![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে ব্যক্তি নিজেকে নিয়ে কৌতুক করতে পারে, তার হাসি কখনো ই ফুরায় না।
শফী বলেন, “হাসিনা সরকার, আওয়ামী লীগ বলেন আর ছাত্রলীগ বলেন, সবাই আমাদের বন্ধু। এদের সাথে আমাদের কোনো আদাবত নাই
“কেউ যদি হাসিনা সরকার, আওয়ামী লীগ, ছাত্রলীগকে আমাদের দুশমন বুঝে থাকেন এমনটা ভুল হবে।”
১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১০
মৃত মানব বলেছেন: আর মান বাঁচানো ???
২| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩২
শফিক আলম বলেছেন: ইসলামের নামে সেদিন হেফাজত-ই-ইসলাম যে তান্ডব আর ধ্বংসজ্ঞ চালিয়েছিল তার কোন তুলনা হয় না। শান্তি এবং সহিষ্ণুতার ধর্ম ইসলাম এইসব ধ্বংসযজ্ঞ কখনই সমর্থন করে না। ঐ দিন তাদের উন্মাতাল কর্মকান্ড পবিত্র ইসলামের ভাবমূর্তি প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এর পুনরুদ্ধারে অনেক সময় লাগবে। এইসব দু'চারটি ছবি না দিয়ে সেদিনের ধ্বংসযজ্ঞের ছবিগুলো প্রচার করুন। আর যে হাজার হাজার মানুষকে হত্যার কথা বলা হয়েছিল সেই ছবিগুলো প্রচার করলেও ভাল হতো। সাধারন মানুষের আবেগের সুযোগ না নেয়াই ভাল। তাতে ইসলামের ক্ষতি ছাড়া কল্যান কিছু হবে না।
১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৫
মৃত মানব বলেছেন: আমি নিজে কোন ইসলামি বিশেষজ্ঞ নই।পোষ্ট করার সাধারন উদ্দেশ্য হল যে আল্লামা শফির দূর্বলতা প্রকাশ করা।একজন প্রকৃত নেতা কখনো কোন অবস্থাতে তার সহকর্মিদের বিপদে ফেলে সরে যেতে পারেননা ।তিনি তা করেছেন।এথন নিজের গা বাছাতে চাইছেন।একদম সাধারন ভাবে চিন্তা করেন।প্রথম কথা হলো সরকারকে জনগনের প্রতিবাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।সেটা হেফাজত হোক কিংবা গনজাগরন মঞ্চ হোক।বিক্ষভ পৃথিবীর সকল দেশেই হয়।গ্রিসকে তো বিক্ষভের শহর বলা হয়।সেখানেও যদি সরকারের ভাষা বন্দুক হতো তবে জনসংখ্যা শুন্য হতে বেশি দিন লাগতোনা। সরকার এই প্রতিবাদি মানুষগুলোর প্রতিবাদকে উপশম না করেই কেন বা কাদের জন্য সরকার সর্বশেষ পন্থাই বেছে নিল সেটা খুবই হতাশাজনক ।সবাই আফসোস করি কেন আমাদের দেশ উন্নত হয়না।চলুন আগে আমরা উন্নতদেশের সরকারদের সাথে আমাদের সরকারের তুলনা করি
৩| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪১
সীমানা ছাড়িয়ে বলেছেন: এই দেশটা আওয়ামী লীগের বাপের। আওয়ামী লীগ তাই যা খুশি তাই করতে পারে।
১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৮
মৃত মানব বলেছেন: গণতন্ত্রর বংলাদেশি ভা্র্সন চলছে
৪| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫২
হতাশ নািবক বলেছেন: বিম্পি-জামাত জোট যে, হে গো কান্দে বন্দুক রাইখ্খ ফোটাইছে , এত দিন পরে হলেও বুঝতে পারছে।
১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৫
মৃত মানব বলেছেন: করতে পরে কিন্তু কেন বা কাদের জন্য সরকার সর্বশেষ পন্থাই বেছে নিল সেটা খুবই হতাশাজন, এরাতো আমাদেরই ভাই
৫| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৬
হতাশ নািবক বলেছেন: @সীমানা ছাড়িয়ে বলেছেন: এই দেশটা আওয়ামী লীগের বাপের। আওয়ামী লীগ তাই যা খুশি তাই করতে পারে।
@সীমানা ছাড়িয়ে : কথা কইল আল্লামা শফি আর আওয়ামী লীগ রে নিয়ে টানা টানি করেন কেন? পারলে তারে ধরেন, শক্ত কইরা ধরেন।
৬| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০০
রাজীব বলেছেন: আওয়ামী লীগ বলেন আর ছাত্রলীগ বলেন
এরা কিন্তু সেদিন আক্রমন করেনি, আক্রমন করেছে পুলিশ!!
১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১২
মৃত মানব বলেছেন: আর পুলিশ চালায় কারা ???
৭| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০২
বোধহীন স্বপ্ন বলেছেন: শফী হুজুরও পল্টিক্স বুঝে গেছে
১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৭
মৃত মানব বলেছেন: পল্টিক্স এবং পল্টি
৮| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৪
হাসান কালবৈশাখী বলেছেন:
বিম্পি-জামাত জোট যে, হে গো কান্দে বন্দুক রাইখ্যা ফোটাইছে , এত দিন পরে হলেও হুজুরেরা বুঝতে পারছে।
আমার এই লেখা দুটি পড়ুন।
Click This Link
Click This Link
১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৩
মৃত মানব বলেছেন: বুঝছে কিনা জানিনা তবে স্পষ্টতই তিনি এখন গা বাচাতে চাইছেন, আপনার পোষ্টগুলো পড়লাম, আপনি মৃত মানুষদের সংখ্যা নিয়ে প্রশ্ন করেছেন।আপনি ৬১ নিয়ে খুশি তো ।আমার কথা হলো ৬১ জন মরবে কেন ????
৯| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০১
অগ্নি সারথি বলেছেন: হাসিনা সরকার, আওয়ামী লীগ বলেন আর ছাত্রলীগ বলেন, সবাই যদি তাদের বন্ধুই হয় তাহলে ৬১ জনের (আপনার কথা অনুযায়ী) মৃত্যুর দায় দায়িত্ব হেফাজতকেও নিতে হবে।
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৭
মৃত মানব বলেছেন: অবশ্যই।যদি ঘটনা সত্য হয়
১০| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৮
গোয়েন্দাপ্রধান বলেছেন: আল্লামা শফি র লাল দিঘিতে হাসিনার প্রতি বন্ধুত্ব প্রকাশ করেছেন ।
সম্পুর্ণ ডাহা মিথ্যা প্রচার । যারা বক্তব্য বিকৃত করে তারা মুনাফিক । ইসলামে আগে এইসব মুনাফিক দের ঠান্ডা করার ইতিহাস আছে ।
শফির সাহেবের বক্তব্য হুবুহু তুলে ধরা হল
আমি হুজুরের সম্পুর্ন মুনাজাতটা তুলে ধরলাম ৷৷
"হাসিনা সরকারকেও ধন্যবাদ দিতেছি, আমাদের কে ২/৩ বার ঘুরাইয়া পিরাইয়া হলেও অনুমতি দিছে, কি দিছে ? অনুমতি দিছে; তাই অনার জন্য ও দোয়া করছি আল্লাহ ওনাকে হেদায়েত করুক ৷৷
(এখানে) হাসিনার ভক্তরা আছেন ?
হাসিনার ভক্তরা অদে-অদে (যেভাবে বলছি সেই ভাবে) পৌছায়া দিবেন, এখানে কোনো রদবদল করবেন না ৷৷ আমি কি দোয়া করতেছি,
আমাদের অনুমতি দিছে ওয়াজ নসিহত করার জন্য, ওনাকেও আল্লাহ তা'আলা হেদায়েত করুক ৷৷
এই কথাটা পৌছায়া দিবেন নি ?
না বলবেন সরকার বিরোধী বয়ান করেছে !!
এই কথা বলবেন নি কোনো ?
এই সরকারী ভাইয়েরা আপনারাও এই কথাটা পৌছায়া দিবেন ৷৷ আওয়ামীলীগ আমাদের দুশমন না, ছাত্রলীগ দুশমন না, হাসিনা দুশমন না, (তাদের) কোনদিন গালাগালি করছি ? হে ছাত্রলীগের ভাইয়েরা, নাতি পতির সমান হবেন আপনারা ৷৷
আপনাদের জন্য দোয়া করতেছি, আলেম ওলামাদের দিকে বড় বড় চোখ করে দেখে বদদোয়া নেবেন না, বদদোয়া নেবেন না, আমরা তোমাদের গালাগালি করিনা, আমাদেরকে গালাগালি করতেছ ৷৷
আমার কথা বুজা যাইতেছে ?
আল্লাহ তাদেরকেও হেদায়েত করো আমাদেরকেও হেদায়েত করো ৷৷ আল্লাহ বাংলাদেশকেও তুমি হেফাজত করো, দুশমন থেকে হেফাজত করো, বাংলাদেশকে হেফাজত করো, যারা বেবসায়ী ভাই তারা শান্তিতে নাই, তাদের ইনপোর্ট-এক্সপোর্ট ভালো ভাবে চলতেছে না আল্লাহ সব দিক দিয়ে বাংলাদেশকে শান্তি করে দাও, বাংলাদেশকে হেফাজত করো ৷৷"
## প্রচুর শেয়ার চাই কারণ কিছু লোক, পত্রিকা হুজুরের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করতেছে ।
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪
মৃত মানব বলেছেন: কি বলবো বুঝছিনা কনফিউজ্ড করে দিলেন
১১| ১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৩
শফিক আলম বলেছেন: উনি শান্তির কতটুকু বুঝেন? তিনি শান্তি চাইলে ৫ই মে সন্ধ্যায় কথামতো সমাবেশ করে চলে যেতেন, সবাইকে নির্দেশ দিতেন চলে যেতে। কিন্তু তা না করে তিনি অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন? ওয়াজ-নসিহতের নামে অন্য কি উদ্দেশ্য ছিল? আর সেই হঠকারি সিদ্ধান্তের কারনেই সেই অরাজকতা আর ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছিল যার পরিনতিতে কিছু মৃত্যু। প্রত্যেক নেতাকেই তার নেতৃত্বের জবাবদিহি করতে হবে আল্লাহতা'লার কাছে। আল্লামা শফিও বাদ যাবেন না।
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৬
মৃত মানব বলেছেন: সেদিনের গনহত্যা নিয়ে কিছু বলুন
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২১
ঢাকাবাসী বলেছেন: জান বাঁচান ফরজ!