![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রভাতের লাল রঙ্গা সূর্যটা ছড়িয়েছিল
এক চিলতে বিকিরন
পরেছিল শিশির ভেজা ঘাসের ডগায়।
সেই শিশির পায়ে জড়িয়ে
আলোর সন্ধানে উজ্জিবিত
আমি আর বন্ধু
এসেছিলাম প্রযুক্তি শিক্ষায়।
ক্ষণে ক্ষণে দিন রাতের পরিবর্তনে
সময় কাটিয়েছি বেশ।
বহু ঘটনা মজার সৃতির রয়ে গেছে অনেক রেশ।
বন্ধু,
শিখেছিলাম তোমার কাছে সাধনা কাহাকে বলে
সততা সহিষ্ণুতায় পশ্চাদপদতা কীভাবে ভুলে।
তারুন্যের আহ্বানে আমরা, ছুটে চলছি সম্মুখ পানে।
মনে পড়ে,
একদিন তুমি ছিলে রোগাক্রান্ত,
তোমার তপ্ত ললাটে দিয়েছিলাম
পানি মিশ্রিত বরফের ছেঁক
রোজা রাখছিলে তুমি এনেছিলাম
পাওরুটি কলা কেক।
খাওনি তুমি,
শত অনুরোধ করেছিলাম ভাংলেনা তুমি পন
খোদার রহমত ঘিরে থাকুক তোমার এই জীবন।
ব্যাস্ততার কাছে পরাজিত বন্ধুত্ব
তবুও;
আবার আসছে খোশ আমদেদে ঐশীর সে আহ্বান
তুমি শেষ বিকেলে এসো বন্ধু
তোমায় ইফতার করাবো আসন্ন এই রমজান।
০৩ রা মে, ২০১৭ রাত ১১:২২
মিঃ আতিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ,আল্লাহ আপনারও মঙ্গল করুন-আমিন।
২| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:০৭
সুমন কর বলেছেন: গল্প কথা, মোটামুটি লাগল।
+।
০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:১৪
মিঃ আতিক বলেছেন: আপনি প্লাস দিয়েছেন, আমি অনেক খুশী।
৩| ০৫ ই মে, ২০১৭ রাত ১১:০৪
কলিমুদ্দি দফাদার বলেছেন: ইসলামী গজলের কথা ম্ নে পড়ে গেল।
০৫ ই মে, ২০১৭ রাত ১১:১০
মিঃ আতিক বলেছেন: অনুভূতি জানানোর জন্য ধন্যবাদ।
৪| ০৫ ই মে, ২০১৭ রাত ১১:২৪
চাঁদগাজী বলেছেন:
বন্ধুত্ব থেকে যায় চিরদিন
০৬ ই মে, ২০১৭ রাত ১০:০২
মিঃ আতিক বলেছেন: আমার কাছের অনেক বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করি, হয়ত সব সময় হয়ে উঠেনা। ব্লগে এসে আপনাকে পেলাম, আপনি কি লিখেছেন এটা পড়তে হলেও অন্তত একবার ব্লগে আসি,এটাও একধরনের সম্পর্ক মনে হয়।
৫| ০৬ ই মে, ২০১৭ রাত ১১:১৭
ওমেরা বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাইয়া ! আমার কাছে খুব ভাল লেগেছে ভাইয়া অনেক ধন্যবাদ ভাইয়া ।
০৭ ই মে, ২০১৭ রাত ১:৩৭
মিঃ আতিক বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম।অসংখ্য ধন্যবাদ।
৬| ১৮ ই মে, ২০১৭ সকাল ১০:২৬
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: বন্ধুর প্রতি বন্ধুর এমন অকৃত্রিম ভালোবাসাই কাম্য।
বেঁচে থাকুক আপনাদের বন্ধুত্ব।
কবিতা সুন্দর হয়েছে।
২০ শে মে, ২০১৭ রাত ১২:০৪
মিঃ আতিক বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
৭| ১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
সিনবাদ জাহাজি বলেছেন: সুন্দর কবিতা।
বন্ধন থাক আজীবন
১৯ শে মে, ২০১৭ রাত ১১:০৫
মিঃ আতিক বলেছেন: অনুভূতি জানানোর জন্য ধন্যবাদ।
৮| ২১ শে মে, ২০১৭ সকাল ১১:০৮
টমাটু খান বলেছেন: বন্ধুত্বের জয় হোক।
১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৬
মিঃ আতিক বলেছেন: ধন্যবাদ
৯| ২৫ শে মে, ২০১৭ রাত ১০:৪১
চাঁদগাজী বলেছেন:
ইফতারের কথা শুনে আমরাও ঘনিষ্টতা অনুভব করছি।
১০| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভাই। মুগ্ধতা রইল ইফতারের আহ্বানে।
শুভকামনা জানবেন।
২৯ শে জুন, ২০১৭ রাত ৩:৩২
মিঃ আতিক বলেছেন: ঈদের শুভেচ্ছা নিবেন প্রিয় কবি নাইম জাহাঙ্গির নয়ন ভাই।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৭ রাত ১১:১৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মাশাআল্লাহ ভাললেগেছে। বন্ধুত্বের বন্ধন থাকুক চির অটুট। আল্লাহ আপনার মঙ্গল করুন-আমিন।