নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ পথচারী

মুহাম্মদ মামুনূর রশীদ

তারপরও মুষ্ঠিবদ্ধ হাতে ঘুরে দাড়াব.....।

মুহাম্মদ মামুনূর রশীদ › বিস্তারিত পোস্টঃ

নিষ্ফলা ২০১৩

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৮

কিভাবে যেন ২০১৩ টা পার হয়ে গেল। বুঝে উঠতে উঠতেই আবিষ্কার করলাম ব্লগে তো এবার আমার কোন লেখাই নেই। তবে কি কারো সাথে শেয়ার করার মতো কিছুই ঘটেনি? আসলেই কি তাই?



অথচ...

//এবছর মেঘনার একটা মাউন্টেন বাইসাইকেল (MTB- Raleigh Talus 1.0) কিনলাম।

//বহুত কষ্টে এমবিএ টা পাস করলাম।

//বাসায় নিজেই ইউটিপি কেবল দিয়ে নেটওয়ার্ক (আপাতত বাবার কম্পিউটার আর আমার ইন্টারনেট টিভিটা) কানেকশান সেট করলাম।

//একটা নতুন অ্যানড্রয়েড অ্যাপ লোড করলাম। আমার কাছে এটা এ বছরের সেরা অ্যাপ। ACR-Call Recording software.

//আমার সাড়ে তিন বছরের মেয়েটার স্কুল ভর্তি।

//শেষ পর্যন্ত বদলিটা হয়েই গেলো। প্রায় ছয়টা বছর এক জায়গায় থাকার পর অন্য জায়গায়। যদিও বাসা থেকে বেশ দূরে কিন্তু আমার নতুন লাইন ম্যানেজারকে আমার অন্যরকম মনে হলো। সচরাচর যেমনটা দেখে অভ্যস্ত তেমনটা না। আর যে কাস্টমার সার্ভিস টিম আর ব্রাঞ্চ অপারেশন টিমটা আছে, তা এক কথায় দারুন। সবকিছু মিলে বেশ অনুকূল একটা পরিবেশ। কেন জানি মনে হচ্ছে দিস ইজ অ্যান অপরচ্যুনিটি অফ লাইফটাইম ফর মি।



মনে হয় বিষয়গুলো আরও বিস্তারিত কিছু লেখা যায়। তাই না?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.