![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে ব্যক্তি নিজেকে নিয়ে কৌতুক করতে পারে, তার হাসি কখনো ই ফুরায় না।
প্রচন্ড ক্ষোভ আর হতাশা থেকে লেখাটি শুরু করছি।ক্ষোভ আর হতাশাটা দেশের বর্তমান অবস্থা নিয়ে।সময় পেলে মাঝে মাঝেই ফেবু আর ব্লগগুলোতে ঠু মেরে আসি।বিশ্বাস করতে কষ্ট হয় যে আমাদের মধ্যে বিভাজনগুলো এতটা ভয়াবহ।তিনটা ইসু নিয়ে সব সময় ফেবু আর ব্লগ গরম হয়ে থাকে।ধর্ম (শুধুমাএ ইসলাম),মুক্তিযুদ্ধ আর ভারত(শুধুমাএ ভারত বিদ্বেষ)।দেখা যাচ্ছে যারা ধর্মকে নাস্তিক এবং ইসলামবিদ্বেষীদের থেকে বাঁচানোর চেষ্ট করছে এবং ভারতের কর্মকান্ডের বিরোধীতা করছে তারা অধিকাংশই জামাত এবং বিএনপি ঘরোনার ব্লগার।মুক্তিযুদ্ধ নিয়ে যারা কিছু বলছে তারা শুধুমাএ আওয়ামিলীগের সমর্থকরা।আমার মাথায় ধরেনা তর্কের জেতার জন্য কেউ সত্যটাকে স্বীকার করতে চায়না। একটা উদাহারন দিব।আজ বুদ্ধিজীবি দিবস।বিএনপি ও জামাত সমর্থকরা চুপচাপ।আরে ভাই চুপচাপ থাকার কি আছে।যারা এই দেশে এত বড় ক্ষতিটা করলো তাদের আপনি কিভাবে ক্ষমা করবেন।এটাতো ঠান্ডা মাথার খুন।প্রকাশ্য বিরোধিতা করুন।আপনারাও সরকারের কাছে বিচার চান।শুধুমাএ রায়েরবাজারে ফুল দিলেই দেশপ্রেমিক হওয়া যায়না।আপনার খারাপ লাগলে মিলাদ করেন।নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন।সরকারের কাছে প্রকৃত দোষীদের বিচারের আবেদন করেন।প্রয়োজনে সহায়তা করেন।কারন সবার আগে তো দেশ।তাইনা?
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
মৃত মানব বলেছেন: @রেন ...ভাই সুজাতা সিং আর বিএসএফের কার্যক্রমের বিরোধীতা শুধু আপনি না, দল মত নির্বিশেষে সবাইকেই করতে হবে।আওয়ামী এবং বামদেরো এগিয়ে আসতে হবে তথাকথিত নাস্তিক নামের ইসলামবিদ্বষীদের বিরুদ্ধে।প্রথম পদক্ষেপ সব সময় কষ্টের হয়।তবুও আশা রাখছি এখনো সময় ফুরিয়ে যায়নি।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৮
রেন বলেছেন: সুজাতা সিং আর বিএসএফ আমাদেরকে এবং আমাদের দেশকে **** করবে আর আমরা ভারত প্রীতি দেখাব??
সবার আগে তো দেশ।তাইনা?
আমাদের হাত দিয়ে প্রতিরোধ করার ক্ষমতা নাই কিন্তু নাস্তিকদের প্রতি ঘৃণা তাতে কিছু মাত্র কমবেনা।