![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চট্টগ্রামের সুন্নি জামিয়া মাদ্রাসার ১০ আলেমকে হত্যার উদ্দেশ্য রেকি (ঘটনাস্থল পরিদর্শন) করার সময় আজ সোমবার বিকেলে এক শিবির-কর্মীকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। তার নাম মাহমুদুল হাসান। তার বক্তব্যের সুত্র ধরে চট্টগ্রামের কালামিয়া বাজারের ইসহাক ভবন থেকে পুলিশ আরও সাত শিবির-কর্মীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত অন্যরা হলেন আব্দুর রহমান বিশ্বাস (দলনেতা), রেজাউল করিম, ওসমান গনি, আরিফুর রহমান, মো. ইউনুস, আশরাফ উল্লাহ, মো. জসীম উদ্দিন। তাদের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, ইসলাম নিয়ে দেওয়া জামায়াত-শিবিরের নানা অপব্যাখার সমালোচনা করেন সুন্নি জামিয়া মাদ্রাসার আলেমরা। এই আলেমরা সব সময় বাংলাদেশ ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। আর এ কারণেই জামায়াত নেতারা তাদের বিরোধিতা করে থাকেন।
পুলিশ জানায়, আজ বিকেলে সন্দেহজনক ঘোরাঘুরি করা অবস্থায় মাহমুদুল হাসানকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে শিবির-কর্মী দাবি করে। তার কাছ থেকে ১০ জন আলেমের নাম সম্বলিত একটি চিরকুঠ পাওয়া যায়। তার বক্তব্যের সূত্র ধরে বাকি সাতজনকে আটক করা হয়। আটককৃতরা জানায়, তারা ওই ১০ আলেমকে হত্যার উদ্দেশ্য মাহমুদুল হাসানকে রেকি করতে পাঠায়।
আব্দুর রহমান বিশ্বাস নিজেকে শিবির কর্মী এবং আলেমদের হত্যার উদ্দেশ্য গঠিত দলের নেতা দাবি করে পাঁচলাইশ থানায় প্রথম আলোকে ডটকমকে বলেন, ‘এই আলেমরা দেলাওয়ার হোসেন সাঈদীর বিভিন্ন তাফসীরের সমালোচনা করে বক্তব্য দেন। তাই ওই ১০ জন আলেমকে হত্যার উদ্দেশ্য তাদের নাম ঠিকানা সংগ্রহ এবং গতি বিধি লক্ষ্য রাখতেই আমরা একজনকে রেকি করতে পাঠিয়েছিলাম।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদিপ কুমার দাস জানান, এই আট শিবিরকর্মী সুন্নি মাদরাসার ১০ আলেমকে হত্যা করে সরকারের ওপর দায় চাপাতে চেয়েছিল।
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:১১
নায়করাজ বলেছেন: ইসলামের সেবক বলে দাবীদার জামায়াত শিবির রাজাকার যুদ্ধাপরাধী চক্রের মিথ্যার বেসাতি পাবেন নিচের লিংকে। তাদের মিথ্যার বেসাতি দেখে অবাক হয়ে যাবেন। Click This Link
ইসলামের সেবক বলে দাবীদার জামায়াত শিবিরের নেতা মওদুদীর ভ্রান্ত আকিদা সম্পর্কে বলেছেন বিভিন্ন আলেম উলামাগণ। সরাসরি নিচের লিংকে চলে যান : Click This Link
জামাতে ইসলাম প্রকৃত ইসলাম নয়। বিস্তারিত পাবেন এখানে : Click This Link
জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।
নিচের লিংকে গিয়ে লেখাটা কপি/পেস্ট করুন। শেয়ার করুন, ছড়িয়ে দিন। সবার সামনে ওদের মুখোশ খুলে দিন। জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link
ইসলামের কোথায় লেখা আছে গণহত্যাকারী, গণধর্ষণকারী, লুণ্ঠনকারীদের বিচার চা্ওয়া যাবে না ?
৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:১১
এস বাসার বলেছেন: জানিনা শিবির ইসলামের নামে ইসলামকে কলংকিত করার আর কি কি নোংরা মিশন নিয়ে মাঠে নেমেছে
৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:১৯
যোগী বলেছেন: জামাত শিবির প্রয়োজনে নিজের মা্ বোন কে ধর্ষন করে অন্যের উপর দোষ চাপাতেও পিছপা হবেনা।
৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৩১
অবয়ব বলেছেন: যেসব তরুন জামাতশিবির করে তাদের ঘিলু কতটা পচে যাওয়া এবং শয়তানীতে ভরা থাকলে জামাতশিবির করতে পারে?
৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ভয়াবহ!!!
এরা প্রকৃতই এজিদি বারবার প্রমাণ দিচ্ছে!!!
সউদের টাকা খেয়ে-আর কত সাধারন মানুষের সাথে প্রতারণা করবে এরা!!!!
এদের কারণেই আজ দাড়ি-টুপি কলংকিত!
ধিক ! শতধিক!!
৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৪৫
যা বলার বলবো বলেছেন: "তার কাছ থেকে ১০ জন আলেমের নাম সম্বলিত একটি চিরকুঠ পাওয়া যায়।" - খুব সুন্দর এবং পরিপাটি ঘটনা। খুনি ১০ জনের নাম নিয়ে ঘুরছে!!
৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৪৬
রুদ্র মানব বলেছেন: জামাত শিবিরের কুত্তাগুলা দেশটার ১২ টা না বাজায়া ছাড়বে না তাইলে
৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:০৫
অবয়ব বলেছেন: যা বলার বলব, কাঠালপাতা কম খাচ্ছেন নাকি? খবর পড়তে পারেন না? যে ধরা পড়েছে, সে শুধু রেকী করতে গেছে। খুন করতে না। পকেটে তথ্য ঠিকানা নিয়ে গেছে, ভিক্টিমদের ঘুরেফিরে দেখে আসবে এই তালে। কিন্তু সে কিছু না করে শুধু সন্দেহভাজন হিশেবে ধরা খাবে এটা নিশ্চয়ই ভাবে নি।
মনে হচ্ছে আপনার খুব কস্ট লেগেছে। তাই সাজানো ঘটনা হিশেবে চালিয়ে দিয়ে কস্টটা লাঘব করতে চাইছেন।
১০| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:০৯
এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: এস বাসার বলেছেন: জানিনা শিবির ইসলামের নামে ইসলামকে কলংকিত করার আর কি কি নোংরা মিশন নিয়ে মাঠে নেমেছে (
১১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৭
যা বলার বলবো বলেছেন: @অবয়ব , ঘিলু কি মাথায় নাকি হাটুতে ! মতি ভাইয়ের Collection এ অনেক নাটক আছে . জজমিয়া নাটকের আর শেষ হলো না!
শহিদ মিনারের নাটক তো দেখলেন আজকে।
গালাগালি না করে, ভদ্র ভাষায় ব্লগিং করুন and use your brain little bit !
১২| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩
তালপাতার সেপাই বলেছেন: মিডিয়া সন্ত্রাস বন্ধ হোক. জাতি মুক্তি পাক
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
টি_মৃদুল বলেছেন: সুত্র : news