![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এদেশে ধনীদের কাছে যেমন কোটি কোটিও ব্যাপারনা আর গরিবের খেতে কষ্ট মতিঝিল আইডিয়াল ভিকারুন্নিসা সহ নামি দামি স্কুল গুলো ঠিক এই সমাজের বাস্তব অর্থনৈতিক চিত্রের প্রতিচ্ছবি।রাত ৩টায় ধানমন্ডি থেকে রওনা হয়ে রাত ৪টায় লাইনে দাড়িয়ে সকাল ১১টা নাগাদ একটা ভর্তির ফর্ম নেয়াকে স্বাভাবিক ঘটনা বলা যায় না। এটা একটা স্কুলইতো এর বেশীতো কিছু নয়,এই প্রতিযোগিতার মানে কি? ভিকারুন্নিসায় কোন কাজে যারা গেছেন তারা ভাল বলতে পারবেন একটা স্কুলকে অত উপরে তুললে যা হওয়ার তাই হচ্ছে সেখানে। একজন অরিত্রি খুন হয়ে আমাদের চোখ মেলে দেখার সুযোগ করে দিয়েছে। বহু অরিত্রিদের চাপা কান্নার শব্দ আমাদের কান পর্যন্ত আসছে না।
আমাদের কর্পোরেট সমাজ বহনের অযোগ্য একগাদা বই সন্তানের কাঁধে চাপিয়ে নিজের আভিজাত্য প্রকাশ করতে চাইছে। তাই এখন ভিকারুন্নিসায় একজন শিক্ষক মাসে লক্ষের অধিক টাকা আয়ের সুযোগ পাচ্ছে অনায়াসে। এই টাকা,এই অবৈধ টাকা দিনে দিনে এদের মনুষ্যত্ব কেড়ে নিচ্ছে। দেশের এলিট শ্রেনীর লোকের সন্তানদের পড়ানোর সুযোগ পেয়ে এদের ঔদ্ধত্য সহ্যের বাইরে। ভিকারুন্নিসা দেশ সেরা স্কুল, আমরা আমাদের স্ট্যটাস বানিয়েছি আমার সন্তান সেরা স্কুলে পড়লেই সমাজে আমার সম্মান বেশী হবে, তাই নামছি মহা প্রতিযোগিতায়। প্রশ্ন হচ্ছে নিজের সন্তান কি প্রতিযোগিতার পন্য?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
মিঃ আতিক বলেছেন: এরা আরো বহু অপকর্ম করছে, সব মিডিয়ায় আসে না।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
সনেট কবি বলেছেন: যে স্কুলের শিক্ষকেরা অমানুষ এমন ভাল স্কুলের দরকার নেই।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২
মিঃ আতিক বলেছেন: স্কুলে প্রহার করা বন্ধ হওয়ার পর নতুন ধরনের নির্যাতন শুরু হয়েছে।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঢাকার স্কুলগুলোকে ওভাররেটেড করা ফেলা হয়েছে অভিভাবক ও সমাজের অসুস্থ প্রতিযোগীতার কারণে। অথচ কর্মজীবন নির্ধারিত হয় বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে...
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৯
মিঃ আতিক বলেছেন: ঠিক বলেছেন,ধন্যবাদ।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫১
রাজীব নুর বলেছেন: আমার কাছ থেকে আশা করা হয় অনেক কিছুই।
অথচ আমার দ্বারা কোনো কিছু সম্ভবপর হয় না।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৬
মিঃ আতিক বলেছেন: মানুষ তাঁর বয়সের একটা প্রান্তে এসে ধনী গরিবের বিভেদ হয়, শিশু বয়সে দুটো শিশু প্রায় এক।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০
চাঁদগাজী বলেছেন:
ভিকারুন্নেসা ডাকাত এলিটদের ট্রেডমার্কে পরিণত হয়েছে