নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩ চোখের ব্লগ

মৃদুল হাসান

আমার ৩ টা চোখ (০) (০) ৫

মৃদুল হাসান › বিস্তারিত পোস্টঃ

সময়ের মূল্য কি শুধু পুরুষদের আছে !নারীদের নেই??

১৩ ই মে, ২০১৩ সকাল ১০:৩৭

এই পুরুষ তান্তিক সমাজে নারীরা কেন এত বেশি অবহেলিত ? আমার এই পোষ্ট ঐ সমস্থ কু** বাচ্চা পুরুষদের জন্য যারা এখনও নারীদেরকে বিভিন্ন ভাবে অবহেলা করে। আমি ছোট একটা উদাহরণ দিব এই বিষয়ে যেটা আসলে আমরা অনেকেই এড়িয়ে যাই । গতকাল সন্ধ্যার দিক সভার যাচ্ছিলাম তিতাস বাসে করে মিরপুর ১০ থেকে। আর একমাত্র তিতাস বাসই মিরপুর টু চন্দ্রা ভায়া সাভার -নবীনগর এই রুটে চলাচল করে। বাসটি যখন মিরপুর ১ এ এসে থামল তখন সময় সন্ধ্যা সাড়ে ছয়টা। বাসে কোন সিট ফাকা নাই তবে দাড়িয়ে যাইতে পারবে। এই যখন অবস্থা তখন দূর থেকে এক মহিলা (বয়স ৩০-৩৫ বছর হবে) দৌড়ে আসতেছিল বাসে উঠার জন্য (সাভার যাবে বলতেছিল)। যখন সে উঠার জন্য সিঁড়িতে পা দিবে ঠিক ঐ মুহূর্তে ভিতর থেকে মাঝ বয়সী এক পুরুষ বলে উঠল বাসে সিট নাই মহিলা উঠানো যাবে না। সাথে সাথে হেল্পার ঐ মহিলাকে বলল মহিলা উঠানো যাবে না। মহিলা বলতেছিল আমি দাড়িয়েই যাবো আমার খুব জরুরী। অনেক কাকুতি মিনতি করার পরও সে বাসে উঠতে পারে নি। তার ঐ বিমর্ষ চেহারা দেখে আমার ভীষণ খারাপ লাগার পর আমি হেল্পারকে বলছিলাম তাকে উঠানোর জন্য কিন্তু অনেকেই আমাকে বিরোধিতা করেছিল। আমার একার পক্ষে সম্ভব হয়নি তাকে বাসে উঠানো। আপনাদের সবার কাছে আমার প্রশ্ন কেন এমন হল??? সে মহিলা বলে কি মানুষ না। তার কি সময়ের মূল্য নাই? নাকি সে অপরাধ করেছে মেয়ে হয়ে জন্মগ্রহণ করে? একবার তার দিকটা ভাবুন সে ৫ টায় অফিস শেষ করে ১ ঘণ্টা ধরে দাড়িয়ে আছে বাসের জন্য । তার ছোট বাচ্চাটা তার জন্য অপেক্ষা করতেছে সেই সকাল থেকে কখন মা আসবে। বাসায় যেয়ে কিন্তু তাকে আবার রান্না করতে হবে, ঘর গোছাতে হবে কত কাজ। আমারা পুরুষরা তো শুধু পায়ের উপর পা তুলে শুয়ে থাকি। আবার সময় মতো রান্না শেষ না করতে পারলে তো স্বামীর হাতে বকুনি তো ফ্রী আছেই । তাহলে এইবার বুঝুন কার প্রয়োজন টা বেশি ঐ মহিলার নাকি আমাদের মতো পায়ে পা তোলা পুরষদের। আমারা তার সময়ের মূল্য টা বুঝলাম না, তার প্রয়োজন টা বুঝলাম না। আমারা পুরুষ জাতি আমরা সর্ব ক্ষেত্রে নারীদের উপর কর্তিত খাটাতে পষন্দ করি। এটা ঠিক না । আমাদের ভুলে গেলে চলবে না সৃষ্টিকর্তা শুধু পুরুষদের শ্রেষ্ট্র জীব বলে নাই মহিলাদের কেও বলেছে। সুতরাং নারী পুরুষের অধিকার সমান। একবার ভেবে দেখুন তো আপনাদের মা, বোন কিম্বা বউ যদি এভাবে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাড়িয়ে থাকে বাসে উঠার জন্য তাহলে আপনার কেমন লাগবে? তাদের কাজ কি আমাদের চেয়ে কম গুরুত্বপূর্ণ? ভাইরে এখনও সময় আছে পালটানোর জন্য । আসুন আমারা পুরুষরা মহিলাদের যোগ্য সন্মান দেখাই এবং তাদেরকে ছোট না করি।

(বলতে ভুলে গেছি তারপরও ঐ বাসে কমপক্ষে ২০ জন দাড়িয়ে উঠাইছিল)।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.