নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারন, ২৫ মার্চের সেই কাল রাত্রির পর থেকে আজ পর্যন্ত জামায়াতের কর্মকান্ডের ফিরিস্তি ঘাটঁলে একটা ব্যাপারে নিঃসন্দেহ হওয়া যায় তা হলো জামায়াত আর বাংলাদেশ শব্দ দুটি একে অন্যের সাথে সাংঘর্ষিক। অখন্ড পাকিস্তানের স্বপ্নের ঘোর যাদের ৪২ বছর পরও কাটেনি তারা কি করে বাংলাদেশ শব্দটি ব্যবহার করে। করতে হয় তাই করা। কিছু তো একটা মুখোশ পড়তে হবে; তো বাংলাদেশ শব্দটি হলো সেই মুখোশ। মুখোশ পড়ে ভেড়া সেজে ভেড়ার পালে মিশে থাকা, এই আরকি। তবে তারা যে আসলে নেকড়ে তা ইতোমধ্যেই পুংখানোপুংখ রূপে আম-জনতাকে বুঝিয়ে দিয়েছে, দিচ্ছে এবং……….ভবিষ্যতেও দিবে (যদি আম-জনতা সচেতন না হয়)।
আচ্ছা বুঝলাম তারা নেকড়ে কিন্তু একটা নেকড়েও কি তার পিতার পিতৃত্ত্বকে অস্বীকার করতে পারে? কারন বাংলাদেশের অস্তিত্ত্ব অস্বীকার করার মানে তো সেকরমই দাড়ায়। মজার ব্যাপার হলো তারা আবার বিভিন্ন সময়ে নাগরিক অধিকার বিষয়ক (যেমন জামায়াত নেতা-কর্মীদের নাগরিক অধিকার কেড়ে নেয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি.........) জ্ঞানগর্ভ কথাবার্তা শোনান। বাপকে বাপ বলে স্বীকারও করে না আবার সেই বাপের কাছ থেকে সন্তান হিসাবে তার অধিকারও দাবি করে বসে। কি জ্বালার মধ্যে পড়লাম রে বাবা................।
//প্রাসঙ্গিক কথাঃ
-- জামায়াত-শিবিরের কর্মীরা আপনারা কাউন্ট-ডাউন শুরু করেন....টার্গেট ২০৫৫ সাল।
জামায়াত-শিবিরের অস্বাভাবিক কার্যক্রমের স্বাভাবিক পরিনতি কি হতে পারে?
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০
মোঃ আনারুল ইসলাম বলেছেন: এটা কি হল বাবু মশায়? পুরাই যে চিচিং ফাঁক Not Fuck
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৫
গুগলরকস বলেছেন: বাংলাদেশ ব্রাঞ্চ
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৫
মামুন হতভাগা বলেছেন: বাপকে বাপ বলে স্বীকারও করে না আবার সেই বাপের কাছ থেকে সন্তান হিসাবে তার অধিকারও দাবি করে বসে। কি জ্বালার মধ্যে পড়লাম রে বাবা................।
জাস্ট রক্স