নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ দিয়ে সত্যকে পরাজিত করা যায় না

রবিউল ৮১

দেশটা আমাদের।এর জন্য ভাল কিছু রতে হলে আমাদেরই করতে হবে।

রবিউল ৮১ › বিস্তারিত পোস্টঃ

মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৭

সেদিন ছিলো স্কুল জীবনের শেষ ক্লাস।তারপরের দিন থেকে টেষ্ট পরীক্ষার বন্ধ।পড়তাম মতিঝিল মডেল হাই স্কুলে।মনে হয় এই তো সেদিন।শিশির,তুষার দুই ভাই আমাদের সাথে পড়তো। খুব ভালো গান গাইতো।শেষ দিন দুই ভাই ইলেকট্রিক কি-বোর্ড নিয়ে আসলো।স্কুল থেকে সাউন্ড বক্স দিলো।কেন এই নিঃসংগতা…কেন এই মৌনতা…আমার শুধু মনে আছে শিশিরের গলায় সোলাসের এই গানটা আমার কাছে অসাধারণ লেগে ছিলো।

এস এস সি পরীক্ষার আগে স্কুলের শেষ দিনের কথা এখনো চোখে ভাসে।আমারা ছিলাম ১৯৯৬ সালের ব্যাচ।দুপুরবেলা।স্কুল মাঠের উপরে প্যান্ডেল করা।তাও কি গরম ছিলো।গান বাজ ছিলো ওই দুর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে……।প্রচন্ড গরমেও গানটা আমার এত ভালো লেগেছিলো ওই দিন।কিছুক্ষণ পর পরের ব্যচের(১৯৯৭ ব্যাচ )মেয়েরা ষ্টেজে নাচ ছিলো।শিক্ষকবৃন্দের নানা উপদেশ এর মধ্যে কিভাবে যেনো সন্ধ্যা হয়ে যায়।শুধু পিটি স্যার(আবুল হোসেন স্যার)এর কথা মনে আছে।উনি বলেছিলেন ছেলেরা পরীক্ষার আগ পর্যন্ত আর বিকেল বেলায় তোমরা খেলবে না।খেলাধুলা এই এক মাস বাদ দিবে।কারণ খেলাধুলা করলে ক্লান্ত হয়ে পড়বে।রাতে আর পড়তে পারবে না।

প্রায় সন্ধ্যার দিকে আমাদেরকে যার যার ক্লাস রুমে শেষ বার যেতে বল্ল।সেখানে আমাদের কবি স্যারের(শফি স্যার) মাইকেল মধুসুদন দত্ত কে নিয়ে লেখা একটা নাটক এর বই,জ্যামিতি বক্স আর গোলাপ ফুল হাতে দেয়া হলো।তারপর বিদায়।যে স্কুলজীবনে স্কুল কে এতো খারাপ লাগতো সেদিন সেই স্কুলকে ছাড়তে এতো কষ্ট লেগেছিলো।বার বার মনে হচ্ছিলো আর দুইটা দিন যদি বাড়তো!!!সেদিন বাসায় যাবার পথে চোখ বেয়ে নেমেছিলো অশ্রু।অশ্রুসজল চোখে বার বার পিছনে ফিরে স্কুলকে দেখছিলাম।স্পষ্ট বুঝতে পারছিলাম এই স্কুলে ক্লাস টাইমে স্কুল পোষাক আর আসা হবে না।ক্লাসটাইমে ক্লাসে বন্ধুদের আড্ডা আর জীবনে ফিরে আসবে না।ফিরে আসবে না টিফিন খাবার দিন।টিফিনে খেলার দিন।স্যারদের ধমক আর মার খাবার দিন গুলা আর ফিরে আসবে না।১ম সাময়িক,২য় সাময়িক আর বার্ষিক পরীক্ষার যন্ত্রণা আর পোহাতে হবে না।।প্রতিবছর শেষ ক্লাসের দিন (ফেয়ার ওয়েলের দিন)ক্লাসটাকে আমরা সাজিয়ে ফেলতাম।নিজেরা চাদা তুলে শিক্ষকদের উপহার দিতাম।ওই আনন্দের দিনগুলো আর পাবো না।অবুঝ মনে কিছু বুঝে উঠার আগেই স্কুল জীবন শেষ হয়ে গেলো।কিন্তু মনের কোনে আজও শেষদিনটা উজ্জল হয়ে আছে ।সোনালী দিনগুলো মনে হয় এমনি হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.