নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার আগে যুদ্ধাপরাধীদের বিচার চাই ।

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

রাহা

ব্লগ © রাহা যোগাযোগ: [email protected]

রাহা › বিস্তারিত পোস্টঃ

সংক্ষুব্ধ, ব্যথিত ও হতাশঃ সত্যি সেলুকাস!! কী বিচিত্র বৈচিত্রে ভরপুর আমার এই দেশ!!!!

০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৫

ব্লগার রাসেল পারভেজ (ডটু রাসেল), মশিউর রহমান বিপ্লব (নেমেসিস/শয়তান) এবং সুব্রতকে গ্রেফতার করা হয়েছে কোন প্রকার আইনগত কারণ/চিঠিপত্র দর্শানো ছাড়াই । তাদের সাতদিনের রিমান্ডে দিয়েছে বিজ্ঞ আদালত। গোয়েন্দা পুলিশ তাদের মিডিয়ার সামনে হাজির করেছে দাগী আসামীদের কায়দায়। মিডিয়ায় সেই ছবি সম্বলতি সংবাদ। সত্যি সেলুকাস!! কী বিচিত্র বৈচিত্রে ভরপুর আমার এই দেশ, দেশের মানুষ কিংবা তাদের অনুভূতি ।



আজ আমার চোখে ভাসে একটি ছবিই । লুঙ্গি খুলে যেমন বাঙ্গালী তার ধর্মীয় পরিচয় দিয়েছিল ১৯৭১ আমাদেরও কি তাই করতে হবে আজ ??



কীবোর্ডে আর কী লিখব ? আমি সংক্ষুব্ধ, ব্যথিত ও হতাশ ... অন্যায়ভাবে গ্রেফতার করা ব্লগারদের নিঃশর্ত মুক্তি চাই ।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১১

জাহাঙ্গীর জান বলেছেন: সত্য গোপন থাকেনা । আর মিথ্যা ও বেশি দিন দাবিয় রাখা সম্ভব হবেনা বড় কথা হলো সরকার কি চায় ? এবং সেটা বুঝা কঠিন, সরকার শেষমেষ ব্লগটাকে শেষ করে দিল । এই ভাবে যুদ্ধ অপরাধের বিচার থেকে সরে আসতে ব্লগারদের কে হয়রান করছে ।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩

রাহা বলেছেন: যুদ্ধ অপরাধের বিচার থেকে সরে আসার চেস্টা করে লাভ নাই। এই প্রজন্মকে এতো সহজে টলানো যাবে না ।

২| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮

সরকার৮৪ বলেছেন: এইবার বাকশাল বুঝা যায়

৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪

ওমর ইনান বলেছেন: কি বিচিত্র মানুষগুলো!!!!

৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হতাশ!

৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

সুবর্ণা রহমান বলেছেন: ব্লগার হিসেবে না
নাস্তিক হিসেবেও না

তাকে আটক করা হয়েছে উগ্রপন্থী, কট্রর ইসলাম বিদ্ধেষী হিসেবে। যেটা তার প্রাপ্য ছিল।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯

রাহা বলেছেন: মত প্রকাশের স্বাধীনতায় তবে আপনি বিশ্বাসী নন??

৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

রাহি বলেছেন: সেলুকাস!!

৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৫

রাসেল মেটামোরফোজ বলেছেন: সুবর্ণা রহমান বলেছেন: ব্লগার হিসেবে না
নাস্তিক হিসেবেও না

তাকে আটক করা হয়েছে উগ্রপন্থী, কট্রর ইসলাম বিদ্ধেষী হিসেবে। যেটা তার প্রাপ্য ছিল।

৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩

ফাজলামো বলেছেন: গ্রেফতার করা হয়েছে কোন প্রকার আইনগত কারণ/চিঠিপত্র দর্শানো ছাড়াই । তাদের সাতদিনের রিমান্ডে দিয়েছে বিজ্ঞ আদালত। গোয়েন্দা পুলিশ তাদের মিডিয়ার সামনে হাজির করেছে দাগী আসামীদের কায়দায়। মিডিয়ায় সেই ছবি সম্বলতি সংবাদ। সত্যি সেলুকাস!!

কেন ভাই সেলুকাসের কি দেখলেন? হটাত করে সম্বিৎ ফিরে পেলেন মনে হচ্ছে!
নিজেদের লেজে আগুন লাগার আগে দিশা পান নাই বুঝি! নাকি নাস্তিক ছাড়া আর কাউকে মানুষ মনে করেননা?

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১

রাহা বলেছেন: আপনি মানুষ তো!!!

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৯

উলাম বলেছেন: টিভিতে দেখলাম এই সব মুক্তমনা লেখকদের কে এমন ভাবে উপস্থাপনা করা হয়েছে যেনো তারা এক একটা ভয়ংকর সন্ত্রাসী। তাদের সামনে কম্পউটার আর মডেম রেখে দিয়ে রেখে গোয়েন্দা বাহিনী কি বুঝাতে চেয়েছে আমি জানি না। এগুলো যদি অস্ত্র মনে হয় তবে , যাদের কম্পউটার, মডেম কাছে পাওয়া যাবে তাদের সবাইকে গ্রেফতার করা হোক।কারন এগুলো দিয়ে যেকোন সময় অন্যের অনুভুতিতে আঘাত দেয়া যেতে পারে।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪

রাহা বলেছেন: সম্ভবত‍ঃ

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩

সাদিক তাল বলেছেন: আমি সংক্ষুব্ধ, ব্যথিত ও হতাশ ... অন্যায়ভাবে গ্রেফতার করা ব্লগারদের নিঃশর্ত মুক্তি চাই

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সহ-ক্ষোভ জানাই!

১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭

পিপাসুক বলেছেন: অদ্ভুত লাগে সবই !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.