসে বল্লেন উনার কাছে কোন টাকাই নেই।সকাল বেলায় উনি খালি পকেটে বের হয়েছেন।এখন পুলিশ তো ঘুষ ছাড়া ছাড়বে না।এখন উপায়?যা হোক যথারীতি ভিআইপি রাস্তায় উঠার আগেই পুলিশ রিকশা কে থামার ইশারা দেয়।
জাভেদ ভাই অনেক আগে থেকেই খেয়াল করেছেন পুলিশ কনষ্টেবলরা খোলা রাস্তায় এই সামান্য টাকা ঘুষ নেয়ার সময় কখনোই টাকার দিকে তাকায় না।আপনি টাকা মুঠের ভিতরে রাখবেন।মুঠ করে দুই টাকা পুলিশটির মুঠের ভিতরে দিয়ে দিবেন।পুলিশ ওই টাকা সোজা তার পকেটে রাখবে।কখনোই সে কত টাকা দিলো খেয়াল করে না।আর দুই টাকার দিকে সে খেয়াল করবেই বা কি?তাছাড়া পুলিশের চোখ থাকে সাধারণ মানুষের দিকে।তারা দেখে সাধারণ মানুষ কে কিভাবে তাদের এই কাজটার দিকে তাকিয়ে আছে।তাই নিজের হাতে কি সেটা দেখার সময় কই?যত দ্রুত সম্ভব সেটা পকেটে চালান দিয়ে পরের শিকারের অপেক্ষায় থাকেন।
বিপদে পড়ে জাভেদ ভাইয়ের এই গবেষণা মাথায় আসলো।।তাই যেই পুলিশ উনাদের রিকশাকে থামার ইশারা দিলো তখনি তিনি পুলিশকে ইশারায় নিজের মুঠো করা হাত দেখিয়ে দিলেন।পুলিশও বুঝলো।রিকশাকে যেতে ইশারা দিয়ে নিজের মুঠো হাত জাভেদ ভাইয়ের দিকে বাড়িয়ে দিলেন।এই পর্যন্ত সব ঠিক।
এখন শীতের সকাল।জাভেদ ভাইয়ের নাকে সর্দি।নাক মোছার জন্য হাতে ছিলো টিস্যু পেপার।সেটাই মুঠোতে রাখা।সেই টিস্যু পেপারটিকে উনি পুলিশের মূঠোতে ধরিয়ে দিলেন।পুলিশও টাকা মনে করে সেটা তার পকেটে চালান করে দিলো।পাশের আরেক পুলিশ জাভেদ ভাইয়ের চোখের দিকে তাকিয়ে ছিলো।তাকে ইশারা করে বল্লেন ওই যে আমি উনাকে টাকা দিয়েছি।পরে ভাগ করে নিয়েন।
যাক ভালোয় ভালোয় জাভেদ ভাই গন্তব্যে পৌছালেন।পুলিশকে টিস্যু ঘুষ দিয়ে উনি অমর হয়ে গেলেন ইতিহাসের পাতায়।
২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬
রবিউল ৮১ বলেছেন: কিন্তু এইটাতো সর্দি লেগে একটু শক্ত হয়ে গেছে।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮
রুচি বলেছেন: পৌছালেন।পুলিশকে টিস্যু ঘুষ দিয়ে উনি অমর হয়ে গেলেন ইতিহাসের পাতায়। আসলেই তাই
২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৮
রবিউল ৮১ বলেছেন: এই অমর ঘটনায় সেই পুলিশ সদস্য হয়তো ভাবছে নিযে কখন সর্দি মুছে পকেটে টিস্যু রাখলো
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮
xewel বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক... বিয়াপক বিনুদুন পাইলাম..... বাঙালি মাগনা পাইলে আলকাতরাও খায়....
২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০
রবিউল ৮১ বলেছেন: আলকাতারা না টিস্যু খাইছে
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২০
স্রাবনের রাত বলেছেন: পুলিশকে টিস্যু ঘুষ;
ব্যপক বিনোদন পাইলাম
২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১
রবিউল ৮১ বলেছেন: ইচ্ছেকৃত ভাবেতো আর দেয় নাই
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮
জো জো বলেছেন:
২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১
রবিউল ৮১ বলেছেন:
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪
ভিটামিন সি বলেছেন: ভাইজান, মহান ঘুষবিদ্যায় জালিয়াতি কইরা আপনি ঝাভেধ ভাইয়ের নামে চালাইবার চাইতাছেন। আপনার জালিয়াতি আমি ধইরা ফালাইছি।
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪১
রবিউল ৮১ বলেছেন: নারে ভাই,এক্কুরে হাসা কইতাছি কামডা জাভেদ ভাইই করছে!!!আমি করি নাইক্কা!!!!
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬
ভুল্কিস বলেছেন: যাক, ঐতিহাসিক জাভেদ ভাই এক্কেরে খালি টিস্যু দেয় নাই। এই জন্য জাতির পক্ষ থিকা ওনারে প্রান্ঢালা শুভেচ্ছা ও অপিনন্দন!
মামুর ব্যাটা ভিটামিন্সি আবার কি বুলবার চায় রে
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২
রবিউল ৮১ বলেছেন: আপনার অভিনন্দন জাভেদ ভাইকে পাঠায়া দিছি।
৮| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩
এবি মিনহাজ বলেছেন: ব্যাপক বিনোদন তো! শেষমেষ টিস্যু ঘুষ???
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩
রবিউল ৮১ বলেছেন: বিপদে পইরা ভাই টিস্যু দিয়া দিছে।
৯| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫
ভিটামিন সি বলেছেন: @ভুল্কিস: ভিটামিন্সি খালি ঝাভেধ ভাইরে চিনিবার চায়।
@লেখক: কইচান দেহি, আমহে কেমনে বুজলাইন যে আমি খাডি মমিশিইংগা????
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১
রবিউল ৮১ বলেছেন: জাভেদ ভাই তো ব্লগ লিখে না।উনি তো আমার কলিগ।আপনাকে কিভাবে চিনাবো?আর আমি তো আসলে জানি না আপনের দেশের বাড়ি কই?
১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
অর্থনীতিবিদ বলেছেন: দারুন তো। জাভেদ ভাই দেখি হেভি ট্যালেন্ট মানুষ। তাকে আমার শুভেচ্ছা জানাবেন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১৮
রবিউল ৮১ বলেছেন: আপনার শুভেচ্ছা জাভেদ ভাইকে পাঠায়া দিছি।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৫
হেডস্যার বলেছেন:
ভাগ করে নিতে অসুবিধা হবে না.... একেক টিস্যু পেপার দুই প্লাই থাকে.....