![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেদিন স্থির হয়ে যাবো , সেদিন হারিয়ে ফেলব গতিশীলতা; হয়ে যাবো নিষ্প্রাণ !!!
খাবারের সময় মায়েরা সব সময় পিছিয়ে থাকেন ,পরিবারের সবার খাওয়া শেষ না হলে তারা খেতে যান না। ভালো সবকিছু স্বামী , সন্তানকে দিয়ে যা থাকে তা দিয়েই কোনোমতে খেয়ে নেন। বাড়িতে ভালো কিছু রান্না করলে সর্বপ্রথম সন্তানদের খাওয়ান ,নিজে খেতে হবে এমন চিন্তা কখনো করেন না। বাবারা যখন বাজার থেকে কোনো কিছু এনে দেন তখন মা তার নিজের ভাগটাও সন্তানদের মাঝে বিলিয়ে দিয়ে নিজে না খেয়ে থাকেন।
সন্তানরা যদি অসুস্থ হয়ে যায় মায়েদের চোখের পাতা আর এক হয় না। পুরনো শাড়ি ,চুঁড়ি এসব পরেই মায়েদের দিন চলে যায় আর সন্তানকে কিনে দেন নতুন জামা-কাপড়। কোনো কিছু কিনতে গেলে স্বামী , সন্তানদের জন্য না কিনে নিজের জন্য কেনার কথা একবার্ও ভাবেন না।
মা-দের কাছে স্বামী তার পরমেশ্বর আর সন্তান কলিজার টুকরো। তারা আজীবন কোনো স্বার্থ ছাড়াই স্বামী ,সন্তানকে ভালবেসে যায়।
পৃথিবীতে অসংখ্য খারাপ নারী আছে , কিন্তু একটাও খারাপ মা নেই।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১০
মৃত্যুর পায়রা বলেছেন: তাহলে আপনিও না খেয়ে থাকুন।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০৬
তদন্তকারী বলেছেন: স্বার্থ আছে। মা তার নিজের সন্তানকে খাইয়ে নিজে না খেয়ে থাকছে। আরেকজনের সন্তান যে না খেয়ে আছে তার খবর কি নিচ্ছে? ইহা ব্যতীতও আপনি আপনার মা অন্যদের সাথে যে কথাগুলো বলছে তা নিয়ে গভীরভাবে চিন্তা করুন।