নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুদ্ধচারী হৃদয়ের বিশুদ্ধ মানুষ হতে চাই। স্বপ্ন দেখি একটি সুন্দর আগামীর। কল্পনায় আঁকি সমৃদ্ধ ও সুখী বাংলাদেশের চিত্র।

আশাবাদী মানব

জ্ঞান চর্চায় হতে চাই অগ্রগামী। শুদ্ধতার ফুলে সাজাতে চাই জীবনের পুষ্প কানন।

আশাবাদী মানব › বিস্তারিত পোস্টঃ

ভাবনালোকের কল্পবিলাস -০২

১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৩


আত্নার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট না করার পরামর্শ দিয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল। জীবনের কঠিন পথ পাড়ি দিতে আত্নার শক্তিই মানুষকে তাড়না দেয় অবিরত যা নষ্ট হয়ে গেলে আর কোন উপায় থাকে না জীবন হয়ে উঠে অর্থহীন। এজন্যই হয়ত কবি এই শক্তি হারানোকে মহাপাপ বলেছিলেন।

সফল জীবনের প্রত্যাশায় প্রতিটি মানুষ তার সার্মথ্য অনুযায়ী বেচে থাকার সুষ্ঠ পরিবেশ তৈরি করে এবং কর্মপন্থা নির্বাচন করে। অনেক ক্ষেত্রে এই নির্বাচনের ক্ষেত্রে যারা পরিপূর্ণ স্বাধীন নয় তাদের ক্ষেত্রেই ঘটে বিপত্তি। এই বিপত্তি থেকে উত্তরণের জন্য নিজস্ব চিন্তাধারার পরিচালিত একটা জীবনদর্শন গড়ে তুলতে হয়।

নিজস্ব মানসিক ব্যারোমিটার ছাড়া প্রাত্যহিক যে কোন কাজের ভাল ও মন্দ দিকের সঠিক পরিমাপ সম্ভব না। সুনির্দিষ্ট জীবন দর্শন না থাকায় "অন্যের যা আছে আমাকেও তা পেতে হবে" এমন অসুস্থ প্রতিযোগিতায় অনেকেই লিপ্ত হয়ে পড়ে। এই সংযুক্তির ফলে তারা সর্বদা অস্থিরতায় আচ্ছন্ন হয়ে পড়ে, ধীরে ধীরে নষ্ট করে ফেলে আত্নার শক্তি।

এই আচ্ছনতার মোহাবেশে পাগল হয়ে তারা ভুলে যায় আপনজনের কথা, ভুলে যায় নিজের রবের কথা, রব কর্তৃক নির্ধারিত তাকদীরের কথা। যে তাকদীরের বিশ্বাস তাদের মাঝে গড়ে তুলতে পারত একটি সুস্থির ব্যক্তিত্ব, সৃষ্টি করত একটি আদর্শ জীবন দর্শন।

অনুসন্ধিৎসু মনের ভাবুলতায় রবের আস্থার উপর ভিত্তি করে যে জীবন দর্শন গড়ে উঠে তা পুষ্পহীন সৌরভ নয়, হাজারো পুষ্পের সৌরভে ভরপুর প্রশান্তির এক অনন্য ভুবন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
ভাল বলেছেন।

ছোট্টকালে পড়া এইম ইন লাইফের রচনার মতোই - উদ্দেশ্যহীন জীবন সমুদ্রে রাডার বিহীন নৌযানের মতোই...
আমাদের জীবনেও যারা ভোগবাদীতায় ডুবে থাকে তাদের জীবনও তেমনি অর্থহীন কেবলই যাপিত জীবন মাত্র যা ব্যার্থতায় পর্যবসিত হয় পরকালে।

+++

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১২:০১

আশাবাদী মানব বলেছেন: ব্যর্থতা থেকে আমরা মুক্তি চাই। ধন্যবাদ বিদ্রোহী .।।।

২| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৬

নেওয়াজ আলি বলেছেন:
চরম বাস্তবতার নিখুঁত প্রকাশ।

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৫৮

আশাবাদী মানব বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই

৩| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: এগুলো হলো ধনীদের বিলাসিতা।

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৫৯

আশাবাদী মানব বলেছেন: বিলাসিতা পরিহার করার মাঝেই সুখ আছে। ধন্যবাদ রাজীব নূর ভাই মন্তব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.