![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"মুক্তমনা মানে হল, শুধু ধর্মের গন্ডিতে না থেকে বিজ্ঞান, জাতি, সমাজ নিয়ে ভাবা। "
.
কথাটা বলেছিলেন মুক্তমনা ব্লগের একজন ব্লগার। অভিজিৎ রায়ের হত্যার পর।
.
কিন্তু আশ্চর্যজনক ভাবে, যারা নিজেকে তথাকথিত মুক্তমনা হিসেবে পরিচয় দিয়ে আসছে বা দেবার চেষ্টা করছে, তারা বিজ্ঞান, সমাজ বা জাতি না বরং ধর্ম নিয়েই 'গুতাগুতি' তে ব্যাস্ত। জাতি, সমাজ, বিজ্ঞান নিয়া তারারা কি করছে??
.
তারা আদৌ মুক্তমনা না, বরং তারাই ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করে! স্পেসিফিকেল্লি, ইসলাম ধর্ম!
.
কোন কিছু বিশ্বাস না করার মানে এই না যে, আমি তার নামে যা খুশি তা বলবো!
.
.
সো, কিছুদিন আগে "নাজিমুদ্দিন সামাদ" কে যে হত্যা করা হয়েছে, তা অবশ্যই ন্যাক্কারজনক কিন্তু তাকে মুক্তমনা বুদ্ধিজীবী ট্যাগ দিতে যাবেন না। সে শুধুমাত্র একজন উগ্র ধর্মবিরোধী পাব্লিক।
.
#NoMoreমুক্তমনা
২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৪৬
মোল্লা রিফাত রায়হান বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫২
রায়হানুল এফ রাজ বলেছেন: ঠিক বলেছেন।