![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বার্থপর মানুষ
৩ ফেব্রুয়ারি ২০১৫ মঙ্গলবার রাত্র ৯টা ৩৫ প্লামরোজ বুলেভার্ড টরন্টো, ওন্টারিও
আমি সম্ভবত দিন-দিন শক্ত মনের মানুষ হয়ে যাচ্ছি। বীভৎস দৃশ্য আমি মোটেই সহ্য করতে পারতাম না। কিন্তু বেশ কিছুদিন যাবৎ বেশ কয়েকটি ভিডিও দেখলাম! ইরাক-সিরিয়ার সীমান্ত জুড়ে যে জঙ্গীগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে (আইসিস নামে খ্যাত, বর্তমান নাম আবার আইসিল), তারা অত্যন্ত ঠান্ডা মাথায় প্রতিনিয়ত একেকজন হোস্টেজকে হত্যা করছে এবং তার ভিডিও প্রকাশ করছে। আগে কয়েকটি ভিডিও দেখেছি যেখানে ছুঁড়ি দিয়ে হোস্টেজদের মস্তক ছিন্ন করা হয়েছে। সেদিন দেখলাম মধ্যপ্রাচ্যে (সম্ভবত সৌদি আরবে) প্রকাশ্য রাস্তায় একজন নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এককোপ দিয়ে মস্তক ছিন্ন করার মাধ্যমে।
এরা এসব কিছুই করছে শান্তির ধর্ম ইসলামের নামে! ইসলামকে অত্যন্ত কদর্যরূপে উপস্থাপন করছে বিশ্ববাসীর কাছে। আমি জানি না স্রষ্টা কীভাবে এসব নিচ্ছেন! তবে মানবতার জন্য এসব ভালো কিছু হবার কথা নয়।
©somewhere in net ltd.