নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ দিয়ে সত্যকে পরাজিত করা যায় না

রবিউল ৮১

দেশটা আমাদের।এর জন্য ভাল কিছু রতে হলে আমাদেরই করতে হবে।

রবিউল ৮১ › বিস্তারিত পোস্টঃ

উপজাতিরা কি এই ভূখন্ডের(বাংলাদেশের)আদিবাসীর প্রতিনিধি?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭

বাংলাদেশের আদিবাসী কারা? আমরা যাদের উপজাতি বলি তারা কি এই ভূখন্ডের আদিবাসী? আমরা কি তাদের পিটিয়ে মেরে এই ভূমি থেকে তাড়িয়ে দিয়েছি যে তারা কোন মতে পাহাড়ে টিকে আছে?২০০-৩০০ বছর আগে পার্বত্য এলাকায় এসে বসবাস করলে যদি আদিবাসী হওয়া যায় তাহলে আমেরিকায় যে ইউরোপীয়রা ৩০০ বছর ধরে বাস করছে তারাও আদিবাসী।কিন্তু কই ওই সব ইউরোপীয়দের তো কেউ আদিবাসী বলে না?যে বাংগালীরা এই ভূখন্ডে হাজার বছর ধরে বসবাস করছে তারা কি?অনেক আগে থেকে বিভিন্ন এনজিও এই সব উপজাতিদের বিদেশে আদিবাসী বলে পরিচয় করিয়ে দিচ্ছে।একসময় আমাদের পার্বত্য ভূমি কে না তারা নিজেদের দাবী করে(অলরেডি এই রকম দাবী শান্তিবাহিনী করে ছিলো)?তারা যদি বিদেশের কাছে আদিবাসী পরিচয়ই লাভ করে আর সরকার চুপ করে বসে থাকে তাহলে এক সময় এই পার্বত্য এলাকা বিদেশীদের চাপে স্বাধিকার আরো পরে স্বাধীনতা পেয়ে যেতে পারে।যদি তারা আদিবাসী না হয় তাহলে তারা জাতিসংঘে আদিবাসীদের প্রতিনিধি হিসেবে ভাষণ দেয় কি করে?বাংলাদেশ থেকে জাতিসংঘে আদিবাসীদের প্রতিনিধি হিসেবে তাদের এক জনের ভাষণ

Click This Link

এটা কিভাবে সম্ভব?তারা তো এই ভূখন্ডের আদিবাসীই না।

আমি অবশ্যই উপজাতীদের অধিকারের পক্ষে।তারা যাতে নিজেদের ভাষায় পড়ালেখা করতে পারে,তারা যাতে আমাদের নিকট বৈষ্যমের শিকার না হয় সে জন্য আমি পার্বত্য শান্তি চুক্তির পক্ষে।সব দিক থেকে তারা আমাদের থেকে অনেক পিছিয়ে।চাকুরীতে,ইউনিভার্সিটিতে তাদের কোটা বাড়ীয়ে বা তাদের জন্য শর্ত শিথিল করে তাদের সুবিধা দেয়ার পক্ষে।কিন্তু তাদের আদিবাসী বলে স্বীকার করতে রাজী না।

এই দেশ আমাদের বুকের রক্তে কেনা দেশ।লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া দেশ।এই দেশের আদিবাসী আমরাই।উপজাতিদের আদিবাসী হিসেবে সীকৃতি দেয়া আমাদের ভূখন্ডকেই বিপদে ফেলার নামান্তর।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫

বাংলার ঈগল বলেছেন: ভাই উপজাতীরা উপজাতী হিসাবে স্বীকৃতি পাক, কিন্তু আদিবাসী হিসাবে না। আর কোঠা বাদ দেওয়া হোক, এই কোঠার জন্য সাধারন মেধাবীরা বঞ্চিত হচ্ছে>>>।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২

রবিউল ৮১ বলেছেন: উপজাতী হিসেবে তো তাদের স্বীকৃতি দেয়াই আছে।তারা চাচ্ছে আদিবাসী স্বীকৃতি পেতে।আসলে কোঠা না থাকলে উপজাতীরা বৈষম্যর শিকার হবে।এমনিতেই বাংলা তাদের নিকট বিদেশী ভাষা।তার উপর পার্বত্য এলাকায় নেই কোন ভালো স্কুল।আবার তাদের এত পয়সো নেই যে তারা শহরে এসে পড়া লেখা করবে।তাই আমাদের উচিত তাদের দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দেয়া। কোঠাটা তাই তাদের দরকার আছে।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৯

রায়ান ঋদ্ধ বলেছেন: কথাটা কি 'আদিবাসী' হবে, নাকি 'অভিবাসি'?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

রবিউল ৮১ বলেছেন: তারা যেভাবে নিজেদের আদিবাসী বলে স্বীকৃতি চাচ্ছে সেক্ষেত্রে বেশী বাড়াবাড়ি করলে তাদের অভিবাসীই বলেই ঘোষণা করা উচিত X(( X(( X(( X((

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮

হতাশ নািবক বলেছেন: সত্যিই তাই , আমরাই আদিবাসী ওরা তো উপজাতি । সহমত

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫

রবিউল ৮১ বলেছেন: স ংজ্ঞা অনুসারে তাই হওয়া উচিত।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২

নিয়ামুল ইসলাম বলেছেন: পার্বত্য ওই এলাকায় এয়ারবেস করা উচিত, তাদের এত সুবিধা দেয়ার পরও তারা অতি লাফালাফি করছে। এরপর এধরনের উশৄঙ্খল আচরণ করলে বিমান হামলা করা উচিত। ফাজিলের ফাজিল X( X(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৬

রবিউল ৮১ বলেছেন: সরকার কেন নীরব সেটা বুঝি না।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

প্রান্তিক জন বলেছেন: কাকে সরকার বলছেন? বাংলাদেশে কি কার্যতপক্ষে কোন জনবান্ধব সরকার আছে? আমরা নাগরিক হিসেবেই বা কতটা রাষ্ট্রবান্ধব???

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩

রবিউল ৮১ বলেছেন: বা ংলাদেশ রাষ্ট্র যেহেতু আছে সেহেতু এর সরকারও আছে তবে সেটা জনবান্ধব সরকার কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.