নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ পথচারী

মুহাম্মদ মামুনূর রশীদ

তারপরও মুষ্ঠিবদ্ধ হাতে ঘুরে দাড়াব.....।

মুহাম্মদ মামুনূর রশীদ › বিস্তারিত পোস্টঃ

চেনা চেনা মনে হয়? সেই রেডিওটাকে..........।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৯








এই পকেট রেডিওটা কে কে দেখেছেন? একালের নয় অবশ্যই। ৮০র দশক-সে সময়ের বললে হয়তো ঠিক হবে। সেই ছেলেবেলায় দেখা মামাদের কাছে। বাসায় ঠাউস সাইজের অন্য রেডিওর পাশে এই রেডিওটা ছিলো এক বিস্ময়। শুধু বিস্ময় বললে ভুল বলা হবে-একেবারে ঘোর লাগা বিস্ময়।

রেডিওটা ছিলো কালো রংয়ের। এক ব্যান্ডের (মিডিয়াম ওয়েভ) রেডিও। পিছন দিকটা খুললে শুধু ব্যাটারী কম্পার্টমেন্টটাই নয়, পুরো গাঢ় সবুজ রংয়ের ইলেকট্রনিক সার্কিট বোর্ডটাও দেখা যেতো। দুটি পেন্সিল ব্যাটারী (AA size) লাগতো এটি চালাতে। বড় নবটির মাধ্যমে রেডিও স্টেশন পরিবর্তন করা হতো আর আরেকটি নব দিয়ে সেটি অন কিংবা অফ এবং সাউন্ড ভলিউম নিয়ন্ত্রন করা হতো। একে তো রেডিওটা ছিলো যথেষ্ঠ ছোট (সত্যি সত্যিই সেটি পকেটে রাখা যেত), তার উপর রেডিওটির নিচের দিকে কোনায় ছিলো একটা আরো ছোট লাইট আর সে লাইট অন করার জন্য একটা হলুদ রং এর বাটন। বোধ করি বাড়তি এই ফিচারটিই রেডিওটার আকর্ষনীয়তা বাড়িয়েছিলো বহুগুনে-কোন সন্দেহ নেই।

ছেলেবেলার কত কিছুই তো মনে রাখিনি। কিন্তু এই রেডিওটার স্মৃতিটা এমনই শেকড় গাঢ়া যে কোন ভাবেই, কোন পরিস্থিতিতেই উপড়াল না। এখন পর্যন্ত। সেই স্মৃতির সাথে মিলিয়ে দেখবার ইচ্ছায় ডুব দিলাম নেটে। পাইনা, পাইনা কিচ্ছু পাইনা, সামান্যতম রেফারেন্স কিছুই না। আর পাবোও বা কিভাবে? কারন আমার অলস স্মৃতিতো শুধু রেডিওর ছবিটাই ধরে রেখেছে, নাম ধাম আর প্রয়োজনীয় বাকি তথ্যাদি দিয়েছে কালের স্রোতে ভাসিয়ে। যাক, একদিন রেডিওটার দেখা পেলাম রেডিও মিউসিয়াম নামের ওয়েব সাইটটাতে। একদম সেই পকেট রেডিওটাই।

নামঃ Pocketmate GT-733
প্রস্তুতকারকঃ Bolton Electronics Ltd.; Hong Kon

তথ্যসূত্রঃ রেডিও মিউজিয়াম - pocketmate gt-733

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

প্রামানিক বলেছেন: পুরান কথা মনে করিয়ে দিলেন। ধন্যবাদ

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: @প্রামানিকঃ

আপনাকেও ধন্যবাদ।
যদি এখনও এই জিনিষটা পেতাম। গাঁটের পয়সা খরচ করে হলেও সংগ্রহে রাখতাম।

যদি কিছু মনে না করলে এখানে Click This Link ঢুঁ মেরে দেখতে পারেন। পুরান কথা...মিলেও যেতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.