![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণত গল্প লেখি, কবিতা আর তেমন মনে আসে না। এক কথায় গল্প নিয়ে আমার বসবাস। নিজের মত জোরালোভাবে প্রকাশের চেষ্টা করি। দেশকে ভালোবাসি, প্রেমকে শ্রদ্ধা করি।
অমর একুশে গ্রন্থমেলায় লিটলম্যাগ চত্বরে 'দোলক'-এর স্টলে পাওয়া যাচ্ছে আমার প্রথম প্রকাশিত শিশুতোষ ফিকশন উপন্যাস 'শুদ্র দ্য গংরিড'।
স্টল নং- ৩৯
বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন- আতিকুর রহমান ফরায়েজী।
বইটির মূল্য- ১৫০ টাকা (ডিসকাউন্ট ২৫% প্রযোজ্য)
বইটি কেনার আগে দেখে নিন শুদ্র দ্য গংরিডের বুক ট্রেইলার, যেটা বাংলা বইয়ের ইতিহাসে প্রথম বুক ট্রেইলার।
ইউটিউব লিঙ্ক- http://youtu.be/Ixe7SPO_5lk
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৮
সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।