নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি বাংলাদেশ

মিঃ আতিক

ব্লগার

মিঃ আতিক › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানে মাওলানা ডিজেলের বিজয়

৩১ শে মার্চ, ২০২২ রাত ১২:১৩

পাকিস্তানী মানুষদের একটা অংশ ধর্মীয় পরিচয়ের লোভী নেতার খপ্পরে পরে আবার ভুল সিদ্ধান্ত নিচ্ছে, সরে যেতে হচ্ছে নতুন পাকিস্তানের আর্কিটেক্ট বনে যাওয়া ইমরান খান কে। একটা মডারেট পাকিস্তান দক্ষিণ এশিয়ার জন্য ছিল বহু দিনের কাঙ্ক্ষিত। সেই স্বপ্ন আপাতত শেষ। দূর্নীতি, দূর্নীতিবাজ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহন আর লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের ছাড় দেয়া কাল হল ইমরান খান সরকারের। টুপাইস কামানোর অবারিত সুযোগ না পেয়ে নিজের দলের কিছু অসৎও বিক্রি হয়েছে বিরোধী শিবিরে।

গেল নির্বাচনের পর পাকিস্তানের বিরোধী রাজনীতিবিদদের দূর্নীতি অপকর্ম প্রমাণ সহ জনসম্মুখে আসতে থাকে। দিশেহারা দূর্নীতিবাজদের রক্ষায় মুল ইস্যুর বাইরে গিয়ে ইসলাম রক্ষার দোহাইয়ে এগিয়ে আসে দেওবন্দি মাওলানা ডিজেল। শুরুটাও পরিচিত ফতোয়া দিয়ে "ইমরান খান ইহুদিদের দালাল" আর যায় কোথায়। দেওবন্দিদের বাংলাদেশ শাখা হেফাজত স্টাইলে শুরু হয় পরিচিত সেই আন্দোলন, পাঁচ বছরের মাসুম বাচ্চা থেকে ৩৫ বছরের বলদ তালেবান সবাই সরকার পতনের দাবিতে রাস্তায়। শাপলা চত্বরের সেই শেখ হাসিনা স্টাইলের ফ্যাসিবাদী একশান নিতে ব্যর্থ হওয়া, আধুনিক শিক্ষায় শিক্ষিত ইমরানের তাই আজ পতন ঘন্টা। বর্বর ভুট্টুর নাতি আর কমিশন খোর জারদারি বিলাওয়ালরা রাজনীতির হালে পানি পেল।

সরকার পতনের আন্দোলন জণগণের অধিকার। কিন্তু টুপি পাঞ্জাবি লাগিয়ে ধর্মীয় সিম্পেথি আদায় করে নয়। মানুষের জাকাত ফেতরা দানের পয়সায় বেড়ে ওঠা এতিম অসহায়দের নিজের রাজনৈতিক স্বার্থে সরকার পতনের আন্দোলনে রাস্তায় নামানো লোভী ভন্ডরা আমাদের দেশেও পাড়া মহল্লা রাস্তার মোড়ে মোড়ে,জাকাত ফেতরা দান আদায়ের ঠিকাদারি নিয়েছে।


* মালানা ফজলুর রহমান গত ত্রিশ পয়ত্রিশ বছরে পাকিস্তানে যতগুলো সরকার এসেছে প্রায় সবার কাছ থেকে ফতোয়া আর ইস্যু সৃষ্টি করে আন্দোলনের হুমকি দিয়ে নিজের স্বার্থটা বাগিয়ে নিয়েছে (অনেকটা হেফাজতের শফির শাপলা চত্বর আন্দোলন বন্ধের বিনিময়ে জমি জিরাত গ্রহনের মত) বেনজির ভুট্টোর সরকারের সময় সে ঝামেলা শুরু করলে তাকে তেল মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হয়, মন্ত্রীত্বের সুবিধা কাজে লাগিয়ে চোরাই পথে বেশি দামে আফগানিস্তানে ডিজেল বিক্রি করে নিজে প্রচুর অর্থ কামিয়ে নেয়, পাকিস্তানে দেখা দেয় ডিজেল সংকট। সেই থেকে জণগণের দেয়া উপাধি ' মাওলানা ডিজেল '।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১২:৪৪

রাজীব নুর বলেছেন: আপনি কি ইমরান খানের ভক্ত?

৩১ শে মার্চ, ২০২২ ভোর ৬:২৮

মিঃ আতিক বলেছেন: ক্রিকেট ইতিহাসে পাঁচজন বোলারতাদের ফুল ক্যারিয়ারে কখনো নো বল করেন নি, ইমরান খান তাদের একজন।

২| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১২:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


ডিজেলের সমর্থক কত ভাগ?

৩১ শে মার্চ, ২০২২ ভোর ৬:৩৮

মিঃ আতিক বলেছেন: মাদ্রাসার অসহায় এতিম ছাত্ররা তার প্রধান রাজনৈতিক হাতিয়ার।

৩| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১২:৫৬

নেওয়াজ আলি বলেছেন: মাওলানা ডিজেল তাহলে ভিতরে ভিতরে বাটপার

৩১ শে মার্চ, ২০২২ ভোর ৬:৩০

মিঃ আতিক বলেছেন: পাকিস্তানের অনেক মানুষ তাই মনে করে।

৪| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১২:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:
নিরুপায় ইমরান কোটি কোটি রুপি প্রকাশ্যে ঘুষ দিয়েও রেহাই পাচ্ছেন না।
প্রকাশ্যে ঘুষ মানে প্রচলিত ব্যাঙ্কিং চ্যানেল ব্যাবহার করে কিছু গভর্নর ও সংসদ সদস্যকে সরাসরি ডাইরেক্ট ডিপোজিটে টাকা পাঠিয়ে ইতিহাস শৃষ্টি।

৩১ শে মার্চ, ২০২২ ভোর ৬:৩৩

মিঃ আতিক বলেছেন: সত্যকার কোটি কোটি খরচ করলে ক্ষমতা ছাড়তে হতোনা।

৫| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১:২৮

ধূসর সন্ধ্যা বলেছেন: আপনার ভাষায় ওদেশী হেপাজতের প্রতি ঘৃণা আর নিজ দেশী হেপাজতের প্রতি প্রেম প্রকাশ পাচ্ছে ।

৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৮

মিঃ আতিক বলেছেন: কই না তো

৬| ৩১ শে মার্চ, ২০২২ সকাল ৮:১৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ইমরান মোটামুটি মডারেট ছিলেন। থাকতে পারলেন না। এখন তো পাকিস্তানের অবস্থা যাচ্ছেতাই হয়ে যাবে।

৩১ শে মার্চ, ২০২২ সকাল ৯:৫৩

মিঃ আতিক বলেছেন: তাই মনে হচ্ছে

৭| ৩১ শে মার্চ, ২০২২ সকাল ৮:২৫

বিটপি বলেছেন: পাকিস্তান একটা দেশ আর ইমরান খান একটা প্রধানমন্ত্রী!

৩১ শে মার্চ, ২০২২ সকাল ৯:৫৭

মিঃ আতিক বলেছেন: অন্তত আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরে যেতে হচ্ছে, বাংলাদেশেতো আইন ভাংতে পারলেই রাজা

৮| ৩১ শে মার্চ, ২০২২ সকাল ৯:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার মনে হয় পাকিস্থানিরা আবারো ভুল করছে।

৩১ শে মার্চ, ২০২২ সকাল ১০:০১

মিঃ আতিক বলেছেন: সঠিক সিদ্ধান্তের উপর পাঁচ বছর কায়েম থাকার ধৈর্য ওদের নেই

৯| ৩১ শে মার্চ, ২০২২ সকাল ১০:২৯

সোনাগাজী বলেছেন:




সেনাবাহিনী কোন পক্ষে?

৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৫

মিঃ আতিক বলেছেন: ইমরান সবাইকেই পাশে চাইছেন। শুধু সেনাবাহিনীর সহযোগিতায় ক্ষমতায় থাকার ইচ্ছে থাকলে আন্দোলনে দমন পীড়ন থাকতো কিন্তু তেমনটা দেখা যায়নি।

১০| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩০

আমি ব্লগার হইছি! বলেছেন: কোন ব্যাপার না। আমাদের তেতুল হুজুরের অনুগামী ওদের ডিজেল হুজুর।

৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৭

মিঃ আতিক বলেছেন: ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানোই এদের কাজ

১১| ০১ লা এপ্রিল, ২০২২ রাত ১:৩৪

অর্ক বলেছেন: ইমরান মোস্ট একটা ফালতু লোক। কথার কোনও মূল্য নেই। সকালে এক কথা। বিকেলে ঠিক তার উল্টো। ক্ষমতা গ্রহণের সময় বলেছিলো, পাকিস্তানকে সুইডেন বানিয়ে দিবো। ফলাফল ঘোড়ার ডিম। অনেকদিন থেকে আসছি তাকে। ভালো জানি। ওরকম ফালতু লোক আর দ্বিতীয়টা হয় না। ভালো খেলোয়াড় ছিলো নিঃসন্দেহে। কিন্তু ব্যক্তি ইমরান একটা ফালতু লোক। কথার দুই পয়সা দাম নাই। পাকিস্তান একটা সম্পূর্ণ ব্যর্থ রাষ্ট্র। সেখানকার মানুষই দায়ী।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.