![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুভ ও সুন্দর চিন্তার এবং এমন চিন্তার মানুষের সন্মান দিতে হবে।সমন্বিত ভর্তি পরীক্ষার মত একটা চমৎকার চিন্তা সকল বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়ন হোক।
মুহম্মদ জাফর ইকবাল। আমার শিক্ষক না হলেও যাকে স্যার ডাকলে আমার মন ভরে উঠে। আমার মত অনেক মানুষ এর শিক্ষক তিনি। সত্য ও সুন্দর এর পক্ষে কাজ করা মানুষের আকালের এই দুঃসময়ে এই সরল -সদা মানুষটা আমাদের সত্যের পক্ষে দাঁড়িয়ে কাজ করা শেখান, ভয়ঙ্কর দুঃসময়েও ভালবাসার শক্তির উপর বিশ্বাস রাখতে শেখান।
কিছু কুচিন্তা আছন্ন লোক এর নোংরামিতে যদি স্যার এর মতো সুন্দর মানুষ কে আঘাত করা হয়, সরে দাড়াতে বাধ্য করা হয়; আর আমরা যদি তা হতে দেই। তাহলে জানতে হবে আমাদের সামনে আরো কুৎসিত দুসঃময়। আমরা সে সময়কে ই বরণ করছি আমাদের অক্ষমতা বা নির্লিপ্ততায়।
একটা বিশ্ববিদ্যালয় জাতীয় বিষয়। এটা তো আঞ্চলিকতার নোংরা রাজনীতি দিয়ে চলতে পারে না।
©somewhere in net ltd.