নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোস্তাফিজ ফরায়েজী জেরী

মোস্তাফিজ ফরায়েজী জেরী

সাধারণত গল্প লেখি, কবিতা আর তেমন মনে আসে না। এক কথায় গল্প নিয়ে আমার বসবাস। নিজের মত জোরালোভাবে প্রকাশের চেষ্টা করি। দেশকে ভালোবাসি, প্রেমকে শ্রদ্ধা করি।

মোস্তাফিজ ফরায়েজী জেরী › বিস্তারিত পোস্টঃ

কবিতা: শ্যাম বালিকা

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:০৪





“নাম ধাম জানা নাই, জানে নাকো কেউ তা

শুধু জানি বলে তাকে শ্যাম বালিকা।

চোখ দু’টি চঞ্চল, মুখখানি চাঁদ

জ্ঞানেরই আলোতে ভরা ঘূচে যাবে রাত।



যবে তারে দেখবে কাজে বড় মশগুল,

শান্ততা দেখো তার ভেঙ্গে যাবে ভুল।



কি যে মায়া আছে তাতে যদি চাও জানতে,

বের হলে রাস্তায় যাও তার পিছে পিছে।

কচ্ছম কাঁটছি, তাকাবে না তার দিকে

আশে পাশে তাকিয়ে দেখ কত দর্শক

অপলক দৃষ্টিতে প্রহর গুনছে।”



“থাক! থাক! আর নায়, আর তুমি বলো নাকো।

বুঝেছি সে সুন্দরী, মাথাটাতে চুল ভারী।”



“তা আবার বলতে, রাত-দিন যদি গোন

হবে নাকো শেষ তারি।

রং-টাযে কি কালো বলব কি তোমারে,

আহারে! আহারে!

বকুলের মালাটারে খোঁপাটাতে গুজে দিলে

লাগে কি যে রূপসী

তাই তি কখনো শেষ করা যায় বলে।”



“থাম! থাম! এক গ্লাস পানি খাও, দম নাও।

শুনে সব বুঝলাম, ডুবে ডুবে জল খাও।”



“না…মানে, ঠিক তা নয়… তা নয়…

অলরেডি আমি তাকে ভালবেসে ফেলেছি।

ও মামা তুমি যদি দেখতে কি তার রুপখানি,

আচরনে অমায়িক, সংগীতে সুররানী।

ও কে যদি আনি ঘরে

অবশেষে এ ঘর ভরবে থরে-বিথরে।”



মিন মিন হেসে হেসে বলে মামা কেশে

“এ তুই কি বলছিস!

এ রোগে আমারে ধরেছিল দুপুরে

বিকালে এসে দেখি সব গেছে ভুলে-ভালে।”



“উপদেশ বাদ দাও, কানটাকে আনো কাছে

মাকে রাজী করাতে তোমা মত উস্তাদ

আছে কি এ জগতে!”



শেষমেশ ভালো মত বিয়ে সাদী হল শেষ,

মাস তিন পরেতে গল্প এ জমেছে বেশ।



দৈবাৎ মামাটি বলে উঠে ভাগ্নেকে-

দিন কাল সম্প্রতি কেমনটি কাটছে হে।



কাচু মাচু মুখকরে বলে শেষে ভাগ্নে-

“বাদ দাও ও কথা।”



“বাদ দেব কেন রে বল্ সবি আমারে

দেখি কিছু পাই কিনা তত্বটা নেড়ে-টেড়ে।”



শুনলাম কান পেতে কেউ বা বলছে

পানশে কণ্ঠে,

“ঝগড়াটে! ঝগড়াটে! একেবারে ঝগড়াটে।”

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৫

আলম দীপ্র বলেছেন: ভালো লাগলো । দ্বিতীয় ভালো লাগা । আর আমাকে চিনেছেন?

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

মোস্তাফিজ ফরায়েজী জেরী বলেছেন: চিনেছি... ধন্যবাদ তোমাকে। আবার পড়লে তাহলে।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭

আহসানের ব্লগ বলেছেন: ভাল ছিল

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

মোস্তাফিজ ফরায়েজী জেরী বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১০

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । এটাই তো পার্থক্য বিবাহিত আর অবিবাহিত পুরুষের মাঝে । বিয়ের আগে ডুবে ডুবে জল খায় আর বিয়ের পর নিঃশ্বাস না নিতে পায় । =p~ =p~ :P

ভালো লাগলো কবিতা ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

মোস্তাফিজ ফরায়েজী জেরী বলেছেন: জী, সেটাই। তা আবার বলতে।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মিষ্টি একটি কবিতা । ভীষণ ভাল লাগলো

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

মোস্তাফিজ ফরায়েজী জেরী বলেছেন: ধন্যবাদ আপনাকে আপু

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১২

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগ রইলো।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

মোস্তাফিজ ফরায়েজী জেরী বলেছেন: আপনাকে ধন্যবাদ হানিফ ভাই

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

টুম্পা মনি বলেছেন: ভালো লাগল।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩১

মোস্তাফিজ ফরায়েজী জেরী বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১০

নুর ইসলাম রফিক বলেছেন: hahaha jhogrte.khub valo hoyeche.

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৩

শায়মা বলেছেন: আহারে এত খারাপ ভাগ্য!!!:( ঝগড়াটে শেষমেষ!!!



:P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.