![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণত গল্প লেখি, কবিতা আর তেমন মনে আসে না। এক কথায় গল্প নিয়ে আমার বসবাস। নিজের মত জোরালোভাবে প্রকাশের চেষ্টা করি। দেশকে ভালোবাসি, প্রেমকে শ্রদ্ধা করি।
জন্মালাম, বড় হলাম, ক্লাস টেনে পড়তাম, আমাকে খুবলে খুবলে খাওয়া হলো, তারপর মরে গেলাম, আমি তাহেরা বলছি। না, ঢাকা থেকে নয়, দেশের এককোণের শহরতলী থেকে। না, আমি ভিকারুন্নেচ্ছাতে পড়তাম না, পড়তাম আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ে, তাই পত্রিকায় ঘটা করে কেউ কিছু লেখে নি। আচ্ছা ঢাকার মানুষের জীবনের দাম বুঝি অনেক বেশী?
গ্রেফতার হয় নি কেউ। এত্ত বড়ো মানববন্ধন হলো আমাকে নিয়ে, আমার বন্ধু বান্ধব সবাই আসলো, আসলো সচেতন মহল, যেন জেগে উঠলো ছিচকে শহরতলীটা, কই দেশ তো জাগলো না। আমি কি দেশের কেউ নই! ওহ, আচ্ছা! আমি তো সাগর-রুনী নই। আমিতো সাধারণ এক মেয়ে ছিলাম। আমার জীবনের আর দাম কি?
আমি আমার কথা বলছি না, শত শত তাহেরার কথা বলছি। আমি আমার হত্যার বিচার চাই না, আমার ধর্ষণের বিচার চাই না। আমি চাই শত শত তাহেরার হত্যার বিচার, চাই শত শত তাহেরার ধর্ষণের বিচার।
আমি তাহেরা বলছি।
[প্রসঙ্গ- আলমডাঙ্গায় এস এস সি পরিক্ষার্থী তাহেরাকে ধর্ষণের পর হত্যা]
[নিউজ লিঙ্ক-
http://www.mathabhanga.com/first-page/49758]
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১২
প্রবাসী পাঠক বলেছেন: দোষীদের শাস্তি হোক। আর কোন তাহেরাকে যেন এমন ভাগ্যবরন করতে না হয়।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৪
বহ্নি শিখা বলেছেন: কুত্তাগুলোর ফাঁসি চাই
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৬
খেলাঘর বলেছেন:
আমরা বিচার করবো, কেহ পালাতে পারবে না।