নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ পথচারী

মুহাম্মদ মামুনূর রশীদ

তারপরও মুষ্ঠিবদ্ধ হাতে ঘুরে দাড়াব.....।

মুহাম্মদ মামুনূর রশীদ › বিস্তারিত পোস্টঃ

"ধর্মবিদ্বেষ সমাচার"

১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪৯

ইসরাইল ফিলিস্তিনী সমস্যাকে মোড়ক বানিয়ে একটি বিশেষ ধর্মের বিদ্বেষীদের সম্মিলিত কার্টুন নৃত্য শুরু হয়েছে। যে নৃত্য করছে সে মনে করছে না জানি কি অনন্যসাধারন ধ্রুপদি কিছু একটা সে করে ফেলেছে। কিন্তু দিন শেষে তা তো ঐ কার্টুন নৃত্যই। যেমন খুশি তেমন সাজার মতো কেউ ভেক ধরেছে ধর্ম বিদ্বেষীর আর কেউবা প্রভু্ ইসরায়েলের একনিষ্ট মুরিদ হিসেবে।

সে নিজেকে মুক্ত চিন্তক বলে দাবি করে অথচ নিজে মুক্তভাবে সব ধর্মকে আক্রমন করে কথা বলে না। Carefully careless....এই আর কি।

কেবল মাত্র ঐ বিশেষ ধর্মকেই বিদ্বেষের লক্ষবস্তুতে পরিনত করাকে তারা মনে করে ব্যাপক প্রগতিশীলতা (আসলে ধান্দাবাজী), বিশাল একটা সামাজিক দায়বদ্ধতা, প্রভৃতি।

ডাক্তারের নিজ ভুলের কারনে কোন রোগী মৃত্যু বরন করলে ধর্ম বিদ্বেষীরা তখন বলবে সব দোষ ডাক্তারি বিদ্যার, ডাক্তারের নয়। গনতন্ত্র মানুষ না মানলে দোষ তারা মানুষকে দেবে না, বলবে গনতন্ত্রের মতো খারাপ আর কিছু নেই। জাসদ কর্মী পাটের গুদামে আগুন আর থানা লুট করলে দোষ মানুষের না, দোষ সমাজতন্ত্রের। সোজা কথা যত আকামই মানুষ করুক না কেন মানুষের কোনই দায়বদ্ধতা নেই, দায় সব ঐ বিশেষ ধর্মের, কেষ্টা ব্যাটাই চোর। এই লজিকেই ধর্ম বিদ্বেষীদের মাথা কাজ করে। অহরহ বলে বেড়ায় ঐ বিশেষ ধর্ম সংস্কার করা উচিত। কিন্তু সে নিজে উদ্যোগী হয়ে কোন ভার্শন বের করবে না। অন্যের ঘাড়ে বন্দুক রেখে ফুটাবে। কি খায়েশ........

যাই হোক কয়েক শব্দের সমাহারে আমরা সমাজে এদের যে নামে চিনি তা হলোঃ

বিজ্ঞানমনস্ক সাহিত্যিক। এই সকল পরজীবিদের কল্যানে না বিজ্ঞানের কোন লাভ হয় না সাহিত্য সমৃদ্ধ হয় অথচ বিশেষ একটি ধর্মকে আক্রমন করে ভাব দেখায় যে গোটা সমাজ সে কতই না এগিয়ে নিয়ে গেল।

কার্টুন একটা.......

মন্তব্য ২১ টি রেটিং +৮/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৮

রিদওয়ান খান বলেছেন: অল্প কথায় ধর্মবিদ্বেষীদের পরিচয় পড়ে আরাম পেলাম।
সুন্দর লেখনী ।

২| ১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪১

মৃতের সহিত কথোপকথন বলেছেন: এই ব্লগেও আছে। মুলত তারা হি*ন্দু। মুক্তমনার নামে ভন্ডামি করছে।

৩| ১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪৪

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: আপনাকে ধন্যবাদ, সুন্দর লেখনী।
তথাকথিত এথিয়েস্টদের বিদ্বেষ ধর্মের প্রতি নয়। শুধু একটি ধর্মের প্রতি।
আজ পর্যন্ত একজন মুক্তমনাকেও সহজ সরল ক্যারেক্টার হিসেবে দেখিনি। চরম কম্প্লিকেটেড এবং মানসিকভাবে পরাধীন।

৪| ১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের সব আক্রোশ ইসলাম ও মুসলিমদের প্রতি।

৫| ১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: বেশকিছু আর এস এসের চর ব্লগে ঘৃণাভাষন ছড়িয়ে যাচ্ছে।পাত্তা না দেওয়াই ভালো।অন্যথায় গাত্রদাহ দেখতে পোষ্টে গেলেও কমেন্ট না করাই উত্তম।অন্ধ ইসলাম, বিদ্বেষ ঘৃণা ভাষণ ছাড়া এদের পোষ্টে কিছুই নেই।

৬| ১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওরা ছিল থাকবে ওদের পাত্তা দেয় কে! ওদের চেনে সকল সমাজের লোকজনই।

৭| ১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪৯

নাহল তরকারি বলেছেন: ইসরায়েল আর ফিলিস্তিন এর যুদ্ধ কি ধর্মীয়? নাকি রাজনৈতিক?

৮| ১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এদের সাগরেদের সংখ্যাও কম নয় এই ব্লগে। একেকজনের জ্ঞানের ভান্ডার

৯| ১০ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫৭

সোনাগাজী বলেছেন:


আপনি কি কারণে হামাসের পক্ষে ও ইহুদিদের বিপক্ষে? জাতীয়, আত্মীয়, পারিবারিক, রাজনৈতিক, আর্থিক কারণে; নাকি ধর্মের কারণে?

১০ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: অবৈধ বসতি স্হাপনকারী ইহুদিরা যখন বংশ পরম্পরায় ভোগ করা বাপ দাদার জমি গায়ের জোরে নিয়ে নেয়ার চেষ্টা করবে তখন তার উপর পাল্টা গায়ের জোর প্রয়োগ করা একশতভাগ ন্যায় সংগত। নো কনফিউশান।

মায়ানমার থেকে আসা আশ্রিত রোহিঙ্গারা যদি পুরো কক্সবাজার দখল করে নেয়, সেটা কি সমর্থন করবেন? রাজি? এ ভাবে বাংলাদেশের ভুখন্ডের একটা অংশ অন্যের নিয়ন্ত্রনে চলে গেলে কি মেনে নেবেন? যেহেতু আপনি অসম্ভব রকমের মানবিক মানুষ।

১০| ১০ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫৬

ঢাবিয়ান বলেছেন: ফিলিস্তিনে মুসলিমদের মরতে দেখে এরা নিজেদের আনন্দ আটকিয়ে রাখতে না পেরে নৃত্য শুরু করেছে। এরা কেউই মুক্তমনা নয়। এরা সব ওপারের মুসলিম নিপীড়নকারী।

১১| ১০ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০০

সোনাগাজী বলেছেন:


ঢাবিয়ান বলেছেন: ফিলিস্তিনে মুসলিমদের মরতে দেখে এরা নিজেদের আনন্দ আটকিয়ে রাখতে না পেরে নৃত্য শুরু করেছে। এরা কেউই মুক্তমনা নয়। এরা সব ওপারের মুসলিম নিপীড়নকারী।

-গাজার মুসলমানদের অকারণে প্রাণ যাচ্ছে ব্লগারদেরলেখার কারণে, নাকি হামাসের ভুল ও সন্ত্রাসী কার্যকলাপের ফলে? আপনি দেশের বাইরে গিয়েও কিছুই শিখতে পারেননি। আপনার পোষ্টে মন্তব্য করে নোটীশ পেয়েছি।

১২| ১০ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২৮

সোনাগাজী বলেছেন:



আপনি কি সব ধর্মের মানুষদের সন্মানের চোখে দেখেন?

১৩| ১০ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৬

কামাল১৮ বলেছেন: প্রতিটা ধর্মের লোক অন্য ধর্মের মানুষকে ছোট করে দেখে।এইজন্য ধর্মগুলো দায়ী মানুষ না।

১০ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:১২

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: আপনার বক্তব্যের সাথে আমার চার নাম্বার প্যারাটা খাপে খাপ মিলে গেছে।

অভিনন্দন।

১৪| ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ১:০১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সাপের লেজে পা দিলে সাপ কী করে? বাস্তবতা না বুঝে আবেগি কথাবার্তা বলে লাভ আছে? আপনার মতো বেকুবরা ইসরায়েলি মরলে আলহামদুলিল্লাহ, আর ফিলিস্তিনি মরলে ইন্না-লিল্লাহ পড়েই কাজ সারে। মূল সমস্যা বুঝতে পারে না।

১১ ই অক্টোবর, ২০২৩ সকাল ৮:২৯

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: ৫৬ বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনীদের মারছে কিন্তু ওরা তো শেষ হচ্ছে না।

হামাস স্বসস্ত্র আন্দোলন করছে বলেই গাজায় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি রোহিঙ্গাদের উৎপাত নেই বললে চলে। সামনে আরও শত বছর পার হলেও ওদের ঐ ক্ষুদ্র ৪১ বর্গ কি:মি: এর ভুক্ষন্ড ওদের নিয়ন্ত্রনেই থাকবে।

আর পশ্চিম তীরে ফাতাহ স্বসস্ত্র আন্দোলন তো দূরের কথা, কিছু না করে শান্তিপূর্ন সহঅবস্হান আছে। প্রতিনিয়ত তাদের অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি রোহিঙ্গাদের জমি দখল আর আনুসাঙ্গিক উৎপাত সহ্য করা ছাড়া আর কোন কাজ তাদের নেই। অল্প কিছুদিন পর মানচিত্রে পশ্চিম তীর থাকবে ঠিকই কিন্তু ওখানে ফিলিস্তিনী জনগনকে অনুবীক্ষন যন্ত্র দিয়েও খুজে পাওয়া যাবে না।



এক আঙ্গুল তুলে আমাকে বেকুব বলছেন কিন্তু আপনার আরো তিন আঙ্গুল কিন্তু আপনার দিকে। নিজেকে তিন বার প্রশ্ন করে নিশ্চিত হয়ে নিয়েন যে আপনি নিজে বেকুব না।

১৫| ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৪৩

রাজীব নুর বলেছেন: ধর্ম বিদ্বেষে কি ধর্মের কোনো ক্ষতি হয়?

১১ ই অক্টোবর, ২০২৩ সকাল ৭:৫০

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: নিঃসন্ধদেহে, ধর্মের কোনো ক্ষতি হয় না। কিন্তু মূর্খ মানুষ যাদের ধর্মীয় অনুভূতিই একমাত্র সম্বল, তাদের মানসিক শান্তি বিঘ্নিত হয়। তারা তখন উন্মাদের মত ছুরি কাচি নিয়ে ঝাপিয়ে পড়ে ধর্ম বিদ্বেষীদের কচুকাটা করে। হত্যার আসামি হিসাবে সে কারাগারে পচে। সে আবিষ্কার করে যে তার উৎসাহদাতা মৌলবীরা তার আসে পাসে নেই, কোথাও কেউ নেই।

যাই হোক ধর্মের কোন লাভ বা ক্ষতি কিছুই হয় না। তবে নিহত ধর্ম বিদ্বেষী তার কমিউনিটিতে বীরের মযার্দা প্রাপ্ত হন। আর যে ভাগ্যক্রমে বেচে গেল তার নেট লস বলে কিছুই নেই্। উল্টো এসাইলাম ভিসা পেয়ে দেশের সীমানা পেরিয়ে সে পগার পার। তার ছাগলের তিন নম্বর বাচ্চাদের অবশ্য চেয়ে চেয়ে এসব দেখা ছাড়া আর কিছু করার থাকে না।

১৬| ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ২:১১

আলবদর বলেছেন:

আপনি কি কারণে হামাসের পক্ষে ও ইহুদিদের বিপক্ষে? জাতীয়, আত্মীয়, পারিবারিক, রাজনৈতিক, আর্থিক কারণে; নাকি ধর্মের কারণে?

যে কারনে আপনি মুক্তিযোদ্ধাদের পক্ষে, ঠিক সেই একই কারনে হামাসের পক্ষে আমরা।

১৭| ১১ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রাইট। কিছু মানুষ মুসলিম মরলে, আক্রান্ত হলে চিরকাল খুশি। ব্লগেও সেই মানুষ তার আনন্দ ছড়িয়ে যাচ্ছে। তাদের প্রতি রইল.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.